নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

জন পার্কিন্সের লেখা এক অর্থনৈতিক ঘাতকের স্বীকারক্তি

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

জন পার্কিন্স নিজেই নিজেকে অর্থনৈতিক ঘাতক বলে উল্লেখ করেছে।
‘কর্পোরেটক্রেসি’ নামক সম্রাজ্যবাদের ভয়াল থাবা দিয়ে কিভাবে বাংলাদেশের মত রাষ্ট্রগুলোকে গ্রাস করে তার স্ববিস্তারে বর্ণনা আছে বইটিতে।
প্রথমত, সম্রাজ্যবাদীদের তৈরী এসব অর্থনৈতিক ঘাতকরা বাংলাদেশের মত রাষ্ট্রগুলোকে বলবে- “আপনাদের দেশের উন্নয়নের জন্য অমুক অমুক রাস্তাঘাট, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর দরকার।”
দ্বিতীয়ত, এর জন্য ঋণ লাগলে তারাই ঋণ দেবে। কিন্তু শর্ত তাদের লোক ও প্রযুক্তি দিয়ে সে সব ভৌত কাঠামো বানিয়ে দেবে। ফলে ঋণের টাকার একটা বিরাট অংশ তাদের এক্যাউন্টেই ফিরে আসবে। কিন্তু সুদে-আসলে একটি বিরাট ঋণের বোঝা দেশেরে কাধে চাপবে।
তৃতীয়ত, ঋণের ভারে ন্যুজ দুর্নীতিগ্রস্ত শাসকদের দিয়ে সম্রাজ্যবাদীদের বিভিন্ন স্বার্থ উদ্ধার করা হবে।
চতুর্থত, অনুৎপাদনশীল ভৌত কাঠামো (রাস্তাঘাট, ফ্লাইওভার, সেতু) দিয়ে পুরো দেশ ভরে ফেলা হবে, সব টাকা শেষ করে পুরো দেশকে ঋণগ্রস্ত করা হবে, কিন্তু বিভিন্ন উৎপাদনশীল ও গুরুত্বপূর্ণ খাত (যেমন-শিক্ষা, চিকিৎসা, ‍কৃষি) -এ ইনভেস্ট কমিয়ে বেহাল দশায় পরিণত করা হবে। যেখানে একটি দেশ নিজের অর্থ-সম্পদ ব্যয় করে মেরুদণ্ড খাড়া করে দাড়াতে পারতো, সেখানে ওদের ঋণের ফাদে আটকে সম্রাজ্যবাদীদের গোলামে পরিণত হবে।
#Cltd

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.