![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা এক বনে দুই বানর বাস করত । সেই বনে অনেক সুস্বাদু কলা গাছ ছিল। কিন্তু কলা গাছ গুলোর উচ্চতা এমন ছিল যে এক বানর র এক বানর এর ঘাড়ে চরে কলা পারতে হত। ত দুই বানর ঠিক করল প্রথম ৫ দিন ১ম বানর ২য় বানর কে এবং পরের ৫ দিন ২য় বানর ১ম বানর কে কাঁধে উঠিয়ে কলা পারবে এবং যে বানর নিচে থাকবে সে যেন নারা দিয়ে উপরের বানর ক ফেলে না দিতে পারে সে জন্য নিচের বানর ক প্রথমে বেধে নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা ৫ দিন অন্তর অন্তর কাধ বদল করে কলা খেতে থাকল। বলাইবাহুল্ল বনর দয় তাদের স্বভাব স্বরূপ ভাবে কলা পারার সময় গাছের পাতা ছেড়া থেকে শুরু করে সকল প্রকার ক্ষতি সাধন করতে থাকল। কিন্তু নির্বাক গাছের নিরাবতা পালন করা ছাড়া কিছুই করার ছিল না। এখানে বলে নেয়া ভাল যে কাঁধে উঠে কলা পেরে খাওয়ার যে তৃপ্তি তার থেকে একটা বানর ক কাধে উঠেয়ে ধরে রাখা অনেক কষ্টকর ও অপমান জনক ছিল, এই কথা চিন্তা করে ১ম বানর ঠিক করল সে পরের বার কাধে উঠে কাধ থেকে আর নামবে না। ৫ দিন পর যখন ১ম বানর ২য় বানর এর কাধে চেপে কলা পেরে নিচে নামল তখন সে র ২য় বানর এর বাধন খুলে দিল না। এই নিয়ে শুরু হল হই চৈ। বনের সব বাঘ, সিংহ, হাতি কে ডেকে নিয়ে সালিশ বসানো হল। কিন্তু কোণ কিছু তেই কাজ হল না। শেষে সিধান্ত হল বনের সকল কলা গাছ কেই কেটে ফেলা হক।
বিঃ দঃ এই গল্পের সকল চরিত্র কাল্পনিক, কাকতালীয় ভাবে এই গল্পের কাহিনী কোণ ঘটন বা কালের সাথে মিলে গেলে লেখক (Typest) দায়ি নহে।
Inspiration:
১ম বানর: আওয়ামীলীগ
২য় বানর: বি এন পি
গাছ: Mango People.
বাঘ, সিংহ, হাতি: বিদেশী আমলা
৫ দিন: parliament period
কলা: ক্ষমতা
©somewhere in net ltd.