নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
নীল বসনা দীপ্তিরাশি
-------------------------------- রমিত আজাদ
ছবি আঁকায় হাত নেই মোর, ইচ্ছে হলেও খুব,
তুলির টানে তাই পারিনা তুলতে তোমার রূপ!
তানপুরাতে হাত বুলিয়ে সুর ঝরাতেও অপারগ,
তাই রাগিনীর ছন্দ তুলে ছাইতে নারি ছায়াপথ?
নীল বসনের কারুকাজে স্বর্ণলতার সরুপাড়,
দীপ্তিরাশি মায়ার কায়ায়, বাকিটুকু অন্ধকার!
কবরীতে ফুল ছিলো না, নিরাভরণ কৃষ্ণকেশ,
মুক্তো-হিরে তাও জ্বলেছে, বিধূনিত পুষ্পদেশ।
কন্ঠ জড়ায় মণিহারে রূপ সুষমায় কোহিনূর,
হংস-মালার অঞ্জলি দূত, নীলাম্বরীর অগ্নিসুর!
নিশীথিনী জ্যোৎস্না জলে, পূর্ণিমা চাঁদ নভোতলে,
অমন শ্রীমুখ শতদলে, দীপাবলীর প্রদীপ জ্বলে!
----------------------------------------------------------
রচনাতারিখ: ২৫শে ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ০১টা ৪৪ মিনিট
(ছবি আকাশজাল থেকে নেয়া)
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: শাড়ির প্রতি আপনার দুর্বলতা আছে। আপনি নারীদের শাড়িতে বেশি পছন্দ করেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
জ্বী, দুর্বলতা আছে আমার শাড়ীর প্রতি।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দীপাবলীর আলোয় আলোকিত হোক মন মনন
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৬
রমিত বলেছেন: ধন্যবাদ আপানাকে।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৪
অখ্যাত নবাব বলেছেন: ভালো লিখেছেন।