নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
দেশ আমার, ঘর আমার
------------------------------- রমিত আজাদ
একটাই তো দেশ আমার, একটাই তো ঘর!
মাথার উপর ছাদ রয়েছে, আর করিনা ডর!
হোক না সে ঘর শীর্ণ কুটির, কাঠামোটা জীর্ণ!
তবু সে ঘর আমার গড়া, বুক করে বিদীর্ণ!
মায়ের বোনের কান্না মাখা ভায়ের ভেজা জামা,
বৃদ্ধ নানার মোনাজাতে যুদ্ধে জেতেন মামা।
রক্তস্নানের অগ্নিঝরা উষ্ণ নীরের প্রস্রবণ,
মুক্তহাসির ঋদ্ধিভূমি বৈভবতীর উদগমন।
কারো দয়ায় নয়তো পাওয়া, আমার খুনেই কেনা,
বুক চিতিয়ে থাকি যে তাই, নেইতো কোন দেনা।
রক্তের দাগ আল্পনা তার, বধ্যভূমি গৌরব সৌধ,
সবুজ মাঠের জমিন চিরে রক্ত-নদী সৌরভ স্রোত।
-------------------------------------------------------------------
রচনাতারিখ: ১৬ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: দুপুর ২টা ২০ মিনিট
১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
রমিত বলেছেন: আপনাকে অজস্র ধন্যবাদ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রক্তের দাগ আল্পনা তার, বধ্যভূমি গৌরব সৌধ,
সবুজ মাঠের জমিন চিরে রক্ত-নদী সৌরভ স্রোত।
......................................................................
চমৎকার লেখা , ভালো লাগল ।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম।