নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবীদের ঘর বাঁধতে নেই

১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩



বিপ্লবীদের ঘর বাঁধতে নেই
-------------------------- রমিত আজাদ

ঠিক এক জায়গাতেই দাঁড়িয়ে থাকা অনেকক্ষণ,
অনেকটা উন্নত ঢাকার নিশ্চল জ্যামের মতন!
ঘর বাঁধা তো স্বপ্ন,
সে নারীর হোক কি পুরুষেরই হোক!
ঘরের জন্যই তো এতকিছু!

যে ঘরে উঁকি দেবে
শীতের সকালের রোদ,
ঢেউ খেলবে উষ্ণ দুপরের বাতাস,
বিকেলটা হবে রাগিণীর সুর!
যে ঘরে জ্বলবে সন্ধ্যাপ্রদীপ
আসন্ন রাত্রীর
রোমান্টিকতার প্রতিশ্রুতি নিয়ে।

যে ঘরে হাসবে শিশু,
খুনশুটি হবে যুগলের!
পড়া তৈরী করবে শিক্ষার্থী!

তবেই না ভরা ঘর!
ভরা সুখ বিহগের বাঁধন-ডেরায়!

বিপ্লবীরাও ঘরের জন্যই বিপ্লব করে,
একটি স্বাধীন-সার্বভৌম ঘর।
একটি স্বচ্ছলতার ঘর।
একটি নিরাপত্তার ঘর।

বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়,
নয় নিষিদ্ধ পল্লী অথবা নগর!
ঘরের পাশেই ঘর সাজিয়ে,
সবার সাথে মিলেমিশেই থাকা।

শহরের অলি-গলি, টং দোকান, দখলি ফুটপাত,
গাঁয়ের শুকনো পথের উড়ানো ধুলির সাথে
মেশানো শিমুল তুলো,
সুর তোলে ধরণীর ঘরে।

নিভৃতের পথচারী
ছেড়ে স্নেহ-নীড়, বনতলে যায়।
আত্মত্যাগী বীর
প্রস্তুতি নেয় ঘরের স্বপ্ন বাস্তবায়নে।

নিরাপদ ঘর বানাতেই
বিপ্লবীরা বিপ্লব করে,
নীরবে অথবা সরবে।
তদুপরী,
বিপ্লবীদের ঘর বাঁধতে নেই!
-----------------------------------------

রচনাতারিখ: ১৭ই জানুয়ারী, ২০২০
সময়: রাত ২টা ১৪মিনিট

The Revolutionaries Should not Build own Houses
---------------------------------------- Ramit Azad

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিপ্লবীদের ঘর বাঁধতে নেই!


আসলে কথা ঠিক!

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


সামনের পাতায় আরো ২/৪টা পোষ্ট দেন

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

হাবিব বলেছেন: আরো কম কথায় শেষ করা যেত। প্রথম পাতায় একসাথে একাধিক পোস্ট না দেয়ায় ভালো।

২নং মন্তব্য ....... =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: বিল্পবীরা দেশের শ্রেষ্ঠ সন্তান।

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০০

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা দেখে ইচ্ছে করছে এমন একটা বাড়িতে গিয়ে এক দিন থাকতে।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

রমিত বলেছেন: জ্বী, এমন ছবি দেখলে সবারই ঐ জায়গায় ঘর বাঁধতে মন চায়!

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩১

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর.।।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০১

রমিত বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬

এস সুলতানা বলেছেন: সুন্দর

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনাম টি বেশ হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

রমিত বলেছেন:

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.