![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজান অতিরিক্ত ভোগের মাস নয়, ত্যাগের মাস।
আমরা রমজানে ত্যাগের চেয়ে এতো বেশি ভোগ করি যে বাজারে পণ্যের দাম কয়েকগুণ বাড়িয়ে দেই। আর এর সবচেয়ে বেশী প্রভাব পরে গিয়ে দারিদ্র ও দারিদ্র সীমার নিচের জনগোষ্ঠীর উপরে। এতে তাদের ত্যাগের মাসেও ত্যাগময় সাধারণ জীবন যাপন করা দূরুহ কঠিন হয়ে পরে। অথচ রমজানের ত্যাগের উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্যাগকৃত অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া। কিন্তু আমরা কি করি? নিজেদের ত্যাগের অংশ বিলানো তো দূরের কথা বরং অতিরিক্ত ভোগে মত্ত থেকে গরিবের হক বিনষ্ট করে নিজেরা ভোগ করি। এবং অতিরিক্ত ভোগ করে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে গরিবকে আরো গরিব করে দেই। আর রোজার শেষের দিকে বড়লোকদের দিকে অঙুল তুলে চিল্লান দিয়ে বলি গরিবের হক যাকাত দিন। গরিবের হক যাকাত দিন।
১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: ভুগের ভাগ দেওয়ায় গুরুত্ব পাবে কখন ভাই?
২| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: ভুগ না ভোগ লেখো ভাইয়া!
১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ প্রিয় জনাবা শায়মা...
৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমাদের উচিত রমজানের পবিত্রতা রক্ষা করা।
২০ শে মে, ২০১৮ রাত ৯:২২
নুর ইসলাম রফিক বলেছেন: রমজান আমাদের স্থানীয় বাণিজ্যিক মৌসুমি মাস হয়ে দাঁড়িয়ে গেছে।
কিন্তু রমজান আত্মশুদ্ধি বা আত্ম উন্নতির মাস।
৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৪০
মুরাদ পাভেল বলেছেন: সঠিক বলেছেন
২০ শে মে, ২০১৮ রাত ৯:২২
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ প্রিয়--
৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু নামধারী মুসলমানের জন্য রমজান এখন ফ্যাশন...
২০ শে মে, ২০১৮ রাত ৯:২৩
নুর ইসলাম রফিক বলেছেন: ফ্যাশন মানে কি বুঝানো হয়েছে আমি ঠিক বুঝে উঠতে পারিনি প্রিয়...
৬| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:০২
পবন সরকার বলেছেন: ভোগ না করলে ত্যাগ করার সুযোগ হবে কি? যেমন আপনি যত খাবেন তত পায়খানা হবে খাবেন না তো পায়খানা হবে না। অর্থাৎ ভোগ নাই যারা ত্যাগ নাই তার।
৭| ১৯ শে মে, ২০১৮ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: খুবই ন্যায্য কথা ।
২০ শে মে, ২০১৮ রাত ৯:২৩
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ প্রিয়
৮| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সহমত।
২০ শে মে, ২০১৮ রাত ৯:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাই
৯| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রমজান বাংলাদেশে হয়ে যায় অতিরিক্ত লাভের মাস | জিনিসপত্রের দাম বাড়িয়ে পাবলিককে নিঃস্ব করে এক এক জন ব্যবসায়ী একমাসেই ঘাড়েগর্দানে ফুলে ফেঁপে বেশ বিশাল সাইজ হয়ে যান | এদের ঈদের আনন্দের ঠেলায় সাধারণ গরিব দুঃখীদের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছু করার থাকে না |
২০ শে মে, ২০১৮ রাত ৯:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: রমজান বাংলাদেশে অতিরিক্ত লাভের মাস হওয়ার কারণ কিন্তু এই আমাদের অতিরিক্ত ভোগ।
অতিরিক্ত ভোগ বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে। সেই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বৃদ্ধি করে দ্রব্য মূল্যের দাম।
রমজান অতিরিক্ত লাভের মাস এবং ভোগের মাস নয়, রমজান আত্মশুদ্ধি বা আত্ম উন্নতির মাস।
১০| ২০ শে মে, ২০১৮ রাত ৯:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: রমজান বাংলাদেশে অতিরিক্ত লাভের মাস হওয়ার কারণ কিন্তু এই আমাদের অতিরিক্ত ভোগ।
অতিরিক্ত ভোগ বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে। সেই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বৃদ্ধি করে দ্রব্য মূল্যের দাম।
রমজান অতিরিক্ত লাভের মাস এবং ভোগের মাস নয়, রমজান আত্মশুদ্ধি বা আত্ম উন্নতির মাস।
১১| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৫১
টোনাল্ড ড্রাম্প বলেছেন: রমযানে ইফতারের আধা ঘন্টা আগে রাস্তায় দেখবেন ইফতার কেনার ধুম লেগে যায়। এত পরিমান ইফতারির খাবার বছরের অন্যান্য দিন গুলোতে আমরা খুব একটা খাই না। এতেই বুঝা যায় আমরা কি পরিমানে ভোগে লিপ্ত । তো ব্যবসায়ীরা জিনিস পত্রের দাম বাড়ানোর সুযোগ কেন নিবে না ?
২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্যাকেটজাত পণ্য অর্থাৎ ব্রান্ডের পণ্য কিন্তু দাম বাড়ায় না। আসলে বাড়ায় না তা না। বাড়ানোর সুযোগ পায়না। কেন সুযোগ পায়না? এই উত্তরটা খোলা বাজারে প্রয়োগ করলে কি দাম বাড়ানোর প্রবণা বন্ধ হবেনা?
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০০
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমাদের দেশে এখন ভোগ কে গুরুত্ব দেওয়া হয় বেশি