![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সবারই কম
বেশি ক্ষোভ আছে। এমন বাংলাদেশি হয়ত
পাওয়াই দুষ্কর যে কিনা আমাদের
শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক
খুশি (না আছে মনে হয়, তা না হলে এটা চেঞ্জ
কেন হয় না !)
যাই হোক আমি কোন শিক্ষাবিদও না আর এ
নিয়ে আমার জ্ঞান খুবই কম,
বলতে গেলে শূন্যের কোঠায়। তারপরও নিজের
মনের কথা বলতে তো আর মানা নেই। তাই
সবাইকে বলব যারা লেখাটা পড়বেন সবাই কষ্ট
করে হলেও ভালো হোক মন্দ হোক কিছু
একটা সাজেশন দিয়ে যাবেন। কে জানে হয়ত
আপনার সাজেশনের
বদৌলতে আমরা ভালো একটা কিছু পেলেও
পেতে পারি।
“প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আপনি যত বড়
“গরু” আপনি তত শিক্ষিত।”
কথাটা কি বেশি আক্রমণাত্নক হয়ে গেল ?
চিন্তার বিষয় ! তাহলে আমিও ওই গরুদের
কাতারেই পড়ি কারণ আমার নামের পেছনেও বেশ
কয়েকটি সার্টিফিকেট জমা হয়ে আছে। কিন্তু
“গরু” বলার পেছনে কারণ আছে। আমাদের
ব্যবস্থাই আমাদের গরু হতে বলে।
বলে যে যা তোমার ভালো লাগবে না,
যা তোমার প্রয়োজন নাই, সেটাও
বসে বসে জাবর কাট। আমাদের দেশে ছাত্রত্ব
বিচার করা হয় তার প্রাপ্ত মার্কস দেখে আর
আমরাও চোখ বন্ধ করে ঝাপ দেই ঐ মার্কস
নামক বস্তুর পেছনে। এর জন্য যদি জীবনের সব
আশা-আকাঙ্খা বিসর্জন দিতে হয়, বিসর্জন
দিতে হয় নিজের স্বকীয়তাকে তাও আমাদের
কোন আফসোস নাই। কারণ? ঐ যে, মার্কস
গুলো পেলেই তো আমি শিক্ষিত
সাথে সার্টিফিকেট, সমাজে নাম বিরাট উঁচু।
আরও বড় কথা হচ্ছে এই সার্টিফিকেটই
আমাকে আরও বড় কোম্পানীর “চাকর” ঈ
করতে সাহায্য করবে।
আমি কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজছিঃ
১) আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার
বা আইনজীবীই কেন হতে চাই ? তার
মানে কি বলতে হবে সব মানুষের
ভাবনা চিন্তা এক ? সবাই একই রকম
হতে চায় ? এমনটা কি হওয়ার কথা ?
বা আমরা সবাই কি শুধু মাত্র এই
ক্ষেত্রগুলোতে পারদর্শী , নাকি নিজেদের
জানি না তাই বুঝিও
না আমরা কি ভালো জানি ?
২) আমরা কেন বাইরের বড় বড়
কোম্পানী গুলোর *চাকর* হতে চাই? এই
মনোভাবটা কেন আমাদের?
ভালো একটা চাকুরী মানেই
ভালো একটা ডিসেন্ট জীবন এই জন্যই কি এই
চাকুরীর সন্ধানে জীবন দান ?
(১) এর জন্য বলব সামাজিক ট্রেডিশন !
তুমি ভালো ছাত্র মানেই তোমাকে ডাক্তার
না হয় ইঞ্জিনিয়ার, বড়জোর ব্যাংকার
বা আইনজীবী হতেই হবে!
তা না হলে “গোল্লায় যাবা।”
(২) এর উত্তরে আমার
কাছে মনে হয়েছে আমরা প্রথমত গরিব দেশ তার
উপর ব্রিটিশরা আমাদের মনের ভেতর এমন
ভাবে দাসত্ব ঢুকিয়ে দিয়ে গেছে যে এখনও
আমাদের মনে হয় যেন চাকুরীই আমাদের জীবনের
নিয়তি।
আমরাপড়াশোনা করি ভালো চাকুরী লাভের
জন্য। কিন্তু এটা কি আসলে ঠিক ?
পড়াশোনা তো চাকুরী বা অন্য কোন কাজের
জন্য করা না। এটা হচ্ছে আমার জীবনের
সবচেয়ে বড় অর্জনের দিক, আমার জানার ইচ্ছা।
মানুষ জন্ম থেকেই জানতে চায় আর
এইটা স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। কিন্তু যখন
এটা জোর করে আপনার উপর
চাপিয়ে দেওয়া হবে বা আপনি জানার জন্য
না শুধু বাঁচার জন্য পড়াশোনা করবেন তখন
তা তো নিজ মূল্য হারাবেই!
এখন এর দায় কার ? ছাত্রের ? শিক্ষকের ?
নাকি সিস্টেমের?
©somewhere in net ltd.