![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। থাকি এক দ্বীপের কোনায়। কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই। আর মাঝে মাঝে গান আর হাবিজাবি পোস্টাই।
নীল আকাশে মেঘের মেলা
আমার রুমে নিকোটিনের ধোঁয়া
সব যে মূল্যহীন
রেখে শুধু স্মৃতি!
মন আজ তাই ভালো নেই
মনকে দিলেম ছুটি
সিক্ত থেকে রিক্ত আমি
স্বপ্ন আজ ভিন্নগামী!
ভুলেও আর চাই না
স্বপ্নেও যে বলি না
মিছে তোমার ভয়
সব আমারই খেলা!
ভুলের সেই খেলাতে
শূন্য হয়েছি আমি
গোলপোস্টটি ফাঁকা ছেড়ে
আজ হাত কামড়ে মরি!
সব যে লাগে যন্ত্রনা
মনকে দিলেম তাই ছুটি
আমিও যে চাই মুক্তি
অসহ্য সেই পংক্তি!
কষ্ট পেয়েছো তুমি
রিক্ত হয়েছি আমি
সব শূণ্যতা মিলিয়ে যাক
মনকে তাই ছুটি!
তোমার সেই হাসিটা
চোখ বুঁজে ভাবি
পারি না হাসতে
দিলেম মনকে ছুটি!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৫
রাশেদ বলেছেন: এইটাই শেষ।
২| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৯
উন্মাদ ছেলে বলেছেন: আপনার কোয়ালিটি গুড়ো দুধ খাওয়া দর্কার
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪১
রাশেদ বলেছেন: খিক খিক! ঐটাতে ক্ষতিকারক ক্যামিকেল নাই তো?
৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪১
উন্মাদ ছেলে বলেছেন: তবে খারাপ হয় নাই একেবারে। তবে আমারব্লগ.কম এ নির্বাচিত করার মত হয় নাই।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪১
রাশেদ বলেছেন: তাই নাকি আফা! আপনি যা বলেন!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪২
রাশেদ বলেছেন: আপনার পরসংশা পেয়ে আমি মুগ্ধ!
৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪২
উন্মাদ ছেলে বলেছেন:
আপনি যে কত্তবড় পাম বাজ এইটা যদি কাউরে বুঝাইতে পার্তাম
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
রাশেদ বলেছেন: আহারে! বেচারা!
৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩
নিহন বলেছেন: মন আজ তাই ভালো নেই
মনকে দিলেম ছুটি
সিক্ত থেকে রিক্ত আমি
স্বপ্ন আজ ভিন্নগামী!
দিলাম +
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
রাশেদ বলেছেন: থ্যাঙ্কস।
৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩
উন্মাদ ছেলে বলেছেন: ও ভাবি......আমি বুঝি আপনারে কখনও প্রশংসা করিনা!!!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
রাশেদ বলেছেন: আরে আফা! বেশি কতা বইলেন না! হি হি!
৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
নিলা বলেছেন: আহারে বেচারা! আরেকটা ছ্যাকা খাইছো নাকি?!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
রাশেদ বলেছেন: ছ্যাকা অ্যান্ড রাশু! মিলে না কখনো! খিক খিক!
৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬
রাশেদ বলেছেন: আমার মনে হয় আরেকটা ব্যান খাওয়া আগাইয়া আস্তেছে! আগের বার বেশি পুস্ট লেখা শুরু করলাম, মডুরা দিলো ব্যান কইরা!
৯| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬
উন্মাদ ছেলে বলেছেন:
লেখক বলেছেন: আহারে! বেচারা!
বেচারা বলে কি নিজের প্রতি আবার সমবেদনা জানাইলেন?
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
রাশেদ বলেছেন: জ্বি না, আপনাকে বলছি।
১০| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
লিপিকার বলেছেন: বাহ্........বাহ্........বাহ্.......
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
রাশেদ বলেছেন: ভে ভে ভে!
১১| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
উন্মাদ ছেলে বলেছেন: ও ভাবী এত মন খারাপ কইরেন না তো। জানেনই তো আমার ভাই মন খারাপ একদম দেখতে পারেন না।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৯
রাশেদ বলেছেন: হা হা! তারে পাইলে মজা দেখাইতাম!
১২| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫০
ঝুমী বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। +দিলাম
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১
রাশেদ বলেছেন: মেলা থ্যাঙ্কু।
১৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১
উন্মাদ ছেলে বলেছেন: ি: ভাবি অমন কথা মুখে আনতে হয় না। জানেন না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কিভাবে এ ধরনের কথা বলেন ছি: ছি:
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫২
রাশেদ বলেছেন: ঐ পিচ্চি! যাও পড়ালেখা কর! সামনে না এক্সাম!!
১৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫২
আলী আরাফাত শান্ত বলেছেন: কি শুরু করলা!
এবার কাব্য প্রতিভার খেমা দেও
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫২
রাশেদ বলেছেন: এইটাই শেষ।
১৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩
নিলা বলেছেন: তোমাকে যে ছ্যাকু ড়াশু নামে উপাধি দেয়া হয়েছিলো সেটা ভুলে গেছো?!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
রাশেদ বলেছেন: হা হা!
১৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০২
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
তোমার সেই হাসিটা
চোখ বুঁজে ভাবি
পারি না হাসতে
দিলেম মনকে ছুটি!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
রাশেদ বলেছেন: হু!
১৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭
মিঠি বলেছেন: মনকে ছুটি দেয়ার মন্ত্রটা ....................একটু শিখতে চাই.........সারা জীবন ছুটি কাটাবো......
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
রাশেদ বলেছেন: হায় মন্ত্র!
১৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
নাজনীন খলিল বলেছেন:
আজতো দেখি সব ভাল ভাল লেখা বেরিয়ে আসছে। প্লাস এটাতেও।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু।
১৯| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
ঝুমী বলেছেন: এমন আরো কাব্য চাই!!! রাশেদ ভাই, লিখতে থাকুন...!!!
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
রাশেদ বলেছেন: আচ্ছা।
২০| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
প্রীটি সোনিয়া বলেছেন: কারে কষ্ট দিয়েছো....
মনকে দিলাম ছুটি...লাইনটা মনে ধরলো...
ভাল থাকো।
২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৫
রাশেদ বলেছেন: হি হি!
থ্যাঙ্কস পড়ার জন্য।
২১| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: খালি উদাস করা কবিতা।
গাছের পাতা নড়ে চড়ে
কাউকে কি মনে পড়ে?
+
২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৬
রাশেদ বলেছেন: পাতা নড়লে লাভ কি
মনকে যে দিয়েছি ছুটি!
২২| ২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২২
কঁাকন বলেছেন: "বাজে কবিতা" র ধারে কাছেও যাইতে পারে নাই
২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৫
রাশেদ বলেছেন: হা হা! তাই নাকি!
২৩| ২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৩
মমমম১২ বলেছেন: মন কে দিলাম ছুটি মাথায় গেথে গেল।
২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৫
রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৪| ২৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৪
আইরিন সুলতানা বলেছেন: দ্বিতীয় লাইনেই আটকায় গেলাম....
সংবিধিবদ্ধ সতর্কীকরণ : ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
তবে কবিতা পুরাটা পড়ে মনে হলো, কেইস বহুত জটিল....
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
রাশেদ বলেছেন:
আশা আমার খেলা
আশা আমার বেদনা!
২৫| ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১১
কাঙাল মামা বলেছেন: হায়রে প্রেম!! হায়রে ড়াষূ!!
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
রাশেদ বলেছেন: হুমম...
২৬| ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৯
সলিল বলেছেন: খুব speedy কোবতে।
ভাল্লাগছে।
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
রাশেদ বলেছেন: থ্যাঙ্কস।
২৭| ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩১
সলিল বলেছেন: রাশেদ বলেছেন: আমার মনে হয় আরেকটা ব্যান খাওয়া আগাইয়া আস্তেছে! আগের বার বেশি পুস্ট লেখা শুরু করলাম, মডুরা দিলো ব্যান কইরা!
ধুর মিয়া...কি সব আ-কথা কু-কথা কন? খেলুম না কিন্তু।
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
রাশেদ বলেছেন: হু!
২৮| ২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬
একরামুল হক শামীম বলেছেন: ছ্যাকা খাওয়া কোবতে
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
রাশেদ বলেছেন:
২৯| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
একরামুল হক শামীম বলেছেন: ছ্যাকা খাইয়া আবার হাসে!!!
টাস্কায়িত হৈলাম
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
রাশেদ বলেছেন: সুখ দুঃখের জীবনে
হাসি তার মেলা!
৩০| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
একরামুল হক শামীম বলেছেন: পোলাডার মাথা পুরাটাই গ্যাছে
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
রাশেদ বলেছেন: আসলেই গেছে!
৩১| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
একরামুল হক শামীম বলেছেন: আহারে কি দুস্কু চুক চুক চুক
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
রাশেদ বলেছেন: হাসো হাসো।
৩২| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২
নিবিড় বলেছেন: ভালাইলাম..++
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু
৩৩| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
মেঘাচ্ছন্ন বলেছেন: আমি আবার কোন সময় রেটিং দিলাম.....!!??
"সিক্ত থেকে রিক্ত আমি
স্বপ্ন আজ ভিন্নগামী!"
লাইন দুইটা ব্যাপক মনে ধরছে.....।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০
রাশেদ বলেছেন: আচ্ছা। থ্যাঙ্কস।
৩৪| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৫
কাঙাল মামা বলেছেন: ড়াষূ কইছি বইলা কি মাইন্ড করছেন নাকি?
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৮
রাশেদ বলেছেন: আরে না! হুমানো আমার বদভ্যাস।
৩৫| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৭
প্রাকৃত বলেছেন: চালায়া যাও রাশেদ ভাই!
কবি রাশেদের প্রথম কাব্যগ্রন্থের অপেক্ষায় আছি
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৯
রাশেদ বলেছেন: হা হা! টেকা দাও তাইলে।
৩৬| ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০২
আশরাফ মাহমুদ বলেছেন: রাশু তো দেখি জাত কবি হয়ে যাচ্ছে।
(সত্যি বলছি, এটা অনেক ভালো হয়েছে)
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৯
রাশেদ বলেছেন: তাই নিকি! থ্যাঙ্কু।
৩৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:২১
নরাধম বলেছেন: কোবতে যদি আবার লিখ, তাইলে মাইনাস।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:২১
রাশেদ বলেছেন: হা হা! আর লিখবো না। এইটাই শেষ!
৩৮| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা আবার কখন নাজিল হৈলো !!
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৯
রাশেদ বলেছেন: হা হা!
৩৯| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৮
শেরিফ আল সায়ার বলেছেন: তোমার সেই হাসিটা
চোখ বুঁজে ভাবি
পারি না হাসতে
দিলেম মনকে ছুটি।
সুন্দর লাইন। শুভেচ্ছা রেখে গেলাম।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৯
রাশেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪০| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০১
আসিফ আহমেদ বলেছেন: আমার তো কেমন গান মনে হলো। ভোকাল কাউরে দিলে সুর দিয়া ফেলতে পারবে।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৪
রাশেদ বলেছেন: হি হি! থ্যাঙ্কস। আপনার দ্বীপের সিরিজটা পড়া হইলো না এখনো।
৪১| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৫
মেঘাচ্ছন্ন বলেছেন: রাশুদা কি বেশি বিজি.....আসেন আর যান ??
৪২| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২১
আইরিন সুলতানা বলেছেন: লেখক বলেছেন:
আশা আমার খেলা
আশা আমার বেদনা!
---------------------------
রাশু'র জন্য একটাই গান ,
"আশা" ছিল, ভালবাসা ছিল....আজ "আশা নেই"...ভালবাসা নেই...
বি.দ্র: এইটা কৃষ্ণচূড়া গাছের নীচে দাঁড়ায় গাইতে হবে ।
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
রাশেদ বলেছেন: ওহে! আমারে নিয়া মশকরা কর! তোমার খবর আছে!
৪৩| ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯
জেরী বলেছেন: হুমমমমমমম..........
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
রাশেদ বলেছেন: হুমান ক্যা ভাই।
৪৪| ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩০
নূর-ই-হাফসা বলেছেন: ভাল লাগল কবিতাটা।
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
রাশেদ বলেছেন: থ্যাঙ্কস।
৪৫| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৯
মাজুল হাসান বলেছেন: ami ektu derite deklam. valo hoice.
৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। কেমন আছেন?
৪৬| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১০
আইরিন সুলতানা বলেছেন: এই গানের একটা লাইন আছে ,
এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত কথা যেত হারিয়ে ....
এই জন্য এই গান এই গাছের নীচে দাঁড়াইয়া গাওয়াটাই বাঞ্জনীয় ...
বুঝলে হে দুউউষ্ট বালক...
৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
রাশেদ বলেছেন: ও আইচ্ছা! আমি মরি আমার জ্বালায়, হে দেয় উস্কানি!
৪৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১১
রুবেল শাহ বলেছেন: হক.................. মাওলা
৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
রাশেদ বলেছেন:
৪৮| ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
রাতিফ বলেছেন: রাশেদ ভাই তো মনে হয় ঝাক্কাস মুডে আছইলেন সেইদিন
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৮
রাশেদ বলেছেন: হা হা!
৪৯| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩
জ্বিনের বাদশা বলেছেন: রাশু কই গেলা?
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৮
রাশেদ বলেছেন: এইতো আছি।
৫০| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
ঝুমী বলেছেন: মনকে ছুটি দিয়ে আবার কোথায় উধাও হলেন, রাশেদ ভাই!!!
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৭
রাশেদ বলেছেন: হা হা! আছি আছি।
৫১| ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬
কুঙ্গ থাঙ বলেছেন: প্রিয় সহব্লগার, মণিপুরী আদিবাসীদের ১৬৬তম মহারাসোৎসবে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি। বিস্তারিত দেখুন এখানে । ... শারদীয় রাসপুর্ণিমার অগ্রীম শুভেচ্ছা রইলো।
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৭
রাশেদ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইলো।
৫২| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৩:২৪
কাল্বেলা বলেছেন:
ছুটি কেমন কাটলো...(খিকজ্)
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৭
রাশেদ বলেছেন: আপনি বাইচা আছেন!!
৫৩| ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
মানুষ বলেছেন: তোমার মনেরে এতোদিন কামলা খাটাইলো কে আর আজ কেনই বা ছুটি দিল?
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:২১
রাশেদ বলেছেন: উলালা!
৫৪| ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৪
চাঙ্কু বলেছেন: এই রাশু @ বাড়িতে আছেন ??
০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৫
রাশেদ বলেছেন: নাই! রাশু ঘুরতে গেছে।
৫৫| ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৬
তানজু রাহমান বলেছেন: হায় আল্লাহ! দেরিতে দেখলাম
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
রাশেদ বলেছেন: সমস্যা নাই।
৫৬| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬
মেঘাচ্ছন্ন বলেছেন: হ্যাল্লোওও.....!
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩
রাশেদ বলেছেন: হাই!
৫৭| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
একরামুল হক শামীম বলেছেন:
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪
রাশেদ বলেছেন: চশমা পড়াইয়া দিমু!
৫৮| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
তানজু রাহমান বলেছেন: ঘুম ঘুম পাচ্ছিলো...
কি খবর?! আছেন কেমুন?!
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৬
রাশেদ বলেছেন: এখন না বিকেল? এতো তাড়াতাড়ি ঘুম পায়!
আছি ভালাই। ঝিমাই আর বিড়ি ফুকি।
৫৯| ০৩ রা নভেম্বর, ২০০৮ ভোর ৬:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: নয়া পুস্ট দে ব্যাটা
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯
রাশেদ বলেছেন:
৬০| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার কবিতা..............আরো চাই।
কেমন আছেন? ভালানি?
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু।
চলে ঝিমাইয়া ঝিমাইয়া।
৬১| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১০
শত রুপা বলেছেন: ভালো কোবতে! ভাল লাগল।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
রাশেদ বলেছেন: মেলাদিন বাদে দেখলাম।
৬২| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৮
সাইফুর বলেছেন: আচ্ছা....বুঝলাম..রাশুভাই ভালো লিখে..
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
রাশেদ বলেছেন: এতোদিনে বুঝলা!
৬৩| ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬
জোনাকি বলেছেন: ভালাই তো কবিতা লেখা ধরেছ
০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
রাশেদ বলেছেন: থ্যাঙ্কু।
৬৪| ০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩
জোনাকি বলেছেন: কেউ আছেন নাকি?
০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
রাশেদ বলেছেন: নাই বাড়িতে।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৪
মুকুল বলেছেন: আজ দেখি তোমারে কোবতেয় পাইছে!
এক্টার পর এক্টা প্রসব করতেই আছো!