![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে থাকা আর অস্তিত্ব ঠিকিয়ে রাখা এক জিনিস নয়। বয়সের ভারে মাথার চুল পাকলে বা চামড়া খসখসে হলেই কেউ অনেক দিন বেঁচে থাকে না। বাচার ব্যাপার টা আলাদা। অন্যকে সুখি করতে গিয়ে বা অন্যের সামনে নিজেকে সুখি প্রমান করতে গিয়ে সারাটা জীবন চলে যায়। নিজেকে চেনার সময়ই অনেকের হয় না। মানুষ তো এমনি যাদের দিন কাটে শত অনুশোচনায় আর ভবিষ্যতের অকুল চিন্তায়। আজকের দিন টা কিভাবে কাটাচ্ছি সেখেয়াল ই বা কতজন করছি। বেলা শেষে সব কিছু শুন্য। কেউ যখন অসুখে পড়ে বা মৃত্যুর দ্বাড়প্রান্তে পৌছে যায়, দেখা যায় আর কয়েক টি বাচার সে কি তোড়জোড়। কি করবে আর কয়েক টা দিন বেঁচে। আবার তো সেই একই কাহিনীর পুনরাবৃত্তি।তুচ্ছ বিষয় নিয়ে আমরা যত টা না সিরিয়াস, সময় নামের মহামুল্যবান সম্পদ নিয়ে আমাদের এত ধস্তাধস্তি নাই। সময় চলছে সময়ের মতই। আমরা চলছি ধাবমান স্রোতে
©somewhere in net ltd.