![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাকি আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
একই দিনে দুই রকম রঙে ও দুই ঢঙে দেখা গেলো বলিউডের দুই তুমুল সমালোচিত নায়িকা সানি লিওন ও পুনম পান্ডেকে। দুজনেই নগ্নতা আর অশ্লীলতার জন্য বিখ্যাত হলেও মঙ্গলবার উভয়কেই দেখা গেলো চিরাচরিত ভারতীয় নারীর সাঁজে।
মঙ্গলবার লাল লেহাঙ্গা ও ওড়নাসহ দারুণ সাঁজে সানি অংশ নিয়েছিলেন রামোলা বচ্চন আয়োজিত ‘রানওয়ে রাইজিং ২০১৩’ র্যাম্প শোতে। এদিন মাথায় স্বর্ণের টিকলি ও লাল চুঁড়ি পড়া সানিকে র্যাম্পে হাঁটতে দেখে অনেকেই নাকি বলেছেন, বিশ্বাসই হচ্ছেনা কোনো সাবেক পর্নো তারকাকে দেখছি। সানির এই বিশেষ লাল লেহাঙ্গাটির ডিজাইন করেছেন ময়ূর আর গিরোত্রা। এই র্যাম্পে সানির নতুন ছবি ‘জ্যাকপট’ এর নায়ক শচীন যোশীও অংশ নেন।
এদিন সানির মতো আরেক তুমুল সমালোচিত অভিনেত্রী পুনম পান্ডেও হাজির হয়েছিলেন আরেক ফ্যাশন ইভেন্টে। তবে সানির মতো লাল নয় বরং আপাদমস্তক কালো পোশাকে। তবে তিনি অবশ্য কালো পোশাকে সানির মতো ঔজ্বল্য ছড়াতে পারেননি।
©somewhere in net ltd.