নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের পরও বিদ্যুতের দাম বৃদ্ধি কেন...!

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫০

বিগত একবছর ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিক ভাবে কমে আসছে। কিন্তু আমাদের সরকার দেশীয় বাজারে দাম কমায়নি। এর পক্ষে সরকার অনেক যুক্তি দেখিয়েছে। তার কিছু কিছু যুক্তির সঙ্গে আমিও একমত। কিন্তু বিদ্যুতের দাম বৃদ্ধি কেন? যেখানে সরকারি পাওয়ার স্টেশন গুলোতে উতপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের খরচ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম থেকে অনেক কম সেখানে আবার দাম বাড়ানো কতটা যৌক্তিক?

আমরা জানি কুইক রেন্টাল স্টেশন করে সরকার তার আত্মিয়-স্বজনদের লুটপাটের সুযোগ করে দিয়েছে। সরকারি স্টেশন বন্ধ রেখে কুইক রেন্টাল চালিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। এমনও শোনা যায় এক বিশেষ ব্যক্তির কুইক রেন্টাল কোন বিদ্যুত সরবরাহ না করেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এসব কারনেই লোকশান গুনতে হচ্ছে বিদ্যুত বিতরণ কতৃপক্ষকে। তারাও দায়টা চাপিয়ে দিলেন জনগনের ওপর। এরচেয়ে সহয পদ্ধতি আর কিইবা হতে পারে।

দেশে জাতিয় পার্টি নামক এক কথিত বিরোধী দল আছে। দায়সারা এক বিবৃতি দিয়েই এরা এদের কাজ শেষ করেছে। বিএনপি যে জনগনের স্বার্থের কোন পদক্ষেপ নিবে এটা স্বপ্নেও ভাবিনা। এখন আর কি করার? প্রতি মাসে অতিরিক্ত টাকা দাও বিদ্যুত আর গ্যাসে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪

নতুন বলেছেন: তেলের দাম কমে গিয়ে প্রায় পানির দামের সমান হইয়া গেলো আর আমাদের সরকার বিদ্যুতের দাম বাড়ায়?

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

কাজী সোহেল রানা বলেছেন: হুম।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৯

কাজী সোহেল রানা বলেছেন: এটাই আমার প্রশ্ন!!!

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

রাজীব বলেছেন: তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার থেকে কমে এখন ৪০ ডলার মাত্র। কিন্তু আমাদের দেশেে এখন বাস ও পরিবহন ভাড়া বাড়বে!!! কারন সিএনজির দাম বেড়েছে।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০০

কাজী সোহেল রানা বলেছেন: যদিও ঢাকার অধিকাংস পাবলিক বাস তেলে চলে।

৪| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০

ক্ষতিগ্রস্থ বলেছেন: ভাইরে, তেলের দামের অব্যাহত পতন হোক, খাইখাইয়েরতো আব্যাহত উর্ধগতি আছে...

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১

কাজী সোহেল রানা বলেছেন: হা হা হা...............। দারুন বলেছেন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪

আহমেদ জী এস বলেছেন: কাজী সোহেল রানা ,



এক কথায় , এটা হলো আমাদের " খাসলত" এর দোষ ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২

কাজী সোহেল রানা বলেছেন: ভাই কোনটা খাসলতের দোষ?

৬| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: কাজী সোহেল রানা ,



লুটপাট করাটাই আমাদের খাসলত , এটার কথাই বলেছি । অন্য কিছু নয় ।
শুভেচ্ছান্তে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.