নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

কি নেয় আমাদের শিক্ষাতে ?

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬

শিক্ষায় মানুষ কে সভ্য করে "
এই কথাটি শুনেন নি এমন মানুষ পৃথিবীতে নাই বললেই চলে। প্রথমে আসুন সভ্য কি বিষয় টা আগে বুঝে নেই। অভিধানগত ভাবে সভ্য হচ্ছে " মার্জিত, ভদ্র, সুশীল, মার্জিত ও উন্নত রুচি বোধ " আমার কথা হচ্ছে শিক্ষা কি আসলেই আমাদের উন্নত রুচিবোধ শিখাচ্ছে ? নাকি সুশিক্ষা টা আমরা পাচ্ছি না। কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী রা শিক্ষিত, তাই নয় কি ? গত পরশু দিন ঘটে যাওয়া একটা ঘটনা বলি। আমি একটা কোচিং এ ক্লাস করি ( জব রিলেটেড)। ক্লাসে ডুকে আমি যেই সিটটাই বসেছি তার সামনের সিটে একটা মেয়ে আর তার পাশে বসেছে একটা ছেলে। আধুনিক শিক্ষা ব্যবস্থা যেহেতু বসতেই পারে এইটা নিয়ে কিছু বললাম না। কিছুক্ষণ পরে বুঝলাম উনারা প্রেমিক প্রেমিকা। আচ্ছা ঠিক আছে, দুইজন এক সাথে বসছে। কিন্ত কিছুক্ষনে পরে যেই ব্যাপার গুলা ঘটল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ছেলেটি লুকিয়ে লুকিয়ে এমন এমন জায়গায় হাত দিচ্ছে আমি লিখতেই পারবা না। এই হচ্ছে আমাদের সভ্যতা।
আমাদের ভার্সিটির বিখ্যাত রাস্তা আছে একটি, যাকে বলে প্যারিস রুট। সন্ধ্যার পর রাস্তার এই পাশে সিনেট ভবনের ছিপা আর অপর পাশে আম গাছের আড়ালে কি হয়, রাবি ছাত্র মাত্রই জানে। বিয়ের আগেই বিয়ের কাজ। এরাই আমাদের শিক্ষিত জাতীর, সভ্য মানুষ। শিক্ষা কি আমাদের এই ধরনের উন্নত রুচিবোধ দিচ্ছে ?
একটা মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামী জিনিস তার সতীত্ব, সেটি সে কত সহজ ভাবে বিলিয়ে দিচ্ছে। একটা গ্রামের মেয়ে, যে কিনা কোন দিন স্কুলে যায় ই নি। সেই মেয়েকে কখনো দেখি নি কোন ছেলের সাথে হেসে কথা বলতে, না জানি তার নামে বদনাম হয়। আর আমাদের বোনেরা, শিক্ষিত বোনেরা ? হায় আফসোস।আমি কি বলতে চাচ্ছি আশা করি বুঝতে পারতেছেন।
উন্নত রুচিবোধ সম্পন্ন ছেলেদের কথা কি বলব। অনেক মানুষের সাথে মিশেছি, দেখেছি, শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা আর মুর্খ ছেলেদের চিন্তা ভাবনা । স্বাভাবিক ভাবেই শিক্ষিত ছেলেদের উন্নত চরিত্র হওয়ার কথা ছিলো, আদৌ কি আমরা হতে পেরেছি? একটা উদাহরণ দেয়,, আমি সিওর যেকোনো নিরক্ষর ছেলের চেয়ে তথাকথিত উন্নত রুচিবোধ শিক্ষিত ভাইদের পর্ন ভিডিও দেখার হার লিখা পড়া না জানা ছেলের চেয়ে বেশি। শিক্ষা কি আমাদের এইটা শিখাচ্ছে? কার দোষ এই কাজ গুলার পিছনে ? কোন ফ্যাক্টর টা কাজ করছে আমাদের নৈতিক অধঃপতন এর জন্য। আজ পর্যন্ত কোন বইয়েই তো খারাপ কথা লিখা নাই। কোন মেয়ে দেখলেই "" ইসস" এমন আফসোস করার কথা বলা নাই, তো কোন জিনিস টা কাজ করছে এখানে। শিক্ষা তো ভাল কথা বলে। মন কে উদার হতে শিক্ষা দেয়, তো ? আমার তো বলতে ইচ্ছে করে, যেই দেশ যত বেশি শিক্ষিত, সেই দেশ তত অসভ্য। আমরা কি সত্যিই এমন কিছু মিস করছি না যেইটা দ্বারা জীনের অমুল্য সম্পদ চরিত্র ঠিক করা যায় ? আমরা কি ভাববো না এই গুলা নিয়ে। আমাদের কি শুধরানো উচিত না ভাই?

বিদ্র: অনেক খারাপ কথা লিখছি মাফ করবেন, আর সব মানুষ কিন্ত খারাপ না আর সবাই ভাল ও না। কেউ কষ্ট পেলে মাফ করবেন। লিখা গুছাইছতে পারি নাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষাই আমাদের জন্য উন্নয়নের একমাত্র পথ; আপনার ভাবনা সঠিক।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

রানা সাহেব বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.