![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ আধিপত্য ছেড়ে দিলে নারী আধিপত্য গ্রহন করবে, আর দুর্বলের আধিপত্য ভয়ানক। এই কথা টা বলেছেন রবীন্দ্রনাথ। বাক্য টা দ্বারা কি বুঝানো হয়েছে সেতা আশা করি সবাই বুঝেছেন। তবুও বলি আমি। রবীন্দ্র পরোক্ষ ভাবে এইটাই বুঝিয়েছেন নারীর আধিপত্য অর্থাৎ নারীর নেতা হওয়া টা শোভনীয় নয় কেননা নারীরা জন্মগত ভাবেই কিছু টা দুর্বল। নারী যখন কিশোরী থাকে তখন ই তার জীবনন ধারন করতে হয় নির্ভরশীল হয়ে, নিজে নিজেই ট্যাকল দিতে পারে না, সে কিভাবে অন্য মানুষ এর সুখ শান্তির নিশ্চয়তা দিবে? বিজ্ঞান পড়ার সময় একটা এমসিকিউ পড়েছিলাম, সে খানে প্রশ্ন টা ছিল, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার বেশি উত্তর ছিল পুরুষের। এই কথা টা সাইন্টিফিলালি প্রুভড।নারীরা যখন ৩০ এর কোটা পার করে এমনি তেই শারীরিক চাবে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, ভাল করে হাটতেই পারে না। সাথে যারা নেতৃত্ব দেয় তাদের সারাদিন থাকতে হয় দৌড়ের উপর। মেন্টালি প্রেসার সাথে শারীরিক প্রেসার নেওয়া কি এতই সোজা। আমার দেখা অনেক মহিলাকেই দেখেছি তারা জাস্ট চাকরি করে এতেই প্রচচন্ড হাপিয়ে যাচ্ছে। আর দেশের নেতা হওয়া টা বোধয় এত সোজা না। যা দিয়ে শুরু করেছিলাম। রবীন্দ্র কিন্ত ঠিকি বলে ফেলছে নারী দুর্বল তাদের হাতে ক্ষমতা দিলে ব্যাপার টা ভয়াবহ হবে। আজ পর্যন্ত রবীন্দ্রনাথের এই কথা প্রতিত্তরে কোন কথা শুনলাম না। বাট আজ এই কথা টা যদি কোন মাওলানা বা আলেম বলতে তাইলেই সমাজের তথাকথিত নারীবাদীরা ক্ষেপে উঠত তার উপর। এইটা দ্বারাই বুঝা যায় ভন্ডদের ভণ্ডামি।
©somewhere in net ltd.