নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
রাজা নামে ধুলিপথে
------------------------- রমিত আজাদ
পালঙ্কে শুয়েছিলো রাজার দুলাল,
শর্বরী মেতেছিলো সিতারা হিলাল!
শিহরিয়া ভাঙ্গি ঘুম ফেলি মালামাল,
কোন ডাকে হলো যে সে পথের কাঙাল?
বধু ছিলো, শিশু ছিলো, ছিলো মায়া-মমতা,
ধন ছিলো, মান ছিলো, ছিলো বড় ক্ষমতা।
তবু যেন পেল না সে রাজকীয় শ্রান্তি?
পূর্ণিমা চাঁদ তার কেড়ে নিলো শান্তি?
দেখে শোক শবদেহে পরে থাকা ধুলিতে,
দেখে ব্যাথা বুড়োদেহে চিরদুঃখী ধরাতে,
ব্যাধি-রোগ বাসা বাঁধে দুর্বল কায়াতে,
অধিপতি দিশেহারা চিরসুখী মায়াতে!
'ধরণীতে সুখ নাই' নিদারুণ সত্য!
'দুঃখময় প্রাণিকূল' নিপাতনে সিদ্ধ!
'সুখ ছিলো প্রতারণা' প্রিন্স শেষে বুঝলেন,
মনোশোকে বিজড়িত গৃহত্যাগে ঝুঁকলেন!
নেমে এলো ধুলি পথে রেখে তার রাজপূরী,
পথে পথে বেয়ে গেলো জীবনের মহাতরী।
রাজা ঘুরে দ্বারে দ্বারে ভিখ রস মাগি মাগি,
প্রজাদের বেদনার হয়ে গেলো সুখী ভাগী।
--------------------------------------------------------
রচনাতারিখ: ০৮ই জানুয়ারী, ২০২০
সময়: দুপুর ০৩টা ০২ মিনিট
The Prince Becomes a Beggar
--------------------------- Ramit Azad
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভিক্ষা বিষয়টিকে নানাভাবেই ইন্টারপ্রেট করা যায়, পজেটিভ ও নেগেটিভ উভয়ই।
এখানে পজেটিভ অর্থে নেয়া হয়েছে, তাই 'ভিখ'-এর সাথে 'রস' কথাটি ব্যবহার করা হয়েছে; এমন এক ভিখ, যে ভিখ মাগায় কোন সংকোচ নেই বরং তা গৌরবের!
২| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: এই কবিতা দিয়ে একটা নাটক বানানো যাবে।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০
রমিত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
কবিতাটি মূলতঃ গৌতম বুদ্ধকে নিয়ে লেখা।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭
রোকনুজ্জামান খান বলেছেন: কবিতা চরণ, গাঁথুনী গঠন মূলক হয়েছে । লেখক বুঝিয়েছেন, ক্ষমতা ও পরিণতি। কিন্তু ভিখ রস মাগি মাগি লাইন টার অর্থ টা যদি বুঝিয়ে দিতেন তাহলে নির্ভরযোগ্য একটা ধারনা পেতম।