![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসদ ভবন যেন বিল্ডিং না, ভাষ্কর্যের। সম্পুর্ন ৯ তলাই কংকৃটের তৈরি। ৪র্থ তলা আবার আরেকটা জগত! এমন ভাবে বানান যেন এটাই বাগান তার পাশ দিয়ে কয়েকটি ৬ তলা ভবন উঠে গেছে। ভেতরের দেয়াল গুলোও বাইরের মতই। কোথাও বিশাল গোল ফোকর আবার কোথাও সুদৃস্ব জ্যামিতিক কাঠামো। এটা দেখে আমি বুঝলাম কেন সবাই "জাতীয় সংসদ" এলাকায় কোন কিছু করার এত বিরোধিতা করে। তাই জাতীয় সংসদ ভবন সম্পর্কে কিছু তথ্য ও ছবি আপনাদের সাথে শেয়ার করছি। “জাতীয় সংসদ ভবন” –এর ভেতরে ছবি তোলা নিষেধ, তাই অধিকাংশ ছবি নেট থেকে নেয়া।
1. জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত।
2. মোট এলাকা: ২০০ একর (৮,০০,০০০ m²)
3. প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি।
4. জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে।
5. ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হয়।
6. নকশা ও নির্মান ব্যয়: ১২৯ কোটি টাকা
7. ১৯৮২ সালের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রথম এই সংসদ ভবন ব্যবহৃত হয়।
8. মূল ভবনটি (সংসদ ভবন) মূলতঃ তিন ভাগে বিভক্ত:
a. মেইন প্লাজা ৮২৩,০০০ বর্গফুট (৭৬,০০০ বর্গমিটার)
b. সাউথ প্লাজা ২২৩,০০০ বর্গফুট (২০,৭০০ বর্গমিটার)
c. প্রেসিডেন্সিয়াল প্লাজা ৬৫,০০০ বর্গফুট (৬,০০০ বর্গমিটার)
সংসদ ভবনে আছে-
সিড়ি : ৫০ টি
টয়লেট : ৩৪০ টি
দরজা : ১,৬৩৫ টি
জানালা : ৩৩৬ টি।
নয়টি ব্লক দিয়ে মূল ভবন তৈরী, একে ঘিরে ১টি কৃত্রিম হ্রদ ও দুটি বাগান রয়েছে। মাঝখানে ১৫৫ ফুট উচ্চতার অষ্টভূজ ব্লক, অন্য আটটি ব্লক ১১০ ফুট। করিডোর, লিফট, সিড়ি ও বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও উলম্বিকভাবে ব্লকগুলোকে এমনভাবে আন্তঃসংযোগ করা হয়েছে যে ৯টি ব্লক মিলে একটি ভবনটির অভিন্ন স্থান হিসাবে ব্যবহার করা যায়।
সংসদ অধিবেশন কক্ষটি পরাবৃত্তাকার ছাদের কক্ষটির উচ্চতা ১১৭ ফুট, ছাদটি স্বচ্ছ যাতে দিনের আলো প্রবেশ করতে পারে। এখানে ৩৫৪ জন সাংসদের বসার ব্যবস্থা রয়েছে। দুইটি ভিআইপি পোডিয়াম এবং দুইটি গ্যালারী রয়েছে।
সাউথ প্লাজা দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউর অবস্থিত। ২০ ফুট ভবন সৌন্দর্যের পাশপাশি সংসদ ভবনের মূল প্রবেশ পথ হিসাবে ব্যবহৃত হয়।
প্রেসিডেন্সিয়াল প্লাজা উত্তর দিকে অবস্থিত এর সামনেই লেক রোড। এই থাকে। মার্বেলের তৈরি মেঝে, গ্যালারী এবং খোলা পথের এই প্লাজা সংসদ সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়।
9. জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক:
উত্তর দিকে লেক রোড
পূর্ব দিকে রোকেয়া সরণী
দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ
পশ্চিম দিকে মিরপুর রোড।
২| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১২
নীল-দর্পণ বলেছেন: ভেতরে যাওয়ার বহুত খায়েশ ছিলো। আমপাবলিকের যাওয়ার কোন ব্যাবস্থা আছে? জানেন কিছু?
১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২২
রওনক বলেছেন: জাতীয় পরিচয় পত্র নিয়ে রিসেপশনে কথা বলে দেখেন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৩
মোনশেদ শুভ্র বলেছেন: +++
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
রওনক বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪০
যাযাবরমন বলেছেন: চমৎকার সব ছবি, নেটে পেয়েছেন নিশ্চই?
৫| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭
হাসান বায়জিদ বলেছেন: চমৎকার +++
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
রওনক বলেছেন: ধন্যবাদ
৬| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪
িনহাজ রিমন বলেছেন: জটিল পোস্ট।
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
রওনক বলেছেন: ধন্যবাদ
৭| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: গর্ব করার মতো একটা স্থাপনা। ইন্ডিয়ার সংসদ ভবন দেখলে আমার হাসি পায়, স্টেডিয়াম না সংসদ সেটাই বোঝা যায়না। সেই তুলনায় আমাদের সংসদ ভবন একটা নতুন তাজমহল। চমৎকার পোস্ট, প্রিয়তে রাখলাম।
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
রওনক বলেছেন: ধন্যবাদ
৮| ১৯ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
আমিনুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
রওনক বলেছেন: ধন্যবাদ
৯| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৬
মদন বলেছেন: তাজমহলের থেকেও সুন্দর...
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
রওনক বলেছেন: ধন্যবাদ
১০| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৭
জিয়া চৌধুরী বলেছেন: সুন্দর শেয়ার।
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
রওনক বলেছেন: ধন্যবাদ
১১| ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩১
মৃনাল বলেছেন: +++++++++++++++++++
০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
রওনক বলেছেন: ধন্যবাদ
১২| ০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার !!! অনেক কিছু জানা হল ।
০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
রওনক বলেছেন: ধন্যবাদ
১৩| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
শিপন মোল্লা বলেছেন: সুন্দরই তো লাগলো
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪
রওনক বলেছেন: ধন্যবাদ
১৪| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪০
নানাভাই বলেছেন: দেইখ্যাই শান্তি। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট।
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪
রওনক বলেছেন:
১৫| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪০
মেহেরুন বলেছেন: দারুন পোস্ট। +++++++
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪
রওনক বলেছেন: ধন্যবাদ
১৬| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৭
লিঙ্কনহুসাইন বলেছেন: +++্ প্রিয়তে নিলাম
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪
রওনক বলেছেন: ধন্যবাদ
১৭| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: +++ খুব সুন্দর তো
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৪
রওনক বলেছেন: ধন্যবাদ
১৮| ১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
আর.হক বলেছেন: যামু একদিন ।
১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৫
রওনক বলেছেন: ধন্যবাদ, অবশ্যই যাবেন।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
ৎায়ইাবুর বলেছেন: এইডা নাকি আইয়ুব খানের তৈরী? তাইলে হাসিনা যায় ক্যান?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
রওনক বলেছেন: আস্তে কন, প্রধান মন্ত্রীর কার্যালয়ে একজন আমারে এই নিয়া জনসম্মুখে চ্যালেন্জ দিসিলো, বিশেষ কারনে তারে প্রমান গুলো দেখাই নাই।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
ফজলুলহক কিরন বলেছেন: বহুত সুন্দর
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
রওনক বলেছেন: আমি মুগ্ধ!!
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
একজন ঘূণপোকা বলেছেন: ওয়াও
++++++++
২২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: তথ্যে ও ছবিতে এক অসাধারণ পোষ্ট।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০২
চীড়া মুড়ী বলেছেন: