![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুণে ধরা সমাজে একটা প্রবাদ বাক্য আছে দরদাম করে বাজার করা যায়, কিন্তু বিবাহ করা যায় না। কিন্তু এখন পারিবারিক বা সামাজিক বিয়েগুলি দরদাম করেই হয়। না এই দরদাম ছেলে পক্ষের (যৌতুক) দাবী না। এগুলি মেয়ে পক্ষের অধিকার দাবী। এই দাবীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ গুলি হলো বড় অংকের কাবিননামা, ভারি ভারি সোনার গয়না, নামিদামি শাড়ি ইত্যাদি ইত্যাদি। এই দাবীগুলি নারীর অধিকার হিসেবে ঘুণে ধরা সমাজে শক্ত পায়ে দাঁড়িয়ে আছে। এর ঠ্যাঙ ভেঙ্গে দেওয়া এখন সহজ কথা নয়। তাইতো এদেশে এখন বিবাহ যৌগ্য যুবকের সংখ্যা নেহায়েত কম বিবাহ যৌগ্য নারীর তুলনায়।
আর যৌতুক তো এখন খুব দুর্বল পায়ে দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই যৌতুক একেবাড়েই ভেঙ্গেচুরে আতুর হয়ে পরবে। তারপর আর কয়েকশ বছর সে সোজা হয়ে দাড়াতে পারবেনা।
বিঃদ্রঃ- বিশাল ভাবে বিরাট কিছু লেখার ইচ্ছে নেই বলেই এই অল্প কয়েকটা শব্দ লিখলাম। না হয় হয়তো এই লেখায় কয়েক হাজার শব্দ স্থান পেয়ে যেত।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: সমাজের রক্ত মাংস নেই। সমাজপতিদের যদিও আছে। কিন্তু তাদের মান অপমান বোধ শক্তি নেই। যাদের মান অপমান বোধ শক্তি নেই, তাদের আগাত অনুভব করার ক্ষমতা থাকার কথা নয়। তাই হয়তো আপনার আগাত ব্যর্থ হতে পারে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
রাজীব নুর বলেছেন: ঘুনে ধরা সমাজ মৃত্যু ঘুমের অপেক্ষায় আছে।
০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
নুর ইসলাম রফিক বলেছেন: সে হবেনা। সমাজ নিজ পায়ে চলেনা। চলে সমাজপতিদের পায়ে। পুরাতন সমাজপতিরা মৃত্যু ঘুমে ঘুমন্ত হবে। নতুনরা জাগবে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নারীরাতো এখন অনেক এগিয়ে। তাহলে মেয়েরাই ছেলেদের বিয়ে করুক।।
পুনশ্চঃ গ্রামের দরিদ্র পরিবারগুলোতে মেয়েরা এখনো অবহেলিত।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
নুর ইসলাম রফিক বলেছেন: প্রশ্ন ঘর সামলাবে কে?
প্রশ্নটা নারী পুরুষ উভয়ের পক্ষ থেকে আসবে?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৯
মাহমুদুর রহমান বলেছেন: এই ঘুনে ধরা সমাজকে আমি চরম আঘাত করতে চাই।