নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

তুমি চিনবে তো আমায়?

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫



ঘুম ভাঙা ক্ষণে
---------------------- রমিত আজাদ

আবার যদি হয় দেখা
ধুম্রজাল কুয়াশার মাঝে!

তুমি চিনবে তো আমায়?
নাকি চিনতে চাইবে না?
নাকি চিনেও চিনবে না?
নাকি আফসোস করবে,
কেন যে আবার দেখা হলো?!!!

অকুণ্ঠিত কুয়াশার তপস্যা
সবকিছু অস্পষ্ট করে দেয়।
অস্পষ্ট করে দেয়
আমাদের স্মৃতি ও বর্ণিল অতীত!
সেই ধুম্রজালের কুহকী বিভ্রান্তিতে ভাবি,
ছিলো কি সবকিছু?
নাকি সবই ছিলো স্বপ্ন?
ঘুম ভাঙা ক্ষণে স্মৃতি ও স্বপ্ন
সবটাই মুছে গিয়েছে!!!
-----------------------------------

রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০১টা ৩৬ মিনিট

In the Moment of Awaken
-------------------Ramit Azad


তুমি চিনবে তো আমায়?
---------------------------- রমিত আজাদ

"তুমি চিনবে তো আমায়?"
কি নিদারুণ আকুতি থেকে এমন প্রশ্ন করি!
আমি কি বোঝাতে পারি?

তারপর যদি সত্যিই দেখা হয়ে যায়!
আর তুমি যদি চিনতে না পারো!
আমি কি উন্মাদ হয়ে যাবো?
মাথাকুটে নিরর্থক,
পান করবো হেমলক, স্বহস্তে প্রস্তুত?

শুধাব নিজেরে,
শুভদৃষ্টি, সুলগন, চপলা হৃদয়,
পহেলা স্পর্শ, দোলানো আবেগ,
সবই কি ছিলো তবে মিছে?
এবার কি
বহাব কোন নদী আকুলায় কেঁদে-কেটে?

দলেছিলে যত ফুল!
নিয়েছিতো মেনে, সকলি আমার ভুল!
এবার তাহলে ক্ষমা করো মোরে,
পুনর্দৃষ্টি-টি শুভ না হোক
অশুভ করো নাকো লগন তায়!
কিছুটা হলেও চিনে নিও আমায়!
------------------------------------------

রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ০১ মিনিট

Will You Recognize Me?
---------------------- Ramit Azad


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিচ্ছেদ হওয়ার পর, সংসারী হওয়ার পর অনেক পরিচিতরা অপরিচিত হয়ে যায়।

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

রমিত বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোনোএক কালে আমিও প্রেমের কবিতা লিখতাম, প্রায় ৩ হাজার হবে। এখন লজ্জায় ওসব পড়ি না। ডায়েরি লুকিয়ে রেখেছি। নাতনিরা দেখলে খিলখিল করে হাসবে আর বলবে, নানা গো, প্রেম করেছিলে নাকি। কী লজ্জা কী লজ্জা! :``>>

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

রমিত বলেছেন: জ্বী, একসময় এরকম একটা বোধ হওয়ার কথা।
যাহোক, কবিরা তাদের কবিতায় চিরতরুণ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সময়ের সাথে সাথে মানুষ নিজেকে বদলে ফেলে। সবকিছু মুছে ফেলতে চায়।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

রমিত বলেছেন:

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: যে চিনে চিনুক। যে না চিনে না চিনুক।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

রমিত বলেছেন: ওরকমই ভাবি মাঝে মাঝে।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নেওয়াজ আলি বলেছেন: পড়ে ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩০

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.