নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ পত্রের সাদাকালো

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৬



বিবর্ণ পত্রের সাদাকালো
--------------------------------- রমিত আজাদ

পত্র না দিলেই বোধ হয় ভালো!
সে যদি পত্রে এমন কিছু লেখে,
যা আমি সহ্য করতে পারবো না!
তার চাইতে আমিই নিজের মত করে
একটি পত্র লিখে নেবো।
ভাববো পত্রটি তারই লেখা!

মাঝে মাঝে কিছু পত্র আসে
যার রঙ সাদাকালো,
অমন বিবর্ণ পত্রের জন্য
কেউ অপেক্ষা করেনা।

তারপরেও কম্পিত হস্তে
সেই পত্র খুলতে হয়,
শেষ পর্যন্ত পড়তে হয়!
বজ্রাহত হওয়ার পরেও নিঃশেষিত মানুষ
মূর্তিবৎ দাঁড়িয়ে থাকে!
দূর থেকে দেখে সবাই ভাবে,
ওতে এখনো প্রাণ আছে!

গতি থাকলেই দেহে প্রাণ থাকে না,
এ কথা নিরস প্রকৌশলীরা বুঝবে না!
এর জন্য চাই শিল্পরস, চাই চারুবোধ,
মনোবিদ্যা জানা চাই।

সবাই যে মনোবিজ্ঞানী হয় না!!!!!
-----------------------------------------------

রচনাতারিখ: ২৩শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত্রী ০১টা ০৭ মিনিট

A Fade Letter
------------------- Ramit Azad

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার গল্প।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০০

রমিত বলেছেন:

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ---------

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০০

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

রমিত বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.