নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

মানুষ মানুষের জন্যে

মো : সোহেল রানা

আল্লাহ্‌ আমর রব, এই রবই আমার সব

মো : সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

একজনের কি দুইটা বিও একাউন্ট থাকতে পারে???

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫

সামুতে অনেক ভাই আছেন যারা শেয়ার ব্যবসা করেন। আমার জানার বিয়ষ হলো আমার একটা বিও একাউন্ট আছে। এখন আমি কি অন্য কোন সিকিউরিটিজ -এ আমার নামে আরও একটা বিও একাউন্ট খুলতে পারবো? যদি খুলি তাহলে কি কোন সমস্যায় পরবো? যারা এ ব্যাপারে সাহায্য করতে পারবেন তারা একটু আওয়াজ দিয়েন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-১

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫২

বিবর্তনবাদী বলেছেন: একজনের দুইটা বিও একাউন্ট খোলা আইনত অপরাধ। তবে অনেকে এমন কাজ করে। আপাতত ধরা না খেলেও, যেহেতু কম্পিউটারাইজড্‌ ডাটাবেজ আছে যেকোন মূহুর্তে ধরা খাইতে পারেন। তখন টাকা পয়সা আটকে যাবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৫

মো : সোহেল রানা বলেছেন: তাহলে তো আমাকে ভুল ইনফরমেশন দিল ব্রোকারেজ হাউজটা। তারা বলল আপনি একাউন্ট করতে পারবেন। তবে আইপিও যে কোন একটা দিয়ে করবেন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৫

আশীষ কুমার বলেছেন: আমার একটা বিও একাউন্ট আচে এক ব্রোকার হাউজে। এখন আমি কি অন্য ব্রোকার হাউজে আরেকটা জয়েন্ট একাউন্ট করতে পারবো? নাকি আমাকে ঐ হাউজেই জয়েন্ট একাউন্ট খুলতে হবে?

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: বি ও একাউন্ট করতে পারবেন নিশ্চিন্তে। কোনো সমস্যা নাই।


আমার একই নামে দুইটা একাউন্ট আছে। এবং একটার সাথে আবার আরেকটার লিঙ্ক করা আছে। আমি প্রয়োজনে এক একাউন্ট থেকে আরেকটায় শেয়ার ট্রান্সফার ও করি। আমার নিজের প্রয়োজনে।
তবে আই পি ও আবেদন করবেন যে কোনো একটা দিয়ে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৪

মো : সোহেল রানা বলেছেন: ধন্যবাদ ভাই। আমি একটা দিয়েই আই পিও করবো। আমি তো ঘাবরে গেলাম বিবর্তনবাদীর কথা শুনে। কারণ আমি অনলাইনে ট্রেড করতে স্টক বাংলাদেশের সাথে যোগাযোগ করলাম। তারা আমাকে হ্যাক সিকিউরিটিতে একান্ট করতে বলল। আনোয়ার সিকিউরিটিজে আমার একটা একাউন্ট আছে। হ্যাক সিকিউরিটি সম্পর্কে কি কিছু জানেন? জানলে আমাকে জানাবেন একটু।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৪

হা...হা...হা... বলেছেন: Ekadik BO Khulte parbe. Share kena becha korte parben, but ipo ektate dite hobe. Aponar brokar house ja boleche thik boleche

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১১

মো : সোহেল রানা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বিবর্তনবাদী ভাইজান কি না জেনেই আমাকে পরামর্শ দিল? ঠিক বুঝতে পারলাম না। আমি অবশ্য আপনার এবং ওরাকল ভাইয়ের লেখা নিয়মিত পরি। স্টক বাংলাদেশে যোগাযোগ করে দেখলাম সেখানে হ্যাক সিকিউরিটিতে একাউন্ট করলে অনলাইনে সেকেন্ডারী মার্কেটে ইনভেষ্ট করা যায়। আমি নবীন এই মার্কেটে তাই সবকিছু এখনো বুঝিনা। আপনাদের পরামর্শ পেলে হয়তো ধীরে ধীরে শিখতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.