নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

মানুষ মানুষের জন্যে

মো : সোহেল রানা

আল্লাহ্‌ আমর রব, এই রবই আমার সব

মো : সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

OTC Market কি এখানে কিভাবে কি করতে হয়? বিস্তারিত জানতে চাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯

বিজ্ঞ শেয়ার ব্যবসায়ী ভাইয়েরা,

ডিএসই-এর ওয়েবে OTC Market বলে একটা শব্দ দেখি। এখানে কিছু কোম্পানীর নামও আছে। এগুলো আবার লিস্টিং কোম্পানীনে নাম নেই। বাই/সেল ফরম আছে। এগুলো কিভাবে ক্রয় বিক্রয় হয়। এগুলোর সম্বন্ধে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থকবো। হা হা হা, ওরাকল, মেঘলা আকাশ, শিরোনামহীন, আরো অনেক শেয়ার এক্সপার্ট আছেন সামুতে যাদের নাম জানি না। প্লিজ এ ব্যাপারে কেউ জানলে বিস্তারিত জানাবেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২০

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ওটিসি মার্কেট হলো ওভার দ্যা কাউন্টার মার্কেট। যেই সকল কোম্পানি ডিএসই লিস্ট থেকে তালিকাচ্যুত হয়েছে সেই সকল কোম্পানীর শেয়ার হোল্ডারগন ওটিসি মার্কেটে লেনদেন করেন বা করতে হয়। সাধারনত, দেউলিয়া হয়ে যাওয়া, উৎপাদন বন্ধ, অস্তিত্ব বিহীন কোম্পানীর শেয়ার গুলাই ওটিসি মার্কেটে লেনদেন হয়। এটা কিন্তু শেয়ার বাজারেরই অংশ।

তাছাড়া অডলট এর জন্য ও আলাদা মার্কেট আছে। সেল অর্ডার আপনার হাউজে দিলেই ওরা হাউজেই সেল ওর্ডার দিয়ে দিবে।

বাট ডোন্ট গো ফর ওটিসি মার্কেট ফর ট্রেডিং। ডোন্ট বাই এনিথিং দেয়ার।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২২

হা...হা...হা... বলেছেন: মেঘলা আকাশের সাথে সহমত।

আরেকটি কথা, ওটিসি মার্কেট কি তা তো জানলেন। তবে ভুলেও কখনও ওটিসিতে ঢুঁ মারবেন না। যত পঁচাগলা শেয়ার আসে সব সেখানে। বলতে পারেন শেয়ার বাজারের ডাষ্টবিন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫২

মো : সোহেল রানা বলেছেন: ভাই এখন বুঝলাম ওটিসি কি জিনিস। ওই দিকে আর কোনদিন উঁকিও দিবো না। আপনাদের পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

েরজা , বলেছেন: মেঘলা আকাশ , মনে হইতাছে আপনে এই লাইনে বস |
আমি গত দেড় বছরে লাখ তিনেক টাকা ইনভেস্ট করেও কিছু করবার পারি নাই |

যাই কিনি তার দাম কমে আর আমি ছাড়লে বাড়ে |
অনুমতি পাইলে আপনার লগে একটু পরামর্শ করতে চাই |
এমনই মাথা আমার |

আমার ই-মেইল , [email protected]
বস একটা মেল আলুচনাটা দিলে শুরু করতে পারি |

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: @ রেজা,
মেইল পাঠাইছি। চেক করেন।

৫| ০৩ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ লোমান বলেছেন: সুন্দর তথ্য পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.