নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলবাট্রস

নিভু নিভু জোছনায় দূর্বা ঘাসের শিশিরবিন্দু।

রাশেদ অনি

অতি সাধারণ ভ্রমনপ্রিয় একজন মানুষ।

রাশেদ অনি › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন কথন : ভোলা, পটুখায়ালি এবং কুয়াকাটাB-)B-)

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

সামুতে এটা আমার ১ম পোস্ট, বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমি বিগত এক বছর ধরে সামুর পাঠক কিন্তু ব্লগ খোলা হয়নি কিন্তু এইবার শুরু করে দিলাম। আমি বরাবর ই কিঞ্চিৎ ভ্রমন খাদক তাই ভ্রমন পোস্ট দিয়েই সামুতে লিখার ভ্রমন শুরু করলাম।:D



পাঁচ বন্ধু মিলে প্লান করলাম কোথাও ঘুরতে যাই ,অনেক চিন্তা ভাবনার পর ঠিক হল ভোলা এবং মনপুরা ঘুরে তারপর কুয়াকাটা যাব। যাত্রা শুরু করার দুই দিন আগে বাধল প্রথম বিপত্তি, পাঁচ জনের মধ্যে দুই জন বাসা থেকে সবুজ সংকেত পায় নাই। কি আর করা অগত্যা বাকি তিন জন – আমি,সামির এবং পল্লব যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আরেক দফা বাধার সম্মুখিন হলাম ভ্রমন শুরু হবার আগের দিন,পরের দিন নাকি হরতাল X((X((! আরে ধ্যাত, আমার বন্ধুদ্বয় হরতাল দেখে যাত্রা নিয়া ক্যাচাল করতেছিল কিন্তু আমার জোরাজুরি তে রাজি হয়ে গেল। যা হয় হবে বলে যাত্রা শুরু করে দিলাম। প্রথমেই সদরঘাট তারপর লঞ্ছে করে ভোলা যাব। আমি ছাড়া আমার বন্ধুদ্বয় কেউ আগে লঞ্চ ই দেখে নাই তাই তারা কিছুটা সন্ধিহান ছিল কিন্তু সদরঘাট পৌঁছে বিশাল সাইজের লঞ্চ দেখিয়ে তাদের সেই ভয় কিছুটা হলেও কমাতে পারলাম। লঞ্ছে আমাদের ক্যাবিন আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম এম ভি বালিয়া লঞ্ছে। লঞ্চ খুজে লঞ্ছে উঠেই আড্ডায় বসলাম। আট – দশ ঘণ্টা জার্নি করতে হবে তাই প্রয়েজনীয় খাবার কিনে আনলাম। রাত আট টায় লঞ্চ ছাড়ল। সারারাত আড্ডা, খাওয়া, চারপাশের প্রকৃতি ও খানিকটা ঘুমিয়ে অবশেষে পরদিন ভোর ছয়টায় লঞ্চ ভোলা ঘাট এ পৌছলাম।তারপর রিক্সায় আমার আত্মীয় এর বাসায় উঠলাম।



তর সইছিল না তাই হালকা নাস্তা ও একটু রেস্ট নিয়েই বের হয়ে পরলাম। প্রথমেই গেলাম শাহবাজপুর গ্যাস ফিল্ড তারপর দুপুর হয়ে বাসায় ফিরলাম। দুপুরে হরেক রকমের মাছ দিয়ে ভরপেট মেরে একটু রেস্ট নিয়েই বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। এবার গন্তব্য পাশবর্তী মেঘনা নদীর তীর। ওখানে পৌঁছে দেহ,মন,প্রাণ জুরিয়ে গেল। আহা! সবুজ শ্যামল নির্মল প্রকিতি যে এত সুন্দর তা ইট সিমেন্টের দালান কোঠার মাঝে বন্দী থেকে টের পাওয়া যায়না। এখানকার প্রকিতি যে কিরকম তা একটা ছবি দেখেই বুঝতে পারবেন। এক কথায় অসাধারন। ঘুরাঘুরি ও নৌকা আরোহণ শেষে গেলাম জেলেপাড়া, এখানে নানা জাতের তাজা মাছ দেখে চোখ জুড়িয়ে গেল। মাছের দাম ও অনেক কম। প্রায় এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয় কিনা মাত্র সাড়ে তিনশ টাকায় !! অবশেষে বাসায় আসলাম। রাতে খোলা আকাশের আড্ডাবাজি করে খেয়ে ঘুমিয়ে পরলাম। পরেরদিনের টার্গেট বঙ্গোপসাগর টাকে অন্য আরেক পাশ দিয়ে দেখা।







যথারীতি সকালের নাস্তা করেই বেরিয়ে পরলাম। বাসযোগে চরফ্যাশন তারপর মোটরসাইকেলে দক্ষিন আইচা হয়ে সাগরের পাড় পৌঁছলাম। কিন্তু বিধিবাম সাগর দেখতে হলে অনেক খানি দুর্গম পথ হেটে নৌকা দিয়ে যেতে হবে। যথাআজ্ঞা, সব পেরিয়ে যখন বেলা বারটার দিকে সাগরের কাছে পৌঁছলাম তখন এক নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। সে কি বাতাস রে বাবা, মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা! আর ঢেউ এর কথা কি আর বলব এত বিশাল আকারের ঢেউ যে পানিতে নামার সাধ একেবারেই চুপসে গেল। যদিও সাগরের পানিটা অনেক ঘোলা ছিল। অতঃপর পানির পাশে হালকা দৌড়াদৌড়ি করে বাসায় ফিরলাম।







রাত্রে অনাবৃত চাদের সাথে তেতুলিয়া নদীর পাশে আড্ডাবাজি করে খাওয়ার টেবিলে নদীর প্রায় সব রকমের মাছের সাথে পরিচিত হয়ে পেটপুজা করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ইতিমধ্যে নদি উত্তাল থাকার কারনে আমাদের মনপুরা সফর বাদ দিতে হল। পরদিন পটুয়াখালী হয়ে কুয়াকাটা যেতে হবে!!B-)



( ভ্রমনের খরচপাতি নিয়ে বিশদ কিছু লিখলাম না তবে কেউ জানতে ইচ্ছুক হলে বলার চেষ্টা করব )



চলবে …….

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ লাগল ভাই, ছবিগুলো খুব সুন্দর... :)

ব্লগে স্বাগতম।

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রাশেদ অনি বলেছেন: হ্যাঁ ভাইয়া ছবি গুলো আমারও খুব ভাল লেগেছে,ধইন্না ভাইয়া। আপনি আমার ব্লগের প্রথম কমেন্টদাতা এই জন্য স্পেশাল ধইন্না।

২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪

মনিরা সুলতানা বলেছেন: এগুলো সব আপনার নিজের তোলা ছবি ? ?

অনেক অনেক সুন্দর সব ছবি । :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১

রাশেদ অনি বলেছেন: হ্যাঁ, আপুনি ছবিগুলো আমারও খুব ভাল লেগেছে এবং আমার নিজের ক্যামেরা তেই তোলা ছবিগুলো ।এগুলা তো নমুনা,আরও ছবির খনি আছে এই জায়গাটার।ব্লগে তো বেশি ছবি দিতে পারলাম না। জায়গাটাই সুন্দর,ফটোগ্রাফারের ভুমিকা সল্পই! B-))

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: নতুন পোস্ট করেন বাকি ছবি গুল নিয়ে ... অনেক সুন্দর ছবি
জায়গা সুন্দর সাথে দেখার চোখ ও চাই ।


শুভ কামনা আপনার জন্য । :)

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

রাশেদ অনি বলেছেন: নতুন পোস্ট করবো খুব তারাতারি,সাথে কুয়াকাটা ভ্রমন কথা ও থাকবে ইনশাআল্লাহ্‌। পোস্ট তো করবো কিন্তু আমিতো এখনও অঙ্কুরোদগম হওয়া ব্লগার তাই দেখার লোক হারিকেন জ্বালিয়ে ও খুজে পাইনা। :( :(


" জায়গা সুন্দর সাথে দেখার চোখ ও চাই" পাইনা।কথাটা অনেক ভাল লেগেছে। একমত। আপনার জন্যেও শুভ কামনা আপুমনি। B-)

৪| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

ভবঘুরে মানব বলেছেন: ভালো লেগেছে! প্রথম পোষ্ট যদি তা আবার হয় ভ্রমণ তাহলে তো কথাই নেই! ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। যারা এখনো বরিশালে ঢুঁ মারেন নি তারা বরিশালের আকর্ষণীয় জায়গাগুলোতে ঘুরে আসার বেশ কিছু ট্যুর প্যাকেজ দেখে নিতে পারেন যাওয়ার আগে http://bit.ly/2asIVZE

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.