![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের সীঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পিছলে পড়া একজন স্বপ্নচারী। স্বপ্নের পথে নই এখন বাস্তবতাই লক্ষ্য
ধর্ম নিয়ে হাডু-ডু খেলা সেরাম কিন্তু এইটা আর মন্দ কি?একটা ভিড়িও আছে আমার কাছে ভিড়িও সেটাই বলছে আমাকে। ধর্ম নিয়ে অনেকের চুলকানী আছে, কারো আবার জ্বরও হয় ধর্ম নিয়ে কিছু বললে। যাই হোক আজকে একটু বলি আরকি..!!
.
আমার এলাকায় প্রতি বছর এমন "ওরশ" নামের ধর্মের হাডু-ডু হয়। ব্যাপক লোক সংখ্যকের আনাগোনা। মাশা-আল্লাহ্ প্রথমে ওয়াজ নসিয়ত আর দ্বীন কায়েমের আলোচনা দিয়ে আরম্ভ হয়। ব্যাপরটা মন্দনা... পরে দেখা যায় আবার কাপড় ঠিক থাকেনা..!! (প্রমাণ আছে)
.
আমি কখনো দেখতে যায়না এইটা, এখন যেহেতু রাতেই লিখছি সেহেতু আজ খুব কিউরিসিটি জাগলো, মন বেচারা বলবো চল রাসেল একবার দেখেই আয় কি হচ্ছে? রাত তখন ২টা এখন রাত ৪টা... তবুও লিখতে বসে গেছি। আমার আবার ঠান্ডা জিনিস মোটেও পছন্দ না, বি-ভাইরাসের রোগী বলে কথা..!!
.
শুধু কি কথায় হবে? একটু নাঁচ গান হোকনা এবার.. গেলাম মনের সাথে তাল মিলিয়ে বন্ধু সাবুরে একটা ফোন দিলাম যায় কিনা? ও খোদা বন্ধু আমার আগে ভাগে প্রস্তুত। এবার তো যেতেই হয়। ওয়াজ নসিয়ত তারপর জাকানাকা গান আহা... নিশ্চয় মজায় হবে। চল রাসেল ঘুরে আয়..!!
.
আমি যেতে যেতে দোয়া কালাম শেষ, এবার বাবা ড়াকা শুরু হবে, তখন লুঙ্গি পরনে থাকলে থাকুক না থাকলে নাই! ওহ্ মাশা-আল্লাহ্ মোটামুটি গ্রামের নারী সমাজের উপস্থিতিও বেশ ভালো। জাকানাকা বলে কথা। বছরে তো একবারই হয় ধর্মের হাডু-ডু, ধর্মকে কাবাব বানাবো বললে কি খুব বেশি ভুল হবে..??
.
শেষেই বলি আসেন... ওমা একি কান্ড আসলেই তো দু'জনের শরীরে কাপড় নেই, আমি যাবার আগেই "হোক মাওলা" বলতে বলতে কাপড় খুলে গেছে.. অবশ্য গরমেই খুলেছে, আল্লাহকে নেঁচে নেঁচে ড়েকে জামা কাপড় খোলাও আবার তাদের সওয়াব নসিবের মধ্যে পড়ে..!!
.
আর যাই হোক আমার কিন্তু এটা মোটেও উচিত হচ্ছেনা যতই হোক আমার ধর্মীয় ভাই বলে কথা। একটু গোপন রেখে বলা উচিত। কি করবো ভাই? আমি যে সেই টাইপের মধ্যে পড়িনা। তাই বলছি... তবে আমি নিশ্চিত পরের কথা গুলোতে কয়েকজন জনের খুব লাগবে, আইমিন যারা মাজার পুঁজায় বিশ্বাসী আরকি থুক্ক ভক্ত হবে..!!
.
উরে শালার একজন টুপিওয়ালা মাশা-আল্লাহ্ আমার মনে হয় কিছুক্ষণ আগে ভদ্র লোকেই ওয়াজ নসিয়ত করেছিলেন। যা দেখলাম সেটা কি বলা উচিত?? না ! বলেই ফেলি শুরু যখন করছি.. তিনি "বিড়ি" ধরাইলেন। বাহ্ তার সাদা কালো দাঁড়ির সাথে বিড়ির ধোঁয়ার সাথে মিলে একদম হাহাকার.. বেশ ধর্মীয় ব্যাপার স্যাপার আরকি..!!
.
ওমা... একি? ইসলামী আন্দোলন মিছিলে যাদের একদম প্রথম কাতারে দেখা যায় তাদের দু'জন বেশ আরামেই নাঁচছেন হোক মাওলার সাথে। আমি আর বসে থাকি কেমনে ভিড়িওটা অন করেই দিলাম। বেয়াদবি মাপ করবেন বড় ভাই। অগ্রীম ক্ষমা প্রার্থী..!!
.
ওহ্ টুপিওয়ালার কাহিনীতো বলা হয়নি... তাকে বললাম চাচা বিড়ি টানার পর কি ওযু করবেন? না বাবা কুলি করে সেরে নিবো। বাহ্ ভালো তো... ওরে বাপ একি কান্ডরে... মজলিসে বসেই কেরাতের টান দিলেন। বেশ ভালো ধর্মকে কি বাঁচিয়ে রাখায় যায়? বেচারা এমন কেরাতের চাপে জান জান যায় যায় অবস্থা..!!
.
বেশি কিছু আর বলা ঠিক হবেনা। তবে বলবো... ধর্ম নিয়ে সময়ের সাথে এরাই আবার ধর্ম আমার আমার বলে চিল্লাবে, আবার এরাই ততকথিত ভান্ডারিরা ধর্মকে নিয়ে হাডু-ডু খেলবে। আর যখন লিখতে যাবো তাদের নিয়ে তখন আমি হয়ে যাবো কমিনিষ্ট ব্লগার.. তারা হাডু-ডু খেলবে আর আমরা বলতেও পারবোনা। আমার বিশ্বাস পোষ্টা পাবলিক করার পর আমি সুস্থ থাকবো কিনা জানিনা, তবে একটাই কথা বলবো, ধর্মের সাইন বোর্ড় লাগিয়ে এরা ধর্ম নিয়ে চিনিমিনি খেলছে..!!
.
কবরের উপরে নাচাকে যারা মনে করে খোদা দেখছেন জান্নাত নিয়ে খোদা বসে আছেন। আমি তাদের বলবো তোরা লুচ্ছা.. তোরা ভন্ড... তোরাই ইসলামকে আজ রসাতলে নেবার দায়িত্ব নিয়েছিস। জাহান্নাম তোদের কেনা আছেরে... আর হ্যাঁ খোদাও একজন আছেন..!!
(ভিড়িও যদি পোষ্ট করতে হয় তাহলে করবো)
©somewhere in net ltd.