নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম ভালবাসার গল্প

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

বছর খানেক আগের কথা। এক রাতে হঠাৎ করেই লক্ষ্য করলাম, আমার রুমমেট মোবাইলটা হাতে নিয়ে কারও সাথে চ্যাটিং করছে, একই সাথে তার চোখ দুটো পানিতে টলমল করছে! সে তার পরনের টি-শার্টটি দিয়ে চুপিচুপি চোখের পানি গুলো মুছছে।
.
ভার্সিটি পড়ুয়া একটা ছেলে এরকমভাবে মোবাইল টিপছে আর কাঁদছে...ব্যপারটি খুবই অদ্ভুত! কৌতুহল চেপে রেখে নরমাল গলায় বললাম, "কি রে কি হইসে?"
সে কোনো কথা বলছে না। চুপ করেই আছে। লাল লাল চোখে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আর টাইপিং করছে।
"আরে ব্যাটা কি হইসে বলবি তো!"
আমি একটু জোর দিয়ে বলতেই ও বলে উঠলো,
"তুই তো জানিস, সেঁজুতি আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। প্রায় সারাদিনই ওর সাথে চ্যাটিং হয় আমার। কত কথা বলি আমরা। কত হাসি ঠাট্টা, দুষ্টুমি, খুনসুটি হয় ওর সাথে"...
আমি বললাম, "হুম ভালো তো। তো হইসে টা কি?"
"এই দেখ এখনো আমি ওর সাথে চ্যাটিং করছি, কিন্তু ও শুধু আমার সাথেই চ্যাটিং করছে না রে... ওর বয়ফ্রেন্ডের সাথেও করছে।"
.
আমি এবার খানিকটা ধমকের সুরে বললাম, "আবে হালা, ওর বয়ফ্রেন্ডের সাথে ও চ্যাটিং করবে তাতে তোর এত চুলকায় ক্যান?"
.
ও আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। অসহায় চোখে আমার দিকে একবার তাকিয়েছে মাত্র। কিছু কিছু প্রশ্নের উত্তর দেয়া যায় না। তবে আমি বুঝতে পারছিলাম উত্তরটা। ও চাচ্ছিলো, মেয়েটা শুধুমাত্র ওর সাথেই চ্যাটিং করুক, ওকেই সময় দিক, সেঁজুতি মেয়েটার পুরো এটেনশান ওকে ঘিরেই থাকুক। কিন্তু বাস্তবতা যে বলে ভিন্ন কথা। কারও সাথে মিশতে মিশতে কখন যে কার প্রতি ভালোবাসা, মায়া সৃষ্টি হয়ে যায়, সেটা বলা মুশকিল। সত্যিই অনেক মুশকিল! কারও চোখে যেটা নিতান্তই বোকামি অথবা পাগলামি, কারও কাছে সেটা আবেগের অনেক বড় একটা জায়গা।
.
ছেলেটা চোখ মুছতেই আছে। চ্যাটিংও চলছে পুরোদমে! অথচ ওপাশের মেয়েটা এসবের কিছুই জানে না! কি অদ্ভুত, তাই না? কত অদ্ভুত টাইপের ভালোবাসাই না আছে পৃথিবীতে। ভালোবাসার কত অদ্ভুত ঘটনা-ই না ঘটছে প্রতি নিয়ত আমাদের চারপাশে...
.
আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এতবড় একটা ছেলের মুখে এমন সরল ও বাচ্চামো কথা আমি এর আগে কখনো শুনিনি। কিন্তু আমি সেই বাচ্চামোতে একটা মেয়ের জন্য উপচে পড়া ভালবাসা দেখেছি। নিজের ভালোবাসাটাকে অন্য কারও সাথে শেয়ার করতে দেখার পাথরচাপা কষ্ট দেখেছি।
.
সেঁজুতিকে হয়তো কোনোদিনও তার পাওয়া হবে না। মেয়েটা হয়তো কোনোদিন কিছু জানতেও পারবে না। তবুও কিছু ভালোবাসা বেঁচে থাকবে। নীরবে নিভৃতে, পাগলামি অথবা বোকামিতে...
--- ইন্টারনেট থেকে সংগৃহীত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.