নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিপরীতে না, সময়ের সাথে...

মোহাম্মেদ মুহসীন

বানিয়ে বানিয়ে আমি গল্প লিখতে পারিনা, আমি গল্পকার নই!!!

মোহাম্মেদ মুহসীন › বিস্তারিত পোস্টঃ

রোজার উপকারিতা

১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২৪



মুসলমানের জন্য রোজা আল্লাহপাকের নিকট হতে এমন এক নেয়ামত যার উপকারের কোন শেষ নাই। বিজ্ঞান মনস্ক মানুষরাও এখন জেনে গেছে যে রোজা সত্যিকার অরথেই মানুষের দেহের উপকার করে।

২০১৬ সালে জাপানী এক বিজ্ঞানীকে নোভেল পুরস্কার দেয়া হয়েছে, কারন তিনি আবিষ্কার করেছিলেন "autophagy বা self-eating cell", আমরা সবাই জানি যে আমাদের দেহ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কোষ দিয়ে ঘটিত, এই কোষ গুলি ভাঙ্গনের ফলে আমাদের দেহের পরিবর্তন হয় (ছোট থেকে বড় হই, যৌবন গিয়ে বৃদ্ধ হই), অনেক গুলি ভাঙ্গনের পরে বা একটা নির্ধারিত সময় পরে এই কোষ গুলি মারা যায়, এবং এই কোষ গুলি আবর্জনার মত পরে থাকে, আর এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের দেহের সেই মরে যাওয়া বা আবর্জনা গুলি খেয়ে ফেলে। আর এই কাজটা ত্বরান্বিত হয় যখন দেহে ইনসুলিনের মাত্রা কমে যায়। আমরা সবাই জানি যে খাবার না খেলে দেহে ইনসুলিন কমে যায়, তাহলে বুঝা গেল রোজা থাকলে এই প্রক্রিয়া অনেক দ্রুত হয়।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাবিআইয়্যিআ লায়ি রাব্বিকু মা তুকাজ্জিবান!

আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীখার করবে????

আমাদের অজ্ঞতাই আমাদের অবিশ্বাসের ভিন্ন পথে চালায় - - -

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: কোন কিছুকেই অস্বীকার করা যাবেনা।

২| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: রোজা আল্লাহর সেরা রহমতের একটি।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

মোহাম্মেদ মুহসীন বলেছেন: একমত

৩| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এবার সাবগুলো রোজা রাখার নিয়ত করেছি!!!:)

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৫

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আল্লাহ আপনাকে কবুল করে নেক।

৪| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

হাফিজ বিন শামসী বলেছেন:
রমজানের পূরস্কার মহান আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে বিতরণ করবেন।

৫| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

হাফিজ বিন শামসী বলেছেন:
রমজানের পূরস্কার মহান আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে বিতরণ করবেন।

৬| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


জাপানী, মাপানী, ইহুদীরা মুসলমানদের নিয়ম কানুন (নেয়ামত) কৌশলে জেনে সব নোবেল পুরস্কার নিয়ে নিলো!

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: হ্যাঁ ভাই, আর আমরা অবহেলিত রয়ে গেলাম।

৭| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

হাঙ্গামা বলেছেন: আল্লাহর নির্দেশ রোজা রাখতে হবে।
এরপর আর কোন যুক্তি, উপকারিতা বা অপকারিতা খোজার প্রয়োজন নাই।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪১

মোহাম্মেদ মুহসীন বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না করা হয়েছে, কিন্তু এটাও বলা হয়েছে নিজের চোখ দিয়ে দেখে জ্ঞান দিয়ে বুঝে কাজ করতে, আমরা সবাই জানি সব কিছু উপরওয়ালার ইচ্ছেতে হয়, তাহলে আমাদের এত কিছু চিন্তা করে কাজ করার কি দরকার ? বা সমাজের কেউ অপরাধ করলে তার সাজা কেন হয় ? তাই যুক্তি, উপকারিতা বা অপকারিতা খোজার প্রয়োজন নাই।

৮| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুসলিম হলে রাখতে হবে, অমুসলিম হলে এসব লিখে লাভ নেই...

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আপনি জানেন কিনা জানিনা, সকল ধর্মে কোন না কোন ভাবে রোজা রাখার ব্যপার আছে।

৯| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:০৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: @হাঙ্গামা
মুসলমানদের এই দুরাবস্থা কেন জানেন? আপনাদের মতো কিছু মানুষের ধ্যানধারণা এ জন্য দায়ি। বিজ্ঞানের প্রতি পারেন তো না মানুষকে উৎসাহিত করতে বরং মানুষদেরকে বিজ্ঞান বিমুখী করে তুলছেন।

আপনি কি জানেন যে বিজ্ঞান চর্চা মানুষকে আল্লাহ ভক্ত হতে শেখাচ্ছে?
ধর্মের বাণী হল তোমরা জ্ঞান চর্চা করো, সেই জ্ঞান অর্জনের মাধ্যম স্বরূপ কিছু মানুষ ধর্মের জ্ঞান অর্জনের প্রতি নিজেকে নিবদ্ধ রাখবে কিছু মানুষ চিকিৎসা শাস্র আর কিছু বা দর্শন সাহিত্যের প্রতি।
ধর্মে কিন্তু কখনোই বলা হয়নাই যে তোমরা শুধু মাত্র ধর্মীয় পুস্তক নিয়েই পড়ে থাকো। বরং বিভিন্ন দিক থেকে তোমরা জ্ঞান চর্চা করো। জ্ঞানার্জনের দিক থেকেও তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে হবে।

১০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:১১

মাহিরাহি বলেছেন: A Japanese Nobel prize winner has finally proven how staying away from food can actually help you live healthy.

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৭

মোহাম্মেদ মুহসীন বলেছেন: পড়েছি এই আর্টিকেল।

১১| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৩

মাহিরাহি বলেছেন: How to renew your body: Fasting and autophagy

১২| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: রমজানের মুল শিক্ষা হচ্ছে সংযম। খাদ্যের প্রতি সংযম একটা প্রক্রিয়া যা আমাদের ষড়রিপুর ওপড় সংযমের শিক্ষা দেয়। কিন্তু আমরা খাদ্যের ব্যপারে সংযম দেখাতে হয়ত সফলতা অর্জন করেছি কিন্তু ষড়রিপুর ওপড় সংযম আয়ত্ব করতে পেরেছি কি? ধর্মীয় আলোচনায় এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া উচিৎ।

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩২

মোহাম্মেদ মুহসীন বলেছেন: অনেক কিছুই হয়তো পারিনাই, তবে আজকের ছেলে-মেয়েরা আমাদের শৈশবের মত বোকা বোকা জীবন যাপন করেনা, তাই আশা রাখছি অচিরেই এর সুফল পাবো।

১৩| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৬

মাহিরাহি বলেছেন: The power of intermittent fasting

১৪| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩০

মোস্তফা সোহেল বলেছেন: সিয়াম মানুষের জন্য আল্লাহর বড় নেয়ামত!

১৫| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩২

হাঙ্গামা বলেছেন: @ ইব্‌রাহীম আই কে
এই ডায়লগ আমি বহু মুসলমানকে দিসি যেটা আপনি আমাকে শুনাইলেন।
আমি যেটা বললাম সেটা না বুঝেই জ্ঞান্দান করতে বসে গেলেন।
নামায পড়লে ও নাকি অনেক উপকার হয়, শারিরীক ব্যায়াম হয়।
রোজায় অভুক্ত থাকলে শরীরের উপকার হয়।
ধরলাম এই দুই ফরজ কাজ করলে শরীরের অপকার হয়.....আপনি কি নামায আর রোজা পালন বাদ দিবেন?
যে পালন করার সে করবেই... উপকার আর অপকারের কথা ভাববে না।

১৬| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক।

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৩

মোহাম্মেদ মুহসীন বলেছেন: আলহামদুলিল্লাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.