নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টমেঘের আড়ালে বিজয়ের রোদ খুঁজি

রানা সাহেব

মিশোক

রানা সাহেব › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার অসভ্যতা ও গরীব চাষা

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

অনলাইন নিউজে দেখলাম আমাদের এলাকার ( কিশোরগঞ্জ) এক লোক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছে। ছবি তে দেখলাম বুকে ধানের গোছা গুলা বুকে টেনে ধরে রেখেছে।উনি কোন উদ্দেশে বুক ধানের চারা গুলা ধরে রেখেছেন সেটা আমি জানি না। বাট গ্রামের ছেলে হিসেবে আমি উপলব্ধি করতে পারছি এক আদিম ভালবাসার সুতো কে। কত মমতা করে কৃষন ধান ফলান আমার বাবা কে দেখেই বুঝেছি। কত আবেগ মিশ্রিত ভালবাসা। এই ধান, ফসল গুলা হচ্ছে কৃষন এর সন্তান। এই কৃষক রাই দেশের মানুষের মুখে অন্ন তুলে দেয়। পরিশেষে কিছুই পায় না। প্রতি বছর বছর হাওরে ক্ষতি হয় তবুও ভালবাসা নিয়ে আশা নিয়ে নতুন করে বাচার স্বপ্নে ফসল ফলায়। এদের ঋন কখনো শোধ হবার নয়। যে কথা টা বলার জন্য আমি এত কথা বললাম, আমাদের নগর সমাজে এক ধরনের লোক আছে যারা সাময়িক ভাবে তথাকথিত স্মার্টনেস ভাব নিয়ে চলতে পারে না বা কেউ যদি গ্রাম থেকে শহরে আসে তাদের চাষা বলে গালি দেয়, আমি বুঝি না এই চাষা কিভাবে গালি হয়, আপনি যদি ডিকশনারিতে অসভ্য শব্দের সমার্থক জানতে সার্চ দেন দেখতে পাবেন সমার্থক শব্দ হিসেবে চাষা শব্দ টাও আছে। চাষারা অসভ্য? হাউ রিডিকিউলাসলি ফানি!! চাকচিক্য কাপড় না পড়লে, আঞ্চলিক ভাষায় কথা বললে মানুষ অসভ্য হয়। সভ্যতা কিসে? নগ্নতায়? অশ্লীলতায়? পটপটি করে বলা ইংলিশে?
আমরা ঠিক আছি তো?? আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত তো?
চলুন ভেবে দেখি !! চলুন পালটায় নিজেকে!! চলুন আসল সভ্য মানুষ দের চেনার চেষ্টা করি!! চলুন!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


আমি ৫ম শ্রেণী থেকে শুরু করে, ১২ ক্লাশ অবধি চাষ করেছি, সেটাই ছিলো আমাদের পরিবারের আয়। চাষী হওয়া খুবই কঠিন কাজ, ও আনন্দের কাজ।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

রানা সাহেব বলেছেন: এই সমাজের মানুষ বর্তমান কৃষক হওয়া টা অসম্মান মনে করে

২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

নিশাচর-শাহীন বলেছেন: ছবিটা আমিও দেখছিলাম,কত যত্ন করে বুুকের সাথে ধানের চারা গুলা নিয়ে তিনি ঘুমিয়ে আছেন।এর থেকে বুঝতে বাকি থাকে না,তিনি তার নিজের কাজটাকে কত ভালবাসেন।তার মত যদি,,,,সরকারী মানুষরা নিজেদের কাজটাকে একটু্‌ ও ভালবাসতো তাহলে দূনীর্তি কিছুটা হলেও কমতে পারত।আর এ দূনীর্তিবাজ রাই আমাদের চাষা বলে গালি দেয়,যাহারা দেশের হাল সোজা করে রেখেছে ,তাহারাই গালি খায়। সর্বোপরি আমরা বাঙালি, এজন্য আমাদের( সুশীল সমাজের)কোন দায়বদ্ধতা কাজ করে না।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২

রানা সাহেব বলেছেন: কবে আমরা জাগ্রত হবে, কবে আমাদের বিবেক সুস্থ হবে??

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

নিশাচর-শাহীন বলেছেন: অপক্ষা করেও কোন কাজ হবে না। সবাই কে নিজের জায়গা থেকেই প্রতিবাদ/প্রতিরোধ করতে হবে। সত্য কথা উচ্চস্বরে বলতে হবে

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

রানা সাহেব বলেছেন: হুম, ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.