![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় প্রতিদিন ই বাড়িতে ফোন দেয়, যতটা ফোন দেয় বাড়ির লোকদের খবর জানার জন্য তারচেয়েও বেশি আগ্রহ থাকে মায়ের অভিযোগ গুলা শুনার জন্য। এই সমস্যা,ওই সমস্যা, এই জিনিসের অভাব ওই জিনিসের অভাব। কত্ত কত্ত সমস্যায় পরিবারের মানুষ গুলা। যখন যার সাথেই কথা বলি,ঘুরে ফিরে একই অভিযোগ। এতে অবশ্য একটা কাজ আমার ভালই হয়, এই অভিযোগ গুলা থেকে কিছু জিদ নেয়,যে আমার ভাল কিছুই করতেই হবে। হাওর অঞ্চলের এই শোচনীয় অবস্থার কথা এখন সবার ই জানা। বাবার সাথে কথা বলার সাহস পায় না, এত কষ্টকরে ফসল গুলা ফলালেন, শেষমেশ সব বানের জলে ভেসেই গেলো। তাও কথা বলি, বাবা যদিও আমাকে এই গুলা শুনাতে চান না, আমি না আবার মন খারাপ করে পড়ালেখা না করি। বাবার একটাই কথা, কষ্ট হলে আমাদের হবে, তুই কষ্ট করিস না। তুই শুধু মন দিয়ে পড়। আমিও তো মানুষ
আমিও তো বড় হচ্ছি। তাদের চিন্তা গুলা তো আমার মনেও ঢোলের মত বাজে, খুব ভাল করেই বাজে। সত্যিই কিছু করতে না পারলে অনেক বড় অপরাধী হয়ে যাবো। তবে এতটুকু বলতে পারি। ঘুম ভাঙানির দায়িত্ব যখন নিয়েছি, ঘুম ভাঙার আগ পর্যন্ত ঢোল বাজাবই, ঢোল ফেটে গেল যাক, জোড়া তালি দিয়ে হলেও বাজাব।
২| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৮
রানা সাহেব বলেছেন: নিজের কথা ভাই
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: এটি গল্প নাকি নিজের কথা? যায় হোক হাওড়বাসীরা তাদের কষ্ট কাটিয়ে উঠুক সে কামনায় করি।