নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরপ্পা

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

রণদীপম বসু

রণদীপম বসু › বিস্তারিত পোস্টঃ

। ইয়োগা: সুদেহী মনের খোঁজে |২৪| আসন: গোমুখাসন।

২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৫





# গোমুখাসন (Gomukhasana):

আসন অবস্থায় দেহটি গরুর মুখের আকৃতি ধরে বলে এ আসনের নাম গোমুখাসন (Gomukhasana)|



পদ্ধতি:







পা দু’টো সামনের দিকে ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এবার বাঁ পা হাঁটুর কাছ থেকে ভেঙে গোড়ালি ডান উরুর অথবা ডান পাছার কাছে মেঝেতে রাখুন। এবার ডান পা হাঁটুর কাছ থেকে ভেঙে বাঁ উরুর উপর দিয়ে নিয়ে বাঁ পাছার কাছে মেঝেতে রাখুন, যাতে গোড়ালি পাছা স্পর্শ করে থাকে। এখন ডান হাত মাথার উপর তুলে কনুইয়ের কাছ থেকে ভেঙে হাতের তালু পিঠে মেরুদণ্ডের ঠিক উপরে উপুর করে রাখুন এবং বাঁ হাত কনুইয়ের কাছ থেকে ভেঙে পেছনদিকে নিয়ে ডান হাতের আঙুল ধরুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ সেঃ থেকে ৩০ সেঃ এ অবস্থায় থাকুন। এরপর আস্তে আস্তে হাত-পা আলগা করে বিশ্রাম নিন।







এবার হাত-পা বদল করে আসনটি নিয়মমতো আবার করুন অর্থাৎ অর্থাৎ এবার ডান পা নিচে বাঁ পা উপরে রেখে বাঁ হাত উপরে এবং ডান হাত নিচের দিকে থাকবে। এভাবে পর্যায়ক্রমে আসনটি ২/৩ বার করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।

সাধারণভাবে যে পা উপরে অবস্থান করে, অনুরূপ সে হাত উপরে থাকে। অর্থাৎ ডান পা উপরের ভাঁজে থাকলে ডান হাত উপরে থাকে, বাঁ পা উপরে থাকলে বাঁ হাত উপরে। তবে এর উল্টোটাও হতে পারে।







উপকারিতা:

গোমুখাসনে বাঁকা মেরুদণ্ড সোজা ও সরল হয়। আসনটি কুচিন্তা ও উত্তেজনা দূর করে, হাত ও পায়ের পেশী এবং স্নায়ুজাল সবল ও সক্রিয় রাখে। এছাড়াও আসনটি অভ্যাস রাখলে কোনদিন অর্শ, মূত্রপ্রদাহ, বাত বা সায়টিকা হতে পারে না। হাত ও কাঁধের সন্ধিস্থলের ব্যায়ামের জন্য আসনটি বিশেষ কার্যকরী। আসনটি অভ্যাস রাখলে মেয়েদের সহজে কোন স্ত্রী-ব্যাধি হতে পারে না।

যারা সারাজীবন অবিবাহিত থাকতে চায়, তাদের আসনটি অভ্যাস রাখা উচিৎ।









[Images: from internet]



(চলবে...)



পর্ব:[২৩] [**][২৫]

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৯

লেখাজোকা শামীম বলেছেন: যারা বিবাহিত তারা এই আসন করলে কি কোন সমস্যায় পড়বেন ?
আমি শুনেছি, যাদের অনিদ্রা রোগ আছে, রাতে এই আসন করলে ঘুম ভালো হয়, ঠিক নাকি ?

২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৩

রণদীপম বসু বলেছেন: হাঁ শামীম ভাই, অনিদ্রার জন্য আসনটি বেশ কার্যকর।
রাতে ঘুমোতে যাবার আগে কিছুক্ষণ এ আসনটি করলে ভালো ঘুম হয়।

২| ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৭

অলস ছেলে বলেছেন: ভালো।

২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৭

রণদীপম বসু বলেছেন: শুধু ঘুমাইলে ব্যায়াম হবে কী করে ? হা হা হা ! ধন্যবাদ।

৩| ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৫

মুঘল সম্রাট বলেছেন: আমার ঘুম খুব বেশী। কমানো যায় কিভাবে বলবেন কি ?

আপনার লেখাগুলো শোকেজে রাখলাম।

২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৪

রণদীপম বসু বলেছেন: সত্যি বলতে কি, প্রয়োজনের অতিরিক্ত ঘুম শরীরকে স্থূল করার পাশাপাশি পরিপাকতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলে এবং পেশীতন্ত্রকে দুর্বল করে দেয। অতএব পেশী ও পরিপাকতন্ত্রে নেতিপ্রভাব হলে বুঝতেই পারছেন।

বাস্তবে যদি ফান না করে থাকেন, তাহলে শরীরটাকে কিঞ্চিৎ নাড়াচাড়া করানো দরকার। প্রতিদিন তিন চারটা আসন চর্চা নিশ্চয়ই খুব সমস্যা হবার কথা নয়। সময়ের কাজটা সময়ে করাই ভালো নয় কি ?

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: ভাই এমনিতে ঘুমাতে ঘুমাতে......................


তারপর আবার ব্যায়ম

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৭

রণদীপম বসু বলেছেন:

৫| ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৪

পারভীন রহমান বলেছেন: জিম এ যাওয়ার পর থেকে আমার ঘুম বেড়ে গেছে
মাঝে মাঝে অতিরিক্ত ঘুমের জন্য ঝামেলায় পড়তে হচ্ছে
কি করি বলুন তো !!

২৭ শে জুলাই, ২০০৯ রাত ২:৩২

রণদীপম বসু বলেছেন: ঘুম তো খারাপ জিনিস না ! এটা ভালো খবর।
তবে দিবানিদ্রা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা খেয়াল রাখবেন শুধু। নইলে স্থূলতায় আক্রান্তের সম্ভাবনা থেকে যায়।

আর ব্যায়াম চর্চাটা অব্যাহত থাকুক।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৬| ২৭ শে মে, ২০১১ রাত ১২:২৯

সিস্টেম বলেছেন: শুনছি এটা করলে কাম ভাব কমে যায়। :||

কি দরকার /:)

২০ শে আগস্ট, ২০১১ রাত ১১:০২

রণদীপম বসু বলেছেন: আপনার শোনার মধ্যে মনে হয় কোন সমস্যা আছে ! আবার একটু শোনার চেষ্টা করে দেখেন ঠিক শুনতে পান কিনা ! হা হা হা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.