নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন boy | তবে হ্যাঁ একটু বেশিই সাধারন....... ভালোবাসি নিজের পরিবারকে,ভালোলাগে শিশুদেরকে, ভালোবাসি প্রকৃতিকে, ভালোবাসি পথের নাম না জানা ফুল,কখনওবা ভালোলাগে পথের শিশুদের.........

আমি সন্ধানী ডোনার ক্লাব সরকারি বি এম কলেজ ,বরিশাল এর একজন কার্যকারি সদস্য .

মোঃ রাসেল হাওলাদার

আমি সরকারি বি এম কলেজ, বরিশাল এর একজন ছাএ ।আমি পড়াশুনার পাশাপাশি ইণ্টারনেটে কাজ করি ।

মোঃ রাসেল হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

সেকালের মেয়েরা

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১

★ সেকালের মেয়েরা নিজেদের
বিবাহের
কথা শুনিলে পাশের
ঘরে গিয়ে লুকাইতো।
অনেক সময়
আশে পাশের মামা-চাচার
বাড়িতে পলায়ন
করিতো লজ্জায়। একালের
মেয়েরা নিজের
পাত্র
নিজেই খুঁজে এনে বলে,
“বাবা,আমি মফিজকে ছাড়া বিয়েই
করবো না।পারলে ঠেকাও...”
★সেকালে ঘরে মেহমান
আসিয়া সবার
আগে বলিতো,
“কাকু-খালাম্মা কেমন
আছেন??”। আর একালে আসিয়া বলে, “
অ্যান্টি,ঘরে চিকন পিনের চার্জার
আছে না?”"
★সেকালে বাজি লাগতো একজনের
বাড়িতে আরেকজনের দাওয়াত।
একালে ডিরেক্ট 'বউ'
বাজি ধরে"!!!
★সেকালে দুই/চার- দশ গ্রামের
মধ্যে কেউ ম্যাট্রিক পাশ
দিলে পুরা দুনিয়া ছুঁইটা আসতো তারে দেখার
জন্যে।
একালে নামের পিছনে A to Z পর্যন্ত সব
ডিগ্রি লাগাইয়া ঘুরলেও, কেউ
ফিরেও
তাকায় না।
★সেকালে “বন্ধু”
বলিয়া ডাকা হইতো।
একালে তাহা “মামা”
হইয়া গিয়াছে !!
**
★সেকালে প্রশ্ন ফাস
হলে পরিক্ষা বাতিল
হইতো !!এ
কালে ফাস করা প্রশ্ন সকল
পরীক্ষার্থীর
কাছে না পৌছলে পরিক্ষা বাতিল
হয় !!
★সেকালে নারায়ণগঞ্জ নিছক
একটা যায়গার
নাম ছিল !!
এ কালে নারায়ণগঞ্জ কবরস্থানের নাম
হইয়া গেছে !!
★সেকালে মানুষে ১০
টাকা পাইলে হোটেলে গিয়া জিলাপি খাইতো,
একালে ১০ টাকা পাইলে এমবি(MB)
কিনে।।
★সেকালে মেয়ের বাবা-
মারা বলতো,"একটু
ভালো জামা কাপর
পরে বাহিরে যাইস"।
একালে বলে,"কিছু
একটা পরে বাহিরে যা মা..."

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮

লেখোয়াড়. বলেছেন:
তাই নাকি?

মজা পাইলাম।

২| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

ভ্যাম্পায়ার রনি বলেছেন: সেকালে মানুষে ১০
টাকা পাইলে হোটেলে গিয়া জিলাপি খাইতো,
একালে ১০ টাকা পাইলে এমবি(MB)
কিনে।
"একদম সত্য "

৩| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৬

নিশাত সুলতানা বলেছেন: সরবাংশে সত্য নয় , তবে পড়ে ভাল লাগছে /

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.