নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল প্রমের ইতিকথন

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৭

ফেইজবুকেই তাদের প্রথম পরিচয়, পরে ভালোলাগা, এক পর্যায়ে ভালবাসার দক্ষিণা বাতাস ঝাপটা দিয়ে গেলো দুজন কেই। বলছিলাম কনা আর সৌরভের কথা। আজকালের প্রেম, তাই ডিজিটালাইশনের ছোয়াতে দুই প্রান এক হয়ে গেছে।
শান্ত বিকালে একা একা বসে অপেক্ষা করছে, তার মনের ময়ুরি আসবে বলে, ইসস মনে আর অপেক্ষা নামক জিনিস টা কাজ করছে না, কবে দেখবে সামনা সামনি। ছবিতে দেখেছে, দেখে তো অবাক, কত্ত সুন্দর হতে পারে মানুষ। ঠিক যেন মাটির হুর। বসে অপেক্ষা করছে আর মনের মধ্যে ভালবাসার গোলাপ ফুটছে। নাহ প্রথম দেখাতেই ভালবাসা টা বাড়িয়ে দেব, মনে মনে ভাবছে। হঠাৎ ই কেউ একজন কাছে এসে গলা কাশি দিলো " এই যে উঠেন, আমি কনা। ধ্যান ভাঙ্গল সৌরভের, একি এত্ত সুন্দর করে সেজে এসছে ঠিক যেন নীল পরি। ইসস নিজেকে অনেক ভাগ্যবান ভাবছে সৌরভ। এত্ত সুন্দরী কেউ ওর সাথে প্রেম করবে ভাবতেই পারছে না। দুজনেই অনেক লাজুক চোখ মুখ নিয়ে হেটে চলছে রাস্তার ডান দিক দিয়ে। আচ্ছা কনা, আমার এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি, নিজেকে বিশ্বাস করতে পারছি একটু চিমটি কেটে দেখব তুমি আসলে মানুষ নাকি পরি ? রুমান্টিক মুড নিয়ে সৌরভের কথা। আচ্ছা দেখো, কনা বলল। এক পলক তাকালো ভালবাসার মানুষের মুখের দিকে ইসস কত্ত সুন্দর। মনে মনে ভাবতেছে এই সুযোগে ভালবাসার মানুষ টার গালেই চিমটি কাটি। বলতে বলতে গালে চিমটি কাটলো, কিন্ত একি দুই আঙ্গুলের মাঝে কি ঊঠল এই গুলা। দেখল হাতে যে কি ঊঠছে। সহসা গালের দিকে তাকালো। আরে চিমটির জায়গা টা কাল হলো কি করে ? আগ্রহ নিয়ে মুখে ঘষা দিলো, ইয়া আল্লাহ এই গুলা কি,, হাতের ঘষার সব আটা ময়দা হাতে চলে এসছে,
---- আর কি হলো, সেইটা বলব না, এইটা উহ্য :-D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.