নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

অপ্রকাশিত ধর্ষণ

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩

২১ তারিখ রাত ১১ টায় আমার গার্ল ফ্রেন্ডকে ফোন দিয়ে ওয়েটিংয়ে পেলাম, আমি সাধারণত ওর ওয়েটিং থাকা টা পছন্দ করি না। ও খুব জরুরি ফোন ছাড়া ১০ টার পর কোন ফোন রিসিভ করে ও না। কথা বলার পর তাড়াহুড়া করে আমাকে ফোন দিলো, না জানি আমি আবার রাগ করেছি। ফোন ধরেই কার সাথে এত রাতে কথা বলল জিজ্ঞেস করলাম, ওয়ো বলে দিলো অকপটে।ওর বান্ধবীর ( নাম টা বলা শুভচিহ্ন নয়) সাথে কথা বলেছে।যেহেতু অনেকক্ষন ওয়েটিং ছিল, আমি ভীষন ভাবে রিয়েক্ট করি। আমার রিয়েক্ট দেখে ও যা গোপন করতে চাইছিলো তা বলবে বলে আমাকে শান্ত করার চেষ্টা করছিলো। সিরিয়াস কথা বললে মোটামুটি সবাই কিছুটা শান্ত হয় আমিও হলাম। ওর বান্ধবীর সাথে সম্প্রতি ঘটে যাওয়া একটা দুঃসহ, নিকৃষ্ট একটা ঘটনা শেয়ার করলো। ঘটনা টা অনেক টা এই রকম। বলে রাখা ভাল মেয়েটি ঢাকার একটা মহিলা কলেজে পড়ে। কিছুদিন আগে মেয়েটির ফোনে ফোন আসে তার স্যারের ফোন থেকে। ফোন দিয়ে স্যার বলতেছে তোমাদের বান্ধবীদের সবাই কে বলছি আমার বাসায় আসতে আজ আমার বাসায় তোমাদের পড়াবো। মেয়েটি ছিল লাজুক আর সহজ সরল। স্যারের কথা শুনা মাত্রই আগ পাছ খবর না নিয়ে স্যারের বাসায় গেলো। গিয়ে দেখে কেউ নাই ও ছাড়া। স্যার ওকে বসতে বলল। তারপর স্যার গিয়ে দরজা আটকিয়ে ওর শরীরের যখন টাচ করতে শুরু করলো তখন তার বুঝতে বাকি রইলো না। কি হতে যাচ্ছে। স্যার যে ওকে বোকা বানিয়ে এখানে নিয়ে আসছি এই কুকর্ম করার জন্য সে বুঝতে পারে। বাট মেয়েটি এতই শান্ত, আর সরল যে চিৎকার করার সাহস পেল না না জানি কেউ এই ঘটনা জেনে যায় আর তাতে তো ওর বিয়ে হবে না কাদা ছাড়া আরো কিছুই করতে পারেনি। বাসায় এসেও কাউকে কিছু বলে নি। মনের দুঃখ টা দুর করার জন্য শুধু আমার গার্ল ফ্রেন্ড কে কথা টা বলেছে। মেয়ে গুলা এতো বোকা, ইভেন আমার গার্ল ফ্রেন্ড আমাকেও কথা টা বলতে না। যদি ওয়েটিং পাওয়ার পর আমি সিরিয়াসলি রিয়েক্ট না করতাম। এমন অসংখ্য ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে শুধু মান সম্মানের ভয়ে এই ঘৃণ্য অপরাধী দের শাস্তি হচ্ছে না। এরাই এই সুযোগে এর ব্যবহার করছে। আর একটা কথা, এই ধরনেত ঘৃণিত শিক্ষক দের জন সমাজের সামনে এনে জুতাপেটা করা দরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.