নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলবাট্রস

নিভু নিভু জোছনায় দূর্বা ঘাসের শিশিরবিন্দু।

রাশেদ অনি

অতি সাধারণ ভ্রমনপ্রিয় একজন মানুষ।

রাশেদ অনি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ভিন্নতা

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

“ খুব ছোটবেলায় সময়টা মনে হয় ২০০১ হবে,বাসার পাশেই ছিল এলাকার নামি কলেজ।তখন স্কুল, কলেজের সমস্ত পরীক্ষা ঐ কলেজেই হত।পরীক্ষার সময় পরীক্ষার্থীর পাশাপাশি অভিবাবকরাও আসতেন। কোন এক পরীক্ষার সময় আমার চেয়ে বেশি বয়সী একটি মেয়ে আমাদের বাসায় পরীক্ষার সময় এসে গল্প করতেন।আমার বাবা-মা দু জন ই চাকুরীজীবী হওয়াতে বাসায় আমি একাই থাকতাম। বাবা মার বড় ছেলে হওয়াতে আমার বড় ভাই কিংবা বোন ছিল না তাই আমি আপু ডাকাটা মিস করতাম।একা একা বাসায় থাকতাম বলে হয়ত মেয়েটা আসাতে আমি একটু খুশি ই হতাম।মেয়েটা আমাকে বলল তাকে যাতে আমি আপু বলে ডাকি।আমিও সাথে সাথেই তাকে আমার আপুর আসনে বসিয়ে দিলাম।পরীক্ষার সময় আপুর সাথে গল্প করতাম।অনেক ভাল লাগত,আপুও আমাকে অনেক আদর করত। আপুর ফুল গাছ অনেক পছন্দ ছিল আর আমার একটা ছোটখাটো ফুল বাগান ছিল।কাউকে আমার গাছের ফুল না দিলেও আপুকে অনেক ফুলের গাছ সহ ফুল দিতাম। আপু অনেক খুশি হয়ে আমার জিনিশ গুলো নিত। আপুর গোলাপ ফুল গাছ অনেক প্রিয় ছিল তাই একদিন আমি আরেক বাসা থেকে আপুর জন্য গোলাপ ফুল গাছ চুরি করে এনে আপুকে দিয়েছিলাম।আপুটা অনেক বেশি খুশি হয়েছিল।কয়েকটা পরীক্ষা এভাবেই কাটল।



পরীক্ষার আগে থেকেই আপু আসার জন্য অপেক্ষা করতাম।বাসায় আমার জন্য রাখা নাস্তা আমি আর আপু ভাগ করে খেতাম। পরের একটা পরীক্ষার সময় আপু আর এলোনা কিন্তু তার মা কে আমাদের বাসায় পাঠাল। আমি তার সাথে কথা বললাম কিন্তু মন খারাপ হল।এটা দেখে তার মা সেদিন চলে গেল।পরের পরীক্ষার সময় তার মা আবারো এসে বলল আপু ব্যস্ত তাই আসতে পারেনি কিন্তু আমার জন্য একটা গিফট পাঠিয়েছে।আমি গিফট হাতে পেয়ে খুশি হয়ে গিফট তা খুললাম। দেখি আপু আমার জন্য একটা লিখার প্যাড ও একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে আসতে না পারার কারন সহ আদর মেশানো অনেক কথা ছিল। আরও বলেছিল সে তার এই ছোট্ট ভাইটার কাছে আবার আসবে।কিন্ত আপুটা তার কথা রাখতে পারেনি। সেই ছোট ছেলেটিকেও পড়াশুনার জন্য ঢাকায় চলে আসতে হয়েছিল।কিন্তু সেই ছেলেটি তার সেই আপুটাকে আজ ও ভুলেনি।একটু বড় হয়ে ছেলেটি আপু তার এলাকার যে নাম বলেছিল সেই এলাকাতে গিয়ে সেই নামে অনেক খুজাখুজি করেছিল কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ছোটবেলার ছোট একটু সময়ের ভালবাসা আমি ভুলতে পারিনি। অনেক বছর পর আপুটার এলাকার এক লোকের সাথে কথা বলার সময় লোকটি আপুর নাম উচ্চারন করে এবং বলে আপুটা অস্ট্রেলিয়া থাকে। আমি ভাবলাম আপুর খোজ বুজি পেলাম। অনেক চাওয়ার পর লোকটা আপুটার ফোন নাম্বার দিল। বিপুল উদ্দিপনায় নাম্বার এ ফোন দিলাম কিন্তু নাম্বার অফ!/:)/:)



আবার সেই লোকটিকে খুজে বের করলাম এবং অনেক রিকুয়েস্ট করে অপমানিত হয়ে আবার নাম্বার নিয়ে দেখলাম আগে নাম্বার তা একটা ডিজিট ভুল ছিল। অতঃপর আবার ফোন,হ্যাঁ এবার ফোন গেছে। আপু ফোন রিসিভ করল কিন্তু আপুকে আমার আগের কথা গুলো বলার পর সে বলল সে কিছুই মনে করতে পারছে না। তিনি সেই লোক নন। আমি তাকে একটু ভেবে দেখতে বলার পর সে আমার সাথে অনেক খারাপ ব্যাবহার করল। নিজের অজান্তে চোখ থেকে অশ্রু কনা বাতাসের সাথে বিক্রিয়া করল। সরি বলে রেখে দিলাম”



কথা গুলো আমার খুব কাছের একটা বন্ধুর। কথাগুলো এভাবেই সে আমাকে বলল এবং আমি তার ভাষাতেই বললাম। শুনে আমার ও খুব খারাপ লাগল। এই সময়ে এই রকম ভালবাসা খুজে পাওয়া কি যায় ?? এরকম ও কি হয়? অন্নরকম ভালবাসা যে ভালবাসায় কোন খাদ নেই। আজো আমার বন্ধুটি তার সেই আপুটাকে খুজে ফিরে।/:)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: শুনে লিখছেন ?
বেশ ভাল লাগলো আপনার লেখা । :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১২

রাশেদ অনি বলেছেন: হ্যাঁ, আপুনি একরকম শুনেই লিখেছি। সত্যি ই কি ভাল লাগছে আপু?ভাল লাগ্লে অনেক ধইন্যা। B-) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.