![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
পুরোনো ডায়েরীতে লেখা
-------------------------------- রমিত আজাদ
"দুঃসাহসে বুক বেঁধে হিমশৃঙ্গে আরোহন করতে পারি,
যদি বলো কন্টকাকীর্ণ ফুলও আনতে পারি,
কিন্তু বুকে পাথর বেঁধেও
কোনদিন তোমাকে বলতে পারবো না, "ভালোবাসি"।
জানিনা কার লেখা কবিতা ছিলো ওটা,
এখন আর মনে নাই।
মনের প্রবল জ্বালা ও ঝংকার থেকে,
আমার ডায়েরীতে
তিন দশক আগে লিখেছিলাম ঐ কয়টি পংক্তি।
অগ্নিবৎ মনোকথা!
যাকে নিয়ে লিখেছিলাম,
তাকে শেষ পর্যন্ত বলা হয়েছিলো।
আসলে, সে-ই প্রথম বলেছিলো, "ভালোবাসি"!
ছন্দায়িত শব্দসুধা প্রতীক্ষারত চাতক কর্ণে!
তবে, ততদিনে অনেক দেরী হয়ে গিয়েছিলো!!!!!
--------------------------------------------------------------------------
রচনাতারিখ: ৬ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ১১টা ৫৪ মিনিট
(ছবি আকাশজাল থেকে নেয়া। চিত্রকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।)
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
কয়েকদিন আগে ঢাকুয়া ঘুরে এলাম।
আপনি কেমন আছেন?
৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৬
শের শায়রী বলেছেন: আসলেই দেরী হয়ে যায়।
০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।