নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

বিলেতের বিচারক নিয়ে বাংলাদেশি সংবাদ মাধ্যমের বৃথা আস্ফালন নয় কি ?

২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

আজকের প্রথম আলোর ছুটির দিনে ম্যাগাজিনে এক টা লিখা দেখতে পেলাম, যেখানে বাঙ্গালি আখলাকুর রহমান চৌধুরী ইংল্যান্ডের হাইকোর্টে বিচারক হয়েছেন এই মর্মে সংবাদ। যদিও পত্রিকায় নিউজে আগেও দেখেছি। কিন্ত আজকে স্পেশাল ভাবে এই সংবাদ টা দেখাতে মনে কিছু কথা প্রশ্ম জমা হলো। আখলাকুর রহমানের জন্ম যুক্তরাজ্যের হ্যাম্পাশায়ারে। সেখানেই পড়াশোনা করে বড় হয়েছেন সেখানকার সকল সুবিধা পেয়েছেন। সবচেয়ে বড় কথা আমাদের সাথে তার সম্পর্ক শুধু ভাষার ক্ষেত্রে তাছাড়া আর কোন দিক দিয়েই মিল নেই। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ এর জন্ম শিক্ষা, বেড়ে ঊঠা সব ইংল্যান্ডে তার জন্য আমাদের গর্ব করার কি আছে ? এমন তো নয় যে সে জন্মেছে এখানে , বেড়ে উঠেছে আমাদের ক্ষুদ্র, নিম্নমানের শিক্ষা পরিবেশে, যাতে সব বাধা পেরিয়ে ইংল্যান্ডের মত দেশের মানুষের সাথে লড়াই করে তিনি বিজয়ী হয়েছেন যাতে আমরাও তার থেকে শিক্ষা নিতে পারি কিছু । এর কিছুই তো নাই। তো খালি খালি এত প্যাচালের কারন টা কি, বুঝলাম না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.