নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
সুপ্ত শশীতে তপ্ত বসুধা
--------------------------- রমিত আজাদ
যে এসেছিলো তাকে তো বারবার ফিরিয়ে দিয়েছিলাম,
তবে ইদানিং আবার
কেন তাকে মনে পড়ে নতুন করে???
কখনো রাত্রির কোন একটি প্রহরে,
কখনো দারাশিকোর আবেগী কবিতার সুরে,
কখনো বালাচাঁদের আঁকা মুঘল প্রেমের ছবি দেখে!
আমার আলিঙ্গন নিষ্পেষণে সে কি পেয়েছিলো?
ব্যাথা, নাকি শিহরণ-পুলক!?
জানতেও চাইনি কখনো!
বুকে বুক মিলিয়েও ধারণ করিনি বুকে!
রূপের জোয়ারী অভিমানীর
মনের খোঁজ নিতে চাইনি তো কখনো!
পাষাণের বুকে নদী বয় না!
তাই যৌথ বিশ্বাসের চুক্তি হয়নি লেখা!
একপেশে প্রেম ক্ষয়িষ্ণু হয়তোবা!
তবে,
তার পরিপাটি প্রেমে খাঁদ ছিলো না জানি।
বিশুদ্ধ প্রেম কি কালের ব্যবধানে
জেগে ওঠে সুপ্ত নদীর মতন???
-------------------------------------------------
রচনাতারিখ: ০১লা ফেব্রুয়ারী, ২০২০ সাল
সময়: রাত ০১টা ৪৬ মিনিট
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
কালো যাদুকর বলেছেন: সুন্দর বর্ণনা প্রেমের। বুকে মিলিয়েও ধারন করিনি বুকে..... দারুন রিয়ালাইজেসন..
ধন্যবাদ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।