নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো পোলা আছিলাম, এখন আপাদমস্তক ভন্ড!

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

রাশেদ

এখনো ছাত্র। থাকি এক দ্বীপের কোনায়। কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই। আর মাঝে মাঝে গান আর হাবিজাবি পোস্টাই।

রাশেদ › বিস্তারিত পোস্টঃ

খিচুড়ি রান্না! জমজমাট মজার খিচুড়ি!

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৩

মেলাদিন বাদে খিচুড়ি রানলাম। বিমার সাথে কথা বলতেছিলাম। বেটা বলে সে নাকি খিচুরি খাইছে। শুনে মনটা আঁকু পাঁকু করে উঠলো। শুরু করলাম খিচুড়ি রান্না। মহা সোজা রেসিপি। সেরা খিচুড়ি বলা যেতে পারে! :P :P রান্না এখনো চলতেছে।



১. রাইস কুকারে ২ পট চাল আর ২ পট ডাল ধুয়ে বসিয়ে দিন।

২. প্রায় ডবল পানি দিন।

৩. তার উপরে তেল পরিমানমত দিয়ে সামান্য হলুদ, জিরা, গরম মশল্লার গুঁড়ো দিয়ে দিন। লবনও এই সময়ে দিয়ে দিয়েন।

৪. আলু থাকলে কেটে দিয়ে দিন।

৫. পানি গরম হয়ে গেলে কাটা সবজি ঢেলে দিন।

৬. রান্না প্রায় হলে গেলে ঢাকনা তুলে দেখেন কি অবস্থা। লবণ কম হলে আরেকটু দিয়ে দিন।

৭. ব্যস! হয়ে গেলো খিচুড়ি। এইবার মুরগি বা ডিমের সাথে খেয়ে ফেলুন।





বি.দ্র. এইভাবে খিচুড়ি রান্না করার সময়ে আমার একটা সমস্যা হয় পানি নিয়ে। কখনো কম কখনো বেশি হয়ে যায়। আফসুস! দেখা যায় যে পানি কম হইছে। তখন আবার গরম পানি ঢালি, আবার রাইস কুকারকে অন করার ট্রাই চালাই। এইরকম করতে করতে ল্যাটকা খিচুড়ি টাইপ একটা জিনিস শেষ পর্যন্ত রান্না হয়!

মন্তব্য ৪১৭ টি রেটিং +৩৬/-৬

মন্তব্য (৪১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৬

নিঃসঙ্গ বলেছেন: আনেক দিন পরে পোষ্ট পাইছিরে :D

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৭

রাশেদ বলেছেন: রান্না চুলায়। জমজমাট খিচুড়ি। :D

২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

নাজিরুল হক বলেছেন: রান্না শেষ হইছে নাকি, তাইলে আইতেছি :D

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

রাশেদ বলেছেন: না, এখনো চুলায়। :D

৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৯

নিঃসঙ্গ বলেছেন: আপনার লগে কথা কওয়ার জন্য আপনারে কয়বার ডাকলাম আপনি শুনলেন না :( হিট ব্লগার দের ভাব সাব এই আলাদা :|

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২১

রাশেদ বলেছেন: আমি তো সাইডে চাইপা ছিলাম। কয়েকবার কিছু কওয়ার ট্রাই করেও ব্যর্থ হই। তারপর লাইন কেটে দিছি। :( আধা ঘন্টার উপরে ছিলাম ঐখানে যতুদূর মনে পড়ে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২০

বিষাক্ত মানুষ বলেছেন: আমার দেখাদেখি খিচুরী রান্না করনের অপরাধে ব্লগার ড়াষুর ব্যান চাই

ইহাকে জেনারেল করা হোক ।
জানাপা কৈ !!!!!

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২১

রাশেদ বলেছেন: ইহা জব্বর খিছুরি। :P

৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২০

হাসিব বলেছেন:

কারেক্তেদ রেসিপি -

১. রাইস কুকার অন করে ঘি দিতে হবে । ঘি গরম হয়ে গেলে সেটাতে পিয়াজ আর গরম মশলা দিয়ে কিছুক্ষন নাড়াতে হবে । ঘি গরম হয়ে ঘি পিয়াজ আর গরম মশলার একটা মিশ্র গন্ধ বের হলে সেটাতে মশলা দিতে হবে অল্প অল্প করে । তারপর একটু নাড়াচড়া করে গরম করতে হবে ।

২. ৪ পট চাল আর ১-১.৫ পট ডাল ধুয়ে ফেলতে হবে আলাদা করে । তারপর পানি ঝরিয়ে ফেলতে হবে ।

২. তারপর সেই চাল আর ডাল রাইসকুকারে ঢেলে কিছুক্ষন মসলার সাথে মিশিয়ে নাড়তে হবে ।

৩. পানি দিতে হবে ৬-৬.৫ পট । সাথে পরিমানমতো লবন ।

৪. রাইস কুকারের ওপরে একটা ঢাকনা টাইপ থাকার কথা ভেজিটেবল ভাপে সেদ্ধ করার জন্য । সেটাতে মিক্সড ভেজিটেবল দিয়ে রাইস কুকারের ঢাকনা ঢেকে দিতে হবে ।

৫. তারপর ঝাল ভুনা মাংস দিয়ে খাইতে হবে ।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২১

রাশেদ বলেছেন: আইতাচি খিচিরি দেইখা।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৪

রাশেদ বলেছেন: আপনি একবার ডাইলের রেসিপি দিছিলেন। ঐটার সিস্টেমে ডাইল রান্না করি সবসময়।

রেসিপি পছন্দ হইছে কিন্তু ঘি নাই। নেক্সটবার ঘি দিয়ে রান্না করবো। থ্যাঙ্কু রেসিপির লাইগা। :D

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৫

রাশেদ বলেছেন: রাইস কুকারের আলাদা ভেজি ঢাকনাটা ফেলাই দিছি মেলা আগে। :(

৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: @হাসিব ভাই .. সবজী খিচুরী উইথ ভুনা গোশ !!!

৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৫

হাসিব বলেছেন: ক্যান পছন্দ হয় না ? @ বিমা

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৭

রাশেদ বলেছেন: আমার হইছে। আমার খিচুরির লগে ডিম গোশত, মুরগা সবই ভালো লাগে। :D

৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৮

নিঃসঙ্গ বলেছেন: হাসিব ভাইয়ের রেসিপি টাই আসল রেসিপি মনে হইতেছে।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৯

রাশেদ বলেছেন: আমারটা ইশপিশাল! ;)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৮

প্রিয়তমা বলেছেন: :D

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৯

রাশেদ বলেছেন: হে হে!

১০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩০

রাশেদ বলেছেন: সবজি দিতে লেট হয়ে গেছে! খিচুড়ি প্রায় হয়ে গেছে! এখন সবজি দিয়ে আসলাম। কি আছে কপালে কে জানে! :| /:)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩০

হাসিব বলেছেন: আমি অবশ্য বিরিয়ানি পাকাইছিলাম গত রাইতে । এখন সেইরকম মজাক কৈরা গরম গরম বাসি বিরিয়ানি খাইতাছি । সাথে কাচা পিয়াজ । নীলক্ষেত স্টাইলে ।

(আইজকা হাইডেলব্যর্গ গেছিলাম । সুমঞ্চৌ, হিমু, ধুসর গোধূলী, চোর সস্ত্রীক আইছিলো । সারাদিন মজাক করলাম )

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩২

রাশেদ বলেছেন: বেশ মজায় আছেন দেখা যাইতেছে।

আপনার বিরিয়ানি মানেই তো! হায়! রেসিপি দেখলেই জিভে পানি আসে। :(

১২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: আমি সবজী খিচুরী দিয়া ভুনা গোশ খায়া টেস পাইনা । সব তালগোল পাকায় যায়

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৩

হাসিব বলেছেন: একটু কম সব্জি দিতে হয় @ বিমা

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৩

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

পোলাপাইন এতো খাওন-দাওন নিয়া আলাপ করে ক্যান বুঝিনা । ওইদিকে আমার ফ্রিজে ঠান্ডা খাবার গরম কইরা খাইতে হবে ।

তাও সিদ্ধান্ত নিছিলাম, হালকা কিছু খায়া শুইয়া যামু । এতো গরমের ঝামেলায় যাবে কে ! এখন দেখি, না, যেইভাবে খিচুরীর আলাপ চলতাছে, আমার নিজের ফ্রিজের গুলায় গরম কইরা খাওন ভালো হইবো ।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৫

রাশেদ বলেছেন: আহারে! গরমাগরম খিচুড়ি! :P :P

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: হাসিবভাই .. বাসী বিরানীর টেস্ট ... মোজার্টের পঞ্চম সিম্ফনী সম ।

আপনেরা আড্ডাবাজী করলে সেগিলির কাহীনি কৈ লেখেন ??

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৪

হাসিব বলেছেন: একদিন লাইভ ডেমো দেয়া যায় বিরিয়ানি রান্নার

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৪

রাশেদ বলেছেন: না না। :(

ঐটা সহ্য করা যাইবে না। :(

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪০

নিঃসঙ্গ বলেছেন: খিচুড়ি খামু পুরা ক্ষিদা লাইগা গেছে আপনাগো আলাপ আলোচনা দেইখা :(

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪১

রাশেদ বলেছেন: আহা! খিচুড়ি রান্না হইতেচে! B-)

মুরগি গরম করা হইতেচে! :D

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪২

হাসিব বলেছেন: যাইবো । ধরো আমরা সবাই যারা আবিয়্যাইত্যা বিদেশে থাকি তারা এক উইকেনডে সবাই বাজার করলাম । তারপর একসাথে রান্না শুরু ।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩

রাশেদ বলেছেন: এইডা জট্টিল আইডিয়া। তাইলে আচি। :D :D

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪

হাসিব বলেছেন: সেই রান্না ওয়েব ক্যাম দিয়া সরাসরি সম্প্রচার

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪

রাশেদ বলেছেন: আমার ওয়েব ক্যাম নাই, তবে একসাথে সবাই রান্না শুরু করলে সাথে আছি, আপত্তি নাই। :)

২০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫

বিষাক্ত মানুষ বলেছেন: আমিও আচি :D
কবে কোথায় কখন খালি আওয়াজ দিবেন

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫

রাশেদ বলেছেন: যার যার বাসায়, আলাদা কইরা মুনে হয়। জার্মানি যামু কেম্নে! :( তুই তো পারবি।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৫

হাসিব বলেছেন: দুনিয়ার আবিয়াইত্যা এক হও রান্না কর - এইটা হৈবো শ্লোগান

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬

রাশেদ বলেছেন: হো! রান্না শিখা দরকার। বিয়ার পরে মজার মজার রান্না খাবো, এই চিন্তা কইরা বইসা থাকিলে চলিবে না। :D

২২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৭

নিঃসঙ্গ বলেছেন: হাসিব ভাইয়ের আইডিয়াটা জট্টিললল :D

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮

বিষাক্ত মানুষ বলেছেন: আমার ওয়েব ক্যাম আচে :)

২৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫০

বিষাক্ত মানুষ বলেছেন:
দুইন্নার আবিয়াইত্যা এক হও রান্না করো
কিবোর্ড কলম ফালায়া এবার খুন্তি ধরো :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

রাশেদ বলেছেন: :P

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫০

বিপ্র বলেছেন: এখন সপ্তাহে ৩/৪ দিন খিচুড়ি খাই...তয় ল্যাটকা খিচুড়ি ভাল্লাগেনা :(

খিচুড়ি বসাইয়া লাইভ আড্ডা দিলে ল্যাটকা না হইয়া যাইবো কই :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৬

রাশেদ বলেছেন: আমার খিচুরি ল্যাটকা হয় নাই (সত্য কথা এই পুস্টে বলা যাবে না! :D )

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: হাসিব ভাই .. কাহিনী জলদি কইরা ফেলান .. এই ছূটির মধ্যেই

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৮

তামিম ইরফান বলেছেন: খিচুড়ি কি দিয়া খাইলেন রাশেড ভাই:)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

রাশেদ বলেছেন: মুরগি দিয়া। :|

এইটা আলু বল্গ না। :(

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪০

টুশকি বলেছেন: এ ধরনের খিচুড়ী গুলাই আমি খাই। আম্মুকে বলি "ল্যাড়ল্যাড়া খিচুড়ী খাব"। ভুনা বা এ জাতীয় প্রফেশনাল খিচুড়ী কেন জানি ভালো লাগেনা।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৯

রাশেদ বলেছেন: ল্যাটকা খিচুড়ি না চাওলেও ঐটাই রান্না কইরা ফেলি প্রতিবার। এইবারো তাই হইছে। :(

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪৬

আবুল বাহার বলেছেন: খিচুরী খাইতে মুন চায়:):)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৯

রাশেদ বলেছেন: রেসিচি আচেম রান্না শুরু কইরা দেন। :P

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৫১

দূরন্ত বলেছেন: আইসা পড়মু নাকি ভাবতেছি.......

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৯

রাশেদ বলেছেন: নেহি নেহি! :P

রেসিপি আছে, রান্না শুরু করেন। খিক খিক! :P :P

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

টুশকি বলেছেন: মাইনাচ দিতে ভুলে গিচিলাম
এখন দিয়ে যাই

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:১৫

রাশেদ বলেছেন: খাইচে! টানা নেক্সট ১০ পুস্টে তাইলে কিন্তুক মাইনাচ পাইবেন! :P :P

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:২৫

মুকুট বলেছেন: পানি বেশি হলে, বেশিক্ষন চুলায় রাখবেন, কম হলে আবার পানি দেবেন :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:২৬

রাশেদ বলেছেন: এইরকম করতে করতে ল্যাটকার বাপ বানাইয়া ফেলি মাঝে মাঝে। :P

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

কৈ খিচুরী রান্না শেষ হলো ? পূর্ণিমার চাঁদকে আটার রুটি মনে হচ্ছে !!

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০০

রাশেদ বলেছেন: রান্না করে খাওয়া দাওয়া করে ঢেকুর তুলে বিড়ি টেনে ব্লগে একগাদা কমেন্ট দিয়ে আরেকটা বিড়ি ধরাবার টাইমও হয়ে গেছে। :D :D

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০১

তামিম ইরফান বলেছেন: লাবড়া খিচুরী খাইছেন?

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৫

রাশেদ বলেছেন: লাডড়া কি ডাব্বা!

ল্যাটকা খিচুরি খাইলাম। সবজি পুরা সিদ্ধ হয় নাই লগে লবন একটু কম হইচে। :(

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: গুলাবী থাবড়া খিচুরী খাইচো !! :D

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৭

রাশেদ বলেছেন: হা হা! ঐটা আর কয়েকদিন পর থেকে নিয়মিত খাবে। বেচারা! ওর বিয়াতে টিশ্যু গিফট করুম। :D :D

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৩

তামিম ইরফান বলেছেন: বিমা ভাই খাইছেন?

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৪

রাশেদ বলেছেন: ও নাকি ডেইলি খায়! =p~

৩৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৩

একরামুল হক শামীম বলেছেন: খিচুরী বড়ই সৌন্দর্য্য । খাইতে ভালো লাগে :D

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৪

রাশেদ বলেছেন: হ! ইশপিশাল হাফ অ্যান আওয়ার খিচুরি। :D

৩৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৮

কেমিকেল আলী বলেছেন: ১। চিংড়ি মাছের কারি গ্রীন আর রেড পিপার দিয়া
২। গরুর গোচ ভুনা
৩। মুরগীর ঝাল ফ্রাই
৪। টেংরা মাছ পালন শাক আর আলু দিয়া ঝোল
আজকের রাতের খাবার রাশু

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৯

রাশেদ বলেছেন: আপনাকে ব্লক করিয়া দিলাম!! :( :|

খোদাও সইবে না! :(

৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৮

একরামুল হক শামীম বলেছেন: ডিম খিচুড়ি খাইতে মন্চায়তাছে :(

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৯

রাশেদ বলেছেন: রাইন্ধা খাও! কেমি ভাই মনডা ভাইঙ্গা দিচে। :(

৪০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৯

কেমিকেল আলী বলেছেন: ভুইলা গেছিলাম, সাথে পায়েস :)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২০

রাশেদ বলেছেন: এই দিন দিন না, আমারো দিন আসিবেক! :P :P

৪১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২০

তামিম ইরফান বলেছেন: শামীম কালকে আইসা পড় স্টারে তুমারে খিচুড়ি খাওয়ামু:)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২০

রাশেদ বলেছেন: আমিও খাবো! টিকেট পাঠাও! :(

৪২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২

বিষাক্ত মানুষ বলেছেন: কেমিকেল ভাইরে আরেকটা কমেন্ট দেয়ার আগে এখনি ব্যান কর @ ড়াষূ /:)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

রাশেদ বলেছেন: দিচি ব্যান কইরা। /:)

৪৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৩

কেমিকেল আলী বলেছেন: কি করুম কও রাশেদ!
বউ আদর কইরা খাওয়ায়, না তো আর করতে পারি না? নাকি?
হাজার হলেও চ্যাংরা বউয়ের কথা! ( বারো কি তেরো)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৭

রাশেদ বলেছেন: বিয়া আমরাও একদিন করুম! তখন ১০ পদের তরকারি খাওয়ার ভিডিও কইরা আপনেরে মেইল কইরা দেবো! :( /:)

৪৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

একরামুল হক শামীম বলেছেন: কও কি গোলাবী!! কখন আস্তে হৈপো? আওয়াজ দেও :)

সঙ্গে কি তোমার শ্যালিকা থাকপো? :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৭

রাশেদ বলেছেন: ছি ছি ছি ছি!

৪৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৮

কেমিকেল আলী বলেছেন: পায়েসের ফটুক রাশু


২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩১

রাশেদ বলেছেন: পাশে দেখি আবার ক্যান্ডেল! রোমান্টিক ডিনার করলেন নাকি। :)

--------------

এইরকম ছবি দেয়ার প্রতিবাদে হাসিব ভাইয়ের নেত্রিত্বে ব্যাচেলর লাইভ রান্না ব্লগে প্রচার করা হইবেক কিচু দিনের মাঝেই। খিক খিক! :D :D

৪৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩২

একরামুল হক শামীম বলেছেন: পায়েসে কেমিকেল পণ্য নাকি পাওয়া গেছে! বিএসটিআই রিপোর্ট দিল :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩

রাশেদ বলেছেন: খিক খিক! আধা জীবিত পোলাডারে জাঝা। :D :D

৪৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩

তামিম ইরফান বলেছেন: আপনার জন্য একটা বোয়িং ভাড়া কর্তাছি আইসা পড়েন:P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

রাশেদ বলেছেন: না থাক! এত্ত জামাই আদর লাগপে না, নরমাল টিকেট দিলেই হবে। :P

৪৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩

কেমিকেল আলী বলেছেন: এত কিছু রান্না করার পরে সেন্টেড ক্যান্ডেল না জ্বালাইলে ঘরে ছাগলের বোটকাগন্ধ যায় না,

বোটকা গন্ধের জন্য ছাগ মাংস মেনু থেইকা বাদ দেওয়া হইছে

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

রাশেদ বলেছেন: হা হা! আইজকা ম্যারিজ ডে ছিলো নাকি?

৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪

তামিম ইরফান বলেছেন: খেকু আজকে দুপুরে লান্চ আওয়ারে ষ্টারে আইসা পড়:)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

রাশেদ বলেছেন: আমিও আমিও! :D

৫০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪

সাঈফ শেরিফ বলেছেন: ঘি না থাকলে মার্জারিন দেন। খাওনের সময় আচার/চাটনি না থাকলে টমাটোর সস! লগে বেগুনের চাকা ভাজি !

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৬

রাশেদ বলেছেন: বাটারও নাই। :(

তবে আচার আছে। ঐটা দিয়েই খাইছি। বেগুন যে লাস্ট কবে খাইছি খেয়াল নাই। এতো কাটাকাটি ভালো লাগে না। :(

৫১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৮

কেমিকেল আলী বলেছেন: আরে ধুরো,

বন্ধের মধ্যে খাইয়া লই একটু যুত মত।
ইউনি খোলা থাকলে খাওয়ায় জোশ আহে না।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩

রাশেদ বলেছেন: ও! হুদাই হুদাই এতো পদ রান্না করছে ভাবী! :( বেচারিকে দিয়ে এতো কষ্ট করানোর নিন্দা জানাই। :P :P

৫২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯

তামিম ইরফান বলেছেন: জামাই আদর করুম কেন/:).....।আপনের লগে তো আর আমার মেয়ের বিবাহ দেবো না/:).......।তয় আপনেরেও দাওয়াত দিলাম খেচুরী খাইতে:)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩

রাশেদ বলেছেন: আমি অতিশয় ভালো পোলা। :P :(

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩

রাশেদ বলেছেন: আমি অতিশয় ভালো পোলা। :P :(

৫৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪০

একরামুল হক শামীম বলেছেন: দুপুরে কখন গোলাবী? সময় বলো। :) সঙ্গে কে থাকতাছে? :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৩

রাশেদ বলেছেন: আমি। :P

৫৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪২

বিষাক্ত মানুষ বলেছেন: কুন ষ্টার !!! ধানমন্ডি নাকি তেজতুরি বাজার !!

৫৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪

তামিম ইরফান বলেছেন: তুমি ফ্রী আছো কখন?@শামীম........।আর কেউ থাকার দরকার কি আমার এতো সুন্দর খোমাটা পচন্দ হয় না:-P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫

রাশেদ বলেছেন: ইন্ডির সেই পোস্টটা মুনে পড়তেছে! শামীম-তামীম শাদী মুবারক! :|

৫৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৫

তামিম ইরফান বলেছেন: সিটি কলেজের সামনে ষ্টারের নতুন এক্টা ব্রান্চ খুলছে@বিমা ভাই

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬

রাশেদ বলেছেন: হো! খাইচি গত বচর।

৫৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬

তামিম ইরফান বলেছেন: লেখক বলেছেন: আমি অতিশয় ভালো পোলা।:P
.....................

সেটা আপনের জিব্বা বাইর করা দেখেই বুঝা যাইতেছে/:)

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭

রাশেদ বলেছেন: জিব্বা ভিতরে নিয়ে গেলাম! :|

৫৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭

তামিম ইরফান বলেছেন: এইটা কি কইলেন:|

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭

রাশেদ বলেছেন: তুমি না তোমার খোমার প্রসংশা করলা! :|

৫৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: কুন সাইডে !!! দুই নম্বর রোডের ভিত্রে নাকি !!

৬০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫২

তামিম ইরফান বলেছেন: একেবারে সিটি কলেজের সাথেই

৬১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৭

ভাইরাস! বলেছেন: হুমম

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮

রাশেদ বলেছেন: হুমম...

৬২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০০

অক্ষর বলেছেন: আপ্নে কি সিউর যে আউটপুট খিচুড়ীই বাইরাইবো?

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০২

রাশেদ বলেছেন: চাল ডাল দিয়ে যাহা বানানো হয় তাহা খিচুড়িই! :| :(




ঠা ঠা!

৬৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০১

বিষাক্ত মানুষ বলেছেন: ঢাকা চিনুম নাকি কে জানে !!! আহারে আমার ২৬ বছরের শহর
আইলাবু ঢাকা :(

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০২

রাশেদ বলেছেন: ২৬ না, ২২! :| তোর বয়স বাড়লে আমারো তো বাইড়া যায়! :|

৬৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৩

তামিম ইরফান বলেছেন: ঢাকা প্রতিদিনই বদলায়।

৬৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৭

একরামুল হক শামীম বলেছেন: সিটি কলেজের স্টারে কিছুদিন আগে খাইলাম। হে হে :)

৬৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: আম্রতো চিরকাল চুইট সিক্সটিং :P

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১১

রাশেদ বলেছেন: হো! :D

৬৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৩

একরামুল হক শামীম বলেছেন: টুয়েন্টি নাইন ও কিন্তু চুইট। কেন শান্তা ২৯ এর কথা মনে নাই? :P

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৬

রাশেদ বলেছেন: আহা! কানাডা গার্ল বা কাছাকাছি নামেও একটা আসছিলো। :P

৬৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৭

মমমম১২ বলেছেন: ল্যাটকা খিচুড়ি তো ভাল জিনিস,আমি তো মাঝে মাঝে ইচ্ছে করে বেশী পানি দেই,ল্যাটকা খিচুড়ি বানানোর জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩

রাশেদ বলেছেন: হা হা! আমার এমনিতেই ল্যাটকা হয়ে যায়, চাই বা না চাই। :D

৬৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪১

বিষাক্ত মানুষ বলেছেন: ছান্তা ঊনতিরিষ রে নাহীন নামক ছাগল লুলায়া জবজবা করছিলো ছান্তার পুস্টে :P
@একডজন'ম' - ল্যাটকা খিচুরী বানানো একেবারে সহজ । ভুনা খিচুরী বানাইতে গেলেই ল্যাটকা খিচুরী হয়া যায় :D

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২

রাশেদ বলেছেন: হো! ল্যাটকা বানানো কোনো ব্যাপারই না। :D

৭০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৭

জেরী বলেছেন: রাশেদ ভাই,কাল আড্ডাতে আপনার কথা শুনে অনেক হাসলাম.......স্পেশালি কালোদাকে মাইনাস দেওয়া নিয়ে যা বললেন.....:):):)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২

রাশেদ বলেছেন: হি হি! থ্যাঙ্কস। :D

৭১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

মীতু বলেছেন: আমি খিচুরী খুব পছন্দ করি । তয় ল্যাটকা খিচুরী খাই না ।



আমি সকালে খাই নাই । খিচুরির নাম শুইন্যাই পেটে চু চু শুরু হইছে । :(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২

রাশেদ বলেছেন: হা হা! তাই নাকি! আমি সবরকমের খাই। কোনো বাছ বিচার নাই। :D

আহারে! বেচারী! :P

৭২| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: খিচুড়ি খামু :(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০১

রাশেদ বলেছেন: রান্না করেন, রেসিপি দেয়া আছে। :P

৭৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০১

আইরিন সুলতানা বলেছেন: ঘটনা কি ! বিশ্ব খিচুড়ী দিবস ছিল নাকি !!!

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০১

রাশেদ বলেছেন: খিক খিক! তোমার গান শুনে খিচুরি খেতে ইচ্ছা করতেছিলো! :P :P

৭৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৯

রাজর্ষী বলেছেন: রাশেদ দেখি পুরা লংগর খানা খুইলা বইছে।

এই সবাই লাইন ধইরা বসেন , রান্ধা শেষ হইলে বেবাকতেই পাইবেন।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০০

রাশেদ বলেছেন: নেহি নেহি! এইটা দুইদিন ধরে খেতে হবে, আমার পুরাটাই লাগপে। :P

৭৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ক্যাম্পেইনের পিলাস... কথা শুইনা বিশাল মজায় ছিলা মনে অইল... মজা পাইছি...

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০০

রাশেদ বলেছেন: হা হা! যাক, ক্যাম্পেইনটা কাজে দিছে। :D :D

৭৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

মাহবুব সুমন বলেছেন: বিয়া করার আগে খিচুরী অনেক খাইছি,

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০০

রাশেদ বলেছেন: হ! মৃত মানুষদের খিচুরি খাওয়া লাগে না। :P

৭৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

অক্ষর বলেছেন: ব্লগ আড্ডা ডাউনলোডের লিঙ্ক

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৯

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু কষ্ট করার লাইগা। :D

৭৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

েজবীন বলেছেন: বালকেরা লাইন দিয়া রান্নায় বসলো ক্যান??!!!! :P

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৯

রাশেদ বলেছেন: বালিকার অভাবে! :P

৭৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৬

সুহেল রাজজ বলেছেন: ভাইয়া তোমার এত কষ্ট ভাল লাগে না । ভাবী কে বলল না কি?কি ব্যপার আমাকে মনে হয় ভুলে...........।ভাইয়া ৩০ তারিখ আমার জন্ম দিন তুমি ...............।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৯

রাশেদ বলেছেন: খাইছে! কেঠা বে!

৮০| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

বরুণা বলেছেন: সবাই খিচুড়ী রান্ধে কেন??

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮

রাশেদ বলেছেন: খিচুড়ি দিবস গেছে যে! :P

৮১| ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮

প্রলয় হাসান বলেছেন: তোমার প্রোফাইলের লেখা পড়ে হাসতে হাসতে শেষ!!:)


শো কেসে রাইখা দিলাম। পড়ে পড়মু। দোউরের উপ্রেয়াছি! /:)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮

রাশেদ বলেছেন: হা হা! আইচ্ছা।

৮২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: খিচুড়ি রান্না যত সোজা ততকঠিন বুঝলা?
ভালো থাকো রাশেদ...........।
গান শুনে কি বলছিলা মনে আছে?
তোমাকে ১০০ টা মাইনাস।
ভালো থাকো।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮

রাশেদ বলেছেন: হু, টের পাই প্রতিবাদ রান্নার সময়ে। পানি কম বা বেশি হয়। তারপর পানি ঠিক করতে যেয়ে প্রতিবার ল্যাটকা খিচুরি হয়ে যায়। :D :D

হি হি! সবাই শুনতেছে দেখে কম কম বলছিলাম। :P

৮৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

ঝুমী বলেছেন: রাশেদ ভাই, কেমন আছেন? খিচুড়ীর ছবি কোথায়? +:)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৭

রাশেদ বলেছেন: ছবি দিয়ে বেইজ্জত হবো নাকি! :D

আছি ভালোই। আপনার খবর কি?

৮৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১২

নাজনীন খলিল বলেছেন:
আমার জন্য ফ্রিজে একটু রেখেছো? নাকি নিজেই সব খেয়ে ফেলেছো?

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৭

রাশেদ বলেছেন: হি হি! ফ্রিজে আছে। তবে কাউকে দেয়া যাবে না। রাতে আবার খেতে হবে। :P

৮৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৭

তারার হাসি বলেছেন: এটা কোন রেসিপি না , আন্দাজে বলেছে বিমা।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৭

রাশেদ বলেছেন: এই রিসিপি দিয়েই তো রান্না করলাম। কালকে খেলাম, আজকেও খাবো! :|

৮৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৫

নরাধম বলেছেন: বুঝতাছি তোমার বাথরুমে অনেকবার দৌড়াতে হইছে এই খিচুড়ি খাইয়া!

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৭

রাশেদ বলেছেন: নেহি নেহি! লবণ একটু কম হইছে, খিচুড়ি ল্যাটকা ও গায়ে গায়ে লেগে থাকার মত হইছে, সবজি একটু কম সিদ্ধ হইছে লেটে দেয়ার জন্য। কিন্তু মজা হইছে খুব! :|

৮৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০

নিঃসঙ্গ বলেছেন: দুনিয়ার ব্যাচেলার এক হও :|

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৪

রাশেদ বলেছেন: আর খিচুরি রান্ধো! :|

৮৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪১

মেঘাচ্ছন্ন বলেছেন: নেন, একটা পিলাচ নেন...ক্যাম্পেইনের পিলাচ....!

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৬

রাশেদ বলেছেন: হে হে! থ্যাঙ্কু। :D

৮৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৭

নিঃসঙ্গ বলেছেন: ক্যাম্পেইনের পিলাচ....! =p~

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৮

রাশেদ বলেছেন: হে হে! :D

৯০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৯

নরাধম বলেছেন: লেখক বলেছেন: নেহি নেহি! লবণ একটু কম হইছে, খিচুড়ি ল্যাটকা ও গায়ে গায়ে লেগে থাকার মত হইছে, সবজি একটু কম সিদ্ধ হইছে লেটে দেয়ার জন্য। কিন্তু মজা হইছে খুব!








হেহেহেহে.........এত কিছু উল্টাপাল্টা হওয়ার পরও মজা হইছে!! তোমার বালিকারে তাড়াতাড়ি ঘরে আনা দরকার, তারে দিয়ে রান্না করাও!

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৮

রাশেদ বলেছেন: নেহি! আসলেই মজা হইছে। :( :|

৯১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৪

প্রলয় হাসান বলেছেন: ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০ নিঃসঙ্গ বলেছেন: দুনিয়ার ব্যাচেলার এক হও
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৪
লেখক বলেছেন: আর খিচুরি রান্ধো!

হাসতে হাসতে মইরা যাইতেছি=p~

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৯

রাশেদ বলেছেন: তুমিও রান্ধো! :D

৯২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৭

মেঘাচ্ছন্ন বলেছেন: টুশকির পোস্টে আমারে মিথ্যা অপবাদ দেয়ায় পাওনা থ্যাঙ্কু ওয়েল্কু কিছুই পরিশোধ করলাম না....!

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৯

রাশেদ বলেছেন: খাইছে! কি অপবাদ দিচি! ভুইলা গেচি! :|

৯৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৭

নিঃসঙ্গ বলেছেন: প্রলয় ভাই লাইভ খিচুড়ি রান্দনের বেবস্থা হইতেছে :D

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৯

রাশেদ বলেছেন: হো হো! ব্যাচেলররা খিচুরি রানপে! :D

৯৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪১

প্রলয় হাসান বলেছেন: আমি তো বহুত আগেই রাইধা বইসাছি রাশুদা:P

Click This Link

সেইটাও কি লাইভ রেডিওকাস্ট করা হইব নাকি?@নিসসংগো।:D

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৩

রাশেদ বলেছেন: আমার রেসিপি ইশটাইলে রান্ধো! :P :P

৯৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৩

হাসিব বলেছেন: কিন্তুক লাইভ টেলিকাস্টের আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে ? টাকা পয়সা খরচাপাতি ছাড়াই কোন সল্যুশন বের করতে হবে ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৫

রাশেদ বলেছেন: টেলিকাস্ট মুনে হয় করা যাবে পয়সা ছাড়াই।

৯৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৪

ড্রাকুলা বলেছেন: আপনাকে কবে ব্লক করেছি মনে নাই। সরি। দেখি ব্লক খোলে কেমনে?

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৮

রাশেদ বলেছেন: :)

৯৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৪

নিঃসঙ্গ বলেছেন: ঐটা লাইভ রেডিও হবে না হবে লাইভ টিভিকাস্ট =p~

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৮

রাশেদ বলেছেন: হো! :D

৯৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৮

নিঃসঙ্গ বলেছেন: হোস্ট বলবে আমরা এখন চলে যাচ্ছি হাসিব ভাইয়ের রান্না ঘরে =p~ উনি চুলা এখনো জ্বালান নাই তাই আমরা বিমার রান্নার ঘরের দিকে যাই। বিমা পাতিল ধুইতেছে... দেখি ঐ দিকে রাশেদ কি করে... আরে রাশেদ তো দেখি রান্নায় মহা ব্যাস্ত এখন কি দিয়ে খিচুড়ি খাওয়া যায় তাই নিয়ে রাশেদ চিন্তিত =p~

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫০

রাশেদ বলেছেন: হা হা! আমার খিচুরি রান্তে টাইম লাগে না! :P

৯৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৯

ড্রাকুলা বলেছেন: খুইলা দিছি। মনে পড়েছে যখণ ব্লক করেছিলাম, তখন নতুন এসেছিলাম। যাই হোক........এখন আর ব্লক নাই। জানানোর জন্য ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫১

রাশেদ বলেছেন: ধন্যবাদ। :)

১০০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫০

হাসিব বলেছেন: কেমনে করা যায় ? পালটক ? নাকি অন্য কিছু ?

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫২

রাশেদ বলেছেন: http://www.ustream.tv/live এইটা দিয়ে করা যায় মনে হয়। পাল্টক সম্পর্কে আইডিয়া নাই। :(

১০১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫০

হাসিব বলেছেন: ভালা কথা ছেপ করছে তুমারে ?

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

রাশেদ বলেছেন: হু! দুই তিন পরেই করে দিছে। রিফাত হাসানরে গাইল দিয়া জেনারেল হইছিলাম। :)

১০২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৪

নিহন বলেছেন: তেমন ভালো হইনি ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৬

রাশেদ বলেছেন: খুব মজা হইছে। :(

১০৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৫

দূরন্ত বলেছেন: খিচুড়ির গন্ধে আবার আইসা পড়লাম।
না খাওয়ানো পর্যন্ত যামুনা ভাবতেছি..... :P

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৬

রাশেদ বলেছেন: না না নেহি নেহি! দেয়া যাবে না! আজকে রাতেও খেতে হবে আমারে! :P

১০৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৬

হাসিব বলেছেন: ইউস্ট্রিমে তো দেখলাম একজনই দেখায় বাকিরা দেখে । আমি চাইতেছি অনেকগুলা শো । যেমন আমি চাইলাম তোমার চুলায় কি হৈতেছে সেইটা দেক্তে । আমার আমার চুলাটাও দেখালাম ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৭

রাশেদ বলেছেন: ও! তাইলে আইডিয়া নাই।

১০৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০১

দূরন্ত বলেছেন: ক্ষিদা লাগছে তো..... :(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৩

রাশেদ বলেছেন: আহারে! :(

১০৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০১

প্রলয় হাসান বলেছেন: হাসিব ভাইয়ের শেষের কমেন্টা পইড়া একটা দুষটু বুদ্ধি মাথায় আসছে:D

১০৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৩

হাসিব বলেছেন: খুইল্লা কও কতবেল । (লুল কি কৈলো গত রাইতে ?)

১০৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৪

প্রলয় হাসান বলেছেন: তোমার ইসটাইলে রানলে আমার রেপুটশেন নস্ট হইয়ে যাইবে /:)

১০৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৫

প্রলয় হাসান বলেছেন: লুল আইসাই কয় "সাজি কি চলে গেছে?"


১১০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৬

প্রলয় হাসান বলেছেন: ঐটা কওন যাইব না আপনারে। আপনে বড় ভাই'র মত। মুরুব্বি মানুষ।:#>

১১১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১১

হাসিব বলেছেন: খেক খেক খেক ! রাশেদ নাকি কি কৈছে লুলরে ?

১১২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

হাসিব বলেছেন: ‌আমি শুধু বড় ভাইই না । তুমার টিচারও লাগি । এক্কালে টেইফে ইন্তারন্যাশনাল বিজনেস পড়াইতাম । এগিলি ব্যাপার নাহ । কয়ালাও ঝটপট ।

১১৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৯

প্রলয় হাসান বলেছেন: প্রথম খোচাটা রাশূদাই মারে লুল্রে-

বিটিবিটিবিরে মাইনাস। কালুদার লাইন দিলো এতক্ষন পরে।

বাকি গুলা ইট্টু পর কইতাছি। ক্লিপের ৩০ মিনিট পর থেকে শুনেন। ঐ টাইমেই লুল আসছিলো। @হাসিব ভাই।

১১৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২০

প্রলয় হাসান বলেছেন: কইলে যদি মডুরা আমারে ব্যানায়!:P

১১৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৬

হাসিব বলেছেন: কুন ফাইলটা ? লিঙক দ্যাও ।

১১৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৮

প্রলয় হাসান বলেছেন: http://www.mediafire.com/?m5zhyzodycn

১১৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৯

প্রলয় হাসান বলেছেন: লুলে তাজিনাপুকে বলে "আরে বাবাহ, তোমার গলা শুনতে পারব ভাবতেই পারিনি।"

একটু পর বলে- "আামার মনে হচ্ছে আমি তাজিনের সাথে ওর ডাইনিং টেবিলে বসে খাচ্ছি!"

১১৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩১

প্রলয় হাসান বলেছেন: জানাপু বলে - "আমি অনেক্ষন ধরে ট্রাই করছি, কেউ ফোন ধরছে না। আমার কান্না পেয়ে যাচ্ছিলো।"

মাঝখান থেইকা লুল কয় - "একি অবস্থা আমারো।"

১১৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৬

প্রলয় হাসান বলেছেন: তানজু আসার পর লুলে পাগল হয়া যায়, খালি জিগায় "তানজু রহমান কোথা থেকে? খালি জিগায় তানজু রহমান কোথা থেকে?"


রাশুদা কয় আরেকটা প্লানেট থেকে।:D

১২০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪০

হাসিব বলেছেন: শুন্তে হৈবো । কিন্তু দাউনলোদ স্পিডের তো করুন অবস্থা

১২১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬

প্রলয় হাসান বলেছেন: এরপর লুলে কয় - "আমি কি অনলাইনে আছি নাকি নাই?"
পরে রাশুদা দিসে ধমক!

- হ্যাঁ আছেন। এইটা কে বলতেছেন?
- আমি কালপুরুষ বলছি। (মিনমিন কইরা)
- ও আচ্ছা। আমি রাশেদ। কয়দিনাগে আপনার পোস্টে তো মাইনাস দিছিলাম একটা।
- কুনু অসুবিধা নেই। কুনু অসুবিধা নেই। আমার পোস্টে যারা দেয় আমি কিন্তু খুশী হই। মোটেও রাগি না। এই কারনে যে সবাই আমার পোস্টা পড়েছে অন্ততঃ। আমি পোস্ট দিলেই হাসিব, প্রলয় হাসান, আইজুদ্দিন এরা মাইনাস দিবে গ্যারান্টি। সেইটা ব্লগের যত ভাল পোস্টই হোক না কেন।
- না আমি আপনার লেখা না পইড়াই মাইনাস দিছি। জানাপু আমারে জেনারেল করছে। এই দুঃখে বাইরায়াই দেখি আপনার পোস্ট। দিছি মাইনাস।=p~
-কুনু অসুবিধা নেই। কুনু অসুবিধা নেই।
-আইচ্ছা ঠিকাছে যান। আপনারে আরো কয়েকটা মাইনাস দিয়াসবোনি। মাঝখানে বন্ধ ছিলো কিছুদিন, এখন থেইকা রেগুলার দিয়াসবো, এত কইরা রিকুস্ট করতেছেন!:D

১২২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮

হাসিব বলেছেন: গর্দভটা ভাবে তার ঐ টিনএজ ছড়া মাইনসে পড়ে ! এতো রাইতে কৈ যাই !

১২৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩

প্রলয় হাসান বলেছেন: উফ জঘইন্য এই লুলামি!! /:)

হা হা। টিনেজ ছড়া!!! ভাল কইছেন হাসিব ভাই। !!=p~

১২৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০১

টুশকি বলেছেন: আপনারা এগুলা শুরু করছেন কি? আজকে খিচুড়ী খাইছি বলে পোস্টে আসছিলাম খিচুড়ীমূলক কমেন্ট করতে
খিচুড়ীর পোস্ট দেখি আর খিচুড়ী নাই

১২৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৫

প্রলয় হাসান বলেছেন: আপনরে কমেন্ট আপনে কইরা যান গা, মানা করছে কে? তয় পিউর খিচুড়ী মার্কা পোস্ট আর কমেন্ট পাইতে চাইলে আমার পোস্টে যান গা। ৯৪ নং কমেন্টে লিংক দিসি।:D

১২৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৫

প্রলয় হাসান বলেছেন: @টুসকি

১২৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১০

হাসিব বলেছেন: লুল জানার কথা শুইন্যা হেহে করতে করতে উল্টায় পড়তেছিলো

১২৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৬

প্রলয় হাসান বলেছেন: হ। জানাপুরে কয় এইকমর একটা লাইভ আড্ডার আয়োজন কইরা সেইটা ভিডু কইরা লাইভ টেলিকাস্ট করাইতে। আমি মনে মনে কই ফোনেই তোমার লুল ঝরতাছে, ভিডু ক্যামেরা থাকলে যে কি হ্ইব আল্লাহ মাবুদ জানে। পুরা না ইসট্রিপ শো কইরা দেয়!!

১২৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৮

প্রলয় হাসান বলেছেন: জানাপুর ঐ কথার লগে লুলেও কয় আমার একি অবস্থা ! তার মানে ওর-ও কান্না পাইতেছিলো!! :D


লুলরে পচানোর লাইগা রাশুদার কপালে চুম্মা!! :D(সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ কগু কেস না কইলাম)

১৩০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৯

হাসিব বলেছেন: ঘটনা সেইটা না । সে সামু অফিসে গিয়া কিছু লুলানির ধান্দা পাইবো ।

১৩১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২০

বিষাক্ত মানুষ বলেছেন: হাসিব ভাই .. লাইভ ভিডু কেমনে কি !! আমার তো পিসির লগে ক্যাম .. কিচেন পর্যন্ত যাইবো না

১৩২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:২৬

প্রলয় হাসান বলেছেন: হ। লুলের বাসায় কাচ্চি বিরানির পাটিতে জানাপু স্বপরিবারে থাকে, আবার সামু অফিসের "বিদেশী কোকের" পার্টিতেও লুলরে দেখা যায় (তয় সপরিবারে না। লুল কখনই আড্ডা বা পার্টিতে ওর বউরে আনে না, খেয়ার কইরা),


এইসব লুলামির ধান্ধা কেমনে বাইরাইসে সেইটা এদ্দিনে কিলিয়ার হইলো!

১৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩০

হাসিব বলেছেন: আমি শহরে আছিলাম না । হাইডেলব্যর্গ গেছিলাম পুলাপানের লগে মৌজ করতে । থাক্লে ফুনাইতাম । তয় লুলের পিছনে লাগায় হেরা আমারে ব্যানও কৈরা দিতারতো ।

১৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২২

চিটি (হামিদা রহমান) বলেছেন: পদ্ধতি তো খুব সহজ! আমি কখনো এভাবে করি নাই। সব সময় পুরানো নিয়মে করি।

কেমন আছেন?

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৪

রাশেদ বলেছেন: আছি ভালোই। আমারটা শর্টকাট ইশপিশাল বিরিয়ানি! :P

১৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: bashay jedin special khichuri thake , mone mone akashe uri . Office e onno kono din lunch kori ba na kori , wednesday te miss hoi na , karon shedin khichuri ranna hoi. Buet e hall e bhor hoye jabar por o jege thekechi , shudhu shohag er khichuri kheye ghumabo bole . Bolte paren ami ritimoto khichuri freak.

Apnar letka type khichurir kotha shuneo matha ta gorom hoye gelo

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪১

রাশেদ বলেছেন: হা হা! আমারো খিচুরি খুব পছন্দ। বিশেষ করে গরুর মাংস বা ডিম ভাজি দিয়ে। মেডিকেলের ক্যান্টিনের খিচুরি খাও নাই?

ক্যাফেতে মনে হয় বারো টাকা দিয়ে খিচুরি বেচতো। ভুলে গেছি। :(

১৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫

ভাইরাস! বলেছেন: এইসব ভুংভাং খিচুরী না খায়া একটা বিয়া করো, তারপর বউ রানবে আর তুমি খাবা

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

রাশেদ বলেছেন: হা হা! বিয়ার দিরং আছে! :(

১৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫১

অক্ষর বলেছেন: সব ঝামেলা খালি আমার হয় ক্যা?:(:(:(:(:(:(:(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

রাশেদ বলেছেন: হা হা! =p~

১৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫২

চিটি (হামিদা রহমান) বলেছেন: ইশপিশাল বিরিয়ানি! একদিন ট্রাই করুম ।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

রাশেদ বলেছেন: চরি! :| ইশপিশাল খিচুরি হইবেক! :|

১৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০২

অক্ষর বলেছেন: মিয়া আপ্নে হাসেন, দেখার জন্য এই মাত্র আইডি খুল্লাম

না খুল্লেও দেখতাম জানি, তার্পরেও খুলছি

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৬

রাশেদ বলেছেন: হা হা! কিচ্চু হইবে না তোমারে দিয়া। সলিউশন দিছি কিছু, পইড়া দেখো।

১৪০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

অক্ষর বলেছেন: কাম হয়, এখনো আহে না

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৫

রাশেদ বলেছেন: তুমারে মাইনাস! X(

১৪১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৯

অক্ষর বলেছেন: সমস্যা তো হৈবৈ, মিয়া সমাধান দিতে পারো না লজ্জ্বা করে না

আবার মাইনাস দাও

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

রাশেদ বলেছেন: ঐকানে আবার প্রশ্ন দিচি আরো। তোমার ব্রাউজার কি?

১৪২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২১

ইরতেজা বলেছেন: ভুখা এক প্রবাসী ব্লগারকে খিচুড়ি এর লোভ দেখানোর লাইগা তোরে মাইনাচ :)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৪

রাশেদ বলেছেন: হে হে! রাইন্ধা ফেলো! আধা ঘন্টা লাগে মাত্র। :P

১৪৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৯

অক্ষর বলেছেন: দুইটাই আছে, কিন্তু একটাতেও আসে না

আর আপডেটও করা আছে

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪

রাশেদ বলেছেন: লিঙ্ক দিচি একটা। দেকো।

১৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

আইরিন সুলতানা বলেছেন: লেখক বলেছেন: খিক খিক! তোমার গান শুনে খিচুরি খেতে ইচ্ছা করতেছিলো! :P :P
=============

X( X( X(

(কাঠবেড়ালী ও খুকি'র সেই ছড়ার কয়টা লাইন মনে পড়সিল....কিন্তু থাক বদদোয়া দিলাম না ....)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬

রাশেদ বলেছেন: খিক খিক! লাভ নাই! খিচুরি প্রায় শেষ! :P

১৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

অক্ষর বলেছেন: ঐটাতেই আহে না (আম্মাআআআআ আমি কান্দুম)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

রাশেদ বলেছেন: হায়রে! এক্সপি না?

১৪৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩

লেপার্ড বলেছেন: আমার্বারি কি দেক্তে গেসিলেন?
কইলাম সাময়িক পোস্ট। দিসে জেনারেল করে।বুঝেন খালেদার নাত্নির জন্য কত জনের কম্পিটিশ্ন ;)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

রাশেদ বলেছেন: হ! দেকে আসলাম। :D :D

নাত্নি কি সোন্দর নাকি! ;)

১৪৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫

অক্ষর বলেছেন: আরে ভাই এভিজি আপডেট নিতোনা, পরে নড৩২ দিছি, এখন ঐটাও নেয় না

পরে নতুন কৈরা উইন্ডোজ ইন্সটল দিছে, এখনো এন্টিভাইরাস আপডেট নেয় না

কিছুই পারি না:(

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০০

রাশেদ বলেছেন: কয় কি! এত্তো সমস্যা হইবো ক্যা!

১৪৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯

লেপার্ড বলেছেন: বনানীর জামাল ভাইর বৌ [ ] এর লাহান

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০০

রাশেদ বলেছেন: উরে উরে! দিল কি চাক্কু! :D

১৪৯| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০১

তামিম ইরফান বলেছেন: আমিও আজকা খেচুরী রাধবো/:)

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

রাশেদ বলেছেন: আহারে! :(

১৫০| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

অক্ষর বলেছেন: জানি না তো, নাকি এই শালার প্রোভাইডার্গো লেইগা?

২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

রাশেদ বলেছেন: এমুন খতরনাক আইএস্পি হবার কথা না! :|

১৫১| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

অক্ষর বলেছেন: টিভির উপর রাইট ক্লিক কর্লে, Ustream.tv আশে, অইখানে গেলে আবার রেডিও ঠিকই বাজে

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪

রাশেদ বলেছেন: তোমার ফাডা কপাল! X( :-P

১৫২| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

নীল অরন্য বলেছেন: স্যালাইন কয় প্যাকেট খেয়েছেন রাশু ভাই

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪

রাশেদ বলেছেন: ওহে! আমার রান্না বেশ ভালো! :P

১৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

টুশকি বলেছেন: আমি রাঁধিনাই
খালা রান্না করে আনসিলো,
আর আমি খাইসি

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪

রাশেদ বলেছেন: কি মজায় আছেন! /:)

১৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

কাঙাল মামা বলেছেন: আরে মামা!!! ঐদিন আপনার গলা শুনলাম আড্ডাতে......"আমি রাশেদ.......আমি রাশেদ".............হিহিহিহি.....বেপক চুইট ভয়েজ :``>>

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৩

রাশেদ বলেছেন: খিক খিক! কি করুম, কেউ আমার গলা শুনে না। :( :P

১৫৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

কন্টক বলেছেন:
ঐ টা খিছুড়ির াল হৈছে, সুন বালক :

প্রথমে মুগ ডালকে ফ্রাই প্যানে হালকা ভাজিয়া লইবা। ঠান্ডা হৈলে কিছহুসময় ভিজায়া রাখিবা।
হান্ডিতে ঘৃত গরম করিয়া একটা বড় পিয়াজ কুঁচি রসুনকুঁচি ভাজিয়া ব্রাউন বানাইবা।
৫/৬ টা করিয়া লং এলাচ দার চিনি গওল মরিচ একটা তেজপত্র সামান্য হলুদ সামান্য টমেটো পেষ্ট একটু পানি সমেত হান্ডিতে হালকা ভাজা পিয়াজে ডালিয়া হালকা কষায়া চিনিগুড়া চাইল আর মুগডাইল ডালিয়া সবগুলারে ১০ মিনিট নাড়িবা। তারপরে ২ পট চাউল ডাউল যদি দাউ তাইলে মধ্য আঙ্গুলির দুই ডিরার চাইতে একতু বেশী পানি দিয়া ঢাকিয়া রাখিবা। ব্যা ১/২ ঘন্টা পরে নামায়া খাই্্তে শুরু করিবা।

এটা হান্ডিতে রান্দন প্রনালী

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৩

রাশেদ বলেছেন: খাইছে! এত্ত কষ্ট কইরা রান্নার শখ নাই! :D

১৫৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

অপহন্তা বলেছেন: হুম!

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

রাশেদ বলেছেন: হুমম...

১৫৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২০

নিহন বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

রাশেদ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।

১৫৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

জয়িতা বলেছেন: এ দেখি আরেক বাবুরছিইইইইইই!!!!!!!!!!!!!!!!!!!!এদের যে কি হইব।রানতে রানতে জীবন তেজপাতা।বউরে রাইন্ধা খাওয়াতে হবে খোকা।বুঝেছ?

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

রাশেদ বলেছেন: হা হা! রান্না কুনো ব্যাপারসই না। :P :P

১৫৯| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৩

অপ্‌সরা বলেছেন: সব দিন গুলো রঙিন হয়ে উঠুক। নতুন বছরের শুভেচ্ছা রইলো।অনেক অনেক সাফল্যে ও আনন্দে ভরে উঠুক আগামী দিনগুলো।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

রাশেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১৬০| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৯

উত্তরাধিকার বলেছেন:
এই ল্যাটকা খিচুরি কিন্তু আমার খুব খুব প্রিয়।
সাথে ঝাল দিয়ে ডিম ভুনা।
আর আচার...

জিভে পানি এসে গেল যে !
:(

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

রাশেদ বলেছেন: আহারে! কি আর করা! :D :D

১৬১| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২২

প্রণব আচার্য্য বলেছেন:

গপ্ গপ্...

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২১

রাশেদ বলেছেন: বেশ মজা হইছে না! :D

১৬২| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩২

ম্যাভেরিক বলেছেন: যেহেতু ২ গুণ পানিতে কখনো কম কখনো বেশি হয়, পানি দিতে হবে ১~৩ গুণ এর মাঝামাঝি। কিছু চলক প্যারামিটার ধরে কয়েকবার খিচুড়ি রান্না করলেই চলকগুলির সংবেদনশীলতা ধ্রুবকগুলি বের হয়ে যাবে! তখন আর সমস্যা হবে না। :) :)

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

রাশেদ বলেছেন: হো হো! কোনো রিপোর্ট লেখতেছেন নাকি! :P :P

১৬৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

সাইফুর বলেছেন: রাশু ভাইরে শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। :)

১৬৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

অদৃশ্য বলেছেন: রাশেদ ভাই..........নববর্ষের শুভেচ্ছা।

অনেক ভালো থাকুন। খিচুরিটা ট্রাই করবো।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

রাশেদ বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

১৬৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫২

মৈথুনানন্দ বলেছেন: happy new year :)

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২০

রাশেদ বলেছেন: তোমারেও শুভেচ্ছা।

১৬৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫২

মৈথুনানন্দ বলেছেন: ধ্যাত - পড়ে গেলো

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯

রাশেদ বলেছেন: ব্যাপারস না।

১৬৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

ঝুমী বলেছেন: আমি বেশ আছি।:)
শুভ নববর্ষ। নতুন বছর আপনার অনেক অনেক সুন্দর হোক, আর অনেক অনেক লেখালেখির পোস্ট দিন এই কামনাই করি।:D

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯

রাশেদ বলেছেন: হা হা! থ্যাঙ্কস। দেখা যাক। :)

১৬৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:১৪

নিহন বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯

রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬৯| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯

প্রাকৃত বলেছেন: তোমার ফর্মূলায় ট্রাই নিছিলাম:)

আহা!যা বস্তু হইছিল!!:-P

রাশেদ ভাই খিঁচুরির দাওয়াত রইলো;)

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯

রাশেদ বলেছেন: রানতে পারে না, একন আমার রেসিপির দুষ! :-P

১৭০| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৬

আউলা বলেছেন: কয় বোতল? ;)

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭

রাশেদ বলেছেন: খাইছে! :|

১৭১| ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৭

রাজর্ষী বলেছেন: শুভ নববর্ষ!

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৩

রাশেদ বলেছেন: থ্যাঙ্কস।

১৭২| ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪

কুম্ভকর্ণ বলেছেন: রাশুদা দুইটা পোস্ট ফ্লাডিং মার। নোংরা ছবিটা প্রথম পাতা থেকে চলে যাক।

১৭৩| ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:২৮

নরাধম বলেছেন: থ্যাংকু রাশুদা।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪২

রাশেদ বলেছেন: :)

১৭৪| ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৫

প্রিয়তমা বলেছেন: !:#P নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই !!!

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩

রাশেদ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। :)

১৭৫| ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩১

নিবিড় বলেছেন: হ্যপি নিউ ইয়ার ড়াষু ভাই!!!!!!!!

আপনে কই থাকেন ?লন্ডন??

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩

রাশেদ বলেছেন: আপনাকেও হেপ্পি নিউ ইয়ার।

হু, লন্ডনের কাছাকাটি এক টাউনে।

১৭৬| ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৭

নুশেরা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
নতুন বছরে পার্ফেক্ট খিচুড়ি হোক :)

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০০

রাশেদ বলেছেন: হেপ্পি নিউ ইয়ার।


ঐটা প্রায় পারফেক্ট খিচুরি ছিলো! :P এর থেকে ভালো আমার দ্বারা ইহ জনমে সম্ভব না। :(

১৭৭| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১৪

নুশেরা বলেছেন: কিছু টিপস।

চাল:ডাল=২:১
সে হিসেবে আড়াই পট চাল + দেড় পট ডাল। মোট চার পট।

চার পট চাল-ডালের জন্য আধাপট তেল।

পানি দিতে হবে ফুটন্ত। তাই আগেই আরেকটা পাতিলে পানি গরম দিতে হবে। ৪ পট চাল-ডালের জন্য ৭ পট পানি। কিছু বাসমতী চাল আছে অল্পেই গলে যায়। সেরকম চাল হলে সাড়েছয় পট পানি। পানি দিয়ে নেড়েই ঢাকনা দিতে হবে। পুরো পানি অ্যাবজর্বড হয়ে চাল সমান হওয়া মাত্র ঢাকনা বন্ধ অবস্থায় আঁচ কমিয়ে সর্বনিম্ন করতে হবে বা রাইস কুকার হলে ওয়ার্ম মোডে রাখতে হবে ২০-৩০ মিনিট।

পোলাও, খিচুড়ি, ডাল-- এগুলোর স্বাদ বহুগুণে বেড়ে যায় ফ্রেশ আদাকুচি ব্যবহার করলে। একবার ট্রাই করলেই ফল পাবেন। তেলে মসলা ভাজার সময় পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তখন আদা দিতে হয়, নইলে আগেই পড়ে যায়।

১৭৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১৪

নুশেরা বলেছেন: কিছু টিপস।

চাল:ডাল=২:১
সে হিসেবে আড়াই পট চাল + দেড় পট ডাল। মোট চার পট।

চার পট চাল-ডালের জন্য আধাপট তেল।

পানি দিতে হবে ফুটন্ত। তাই আগেই আরেকটা পাতিলে পানি গরম দিতে হবে। ৪ পট চাল-ডালের জন্য ৭ পট পানি। কিছু বাসমতী চাল আছে অল্পেই গলে যায়। সেরকম চাল হলে সাড়েছয় পট পানি। পানি দিয়ে নেড়েই ঢাকনা দিতে হবে। পুরো পানি অ্যাবজর্বড হয়ে চাল সমান হওয়া মাত্র ঢাকনা বন্ধ অবস্থায় আঁচ কমিয়ে সর্বনিম্ন করতে হবে বা রাইস কুকার হলে ওয়ার্ম মোডে রাখতে হবে ২০-৩০ মিনিট।

পোলাও, খিচুড়ি, ডাল-- এগুলোর স্বাদ বহুগুণে বেড়ে যায় ফ্রেশ আদাকুচি ব্যবহার করলে। একবার ট্রাই করলেই ফল পাবেন। তেলে মসলা ভাজার সময় পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তখন আদা দিতে হয়, নইলে আগেই পুড়ে যায়।

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৯

রাশেদ বলেছেন: তেল কখন অ্যাড করবো? মানে খিচুরির সাথে তেলটা মিশাবো কখন?

১৭৯| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৮

তামিম ইরফান বলেছেন: শুভ নববর্ষ রাশেড ভাই

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু গুলাবি।

১৮০| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৭

চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকুন।

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮

রাশেদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১৮১| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৪

জেরী বলেছেন: *~*শুভ নববর্ষ *~*

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮

রাশেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮২| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৯

নীল অরন্য বলেছেন: শুভ নববর্ষ রাশুভাইয়া

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮

রাশেদ বলেছেন: থ্যাঙ্কস।

১৮৩| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪

মুকুল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা দোস্ত। :)

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু।

১৮৪| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪

মানবী বলেছেন: এমন পিঁয়াজ ছাড়া খিচুরী আগে কখনো দেখিনি :-* রেসিপিটা ট্রাই করবো ভাবছি!!! ধন্যবাদ শেফ রাশেদ।


খিচুরী রান্নার আমার রেসিপি আরো সহজ, এতো মশলা নেই :-)

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৭

রাশেদ বলেছেন: পিয়াজ আছে তো! ভুলে লেখি নাই। :(


৩. তার উপরে তেল পরিমানমত দিয়ে সামান্য হলুদ, জিরা, গরম মশল্লার গুঁড়ো দিয়ে দিন। লবনও এই সময়ে দিয়ে দিয়েন। পিয়াজ কেটে দিয়ে দিন। :P :|

১৮৫| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০

মানবী বলেছেন: ১৮৩ জন/মন্তব্য যখন পিঁয়াজ ছাড়া খিচুরীতেই সন্তোষ্ট, তাহলে পিঁয়াজ না দিলেও চলে মনে হয় B-)

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৫

রাশেদ বলেছেন: খিক খিক! লক্ষনে তাই বলে! :P :P :D :D

১৮৬| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১০

ভাঙ্গা পেন্সিল বলেছেন: হেপ্পি লিউ ইয়ারB-)

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০

রাশেদ বলেছেন: হে হে!

শুভ নববর্ষ!

১৮৭| ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪২

নুশেরা বলেছেন: আমার তরিকা হল আগে থেকেই মুগডাল টেলে রাখা। খুব অল্প আঁচে; অন্তত ১০ মিনিট নাড়াচাড়া করে। একবারে কেজি দু'য়েক টেলে রাখলে অনেকদিন যাবার কথা।

চাল:ডাল=২:১
সে হিসেবে আড়াই পট চাল + দেড় পট ডাল। মোট চার পট।

চার পট চাল-ডালের জন্য আধাপট তেল।

ডাল মিশ্রণে থাকবে মুগ আর মসুর। মুগডালই বেশী থাকলে ভাল। মসুর ডাল দুএক মুঠের বেশী না। মসুর ডাল যত বেশী ততই খ্যাতা হবার সম্ভাবনা :P । ছোলা বা বুটের ডালও সঙ্গে দিতে চাইলে একমুঠো আগের দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে।

চালডাল ধুয়ে ঝাঁঝরিতে রেখে পানি ঝরাতে হবে। আলাদা পাতিলে সাড়েছয়/সাতপট পানি মেপে ফুটতে দিতে হবে।

তেলের মধ্যে কিছুটা ঘি দিলে জোস হয়; মোট পরিমাণ কিন্তু চারপট চালডালের জন্য আধাপটের বেশী হবে না।

সেই তেল গরম করা।
--> আস্ত গরম মশলা (তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ; লবঙ্গটা অপশনাল) দেয়া।
--> এলাচ ফুলে উঠলে পেঁয়াজ স্লাইস দেয়া।
--> পেঁয়াজ ভাজা [দেশের বাইরে থাকলে পেঁয়াজ হাল্কা লালচে হওয়া জরুরী। কারণ দেশের পেঁয়াজের লেয়ারগুলো পাতলা, তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাইরে পেঁয়াজের লেয়ার মোটা হয়; সহজে সেদ্ধ হয়না, রান্নার পর চোখ পাকিয়ে থাকলে ভাল লাগেনা :P]
--> ফ্রেশ আদাকুচি দেয়া (রেডিমেড পেস্ট/মিন্স না)। আদা খুব দ্রুত ভাজা হয়ে যায়। ১০/২০ সেকেন্ডের ব্যাপার। নাড়তে হবে নইলে তলায় লেগে যাবে।
--> চালডাল দিয়ে একটানা নেড়ে মিনিট পাঁচেক ভাজা। এই স্টেপটা খিচুড়ির ঝরঝরে হওয়া নিশ্চিত করে। এই স্টেপে গুঁড়া মশলা না দেয়াই ভাল; পুড়ে যেতে পারে।
--> ফুটন্ত পানিটা দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মেশানো। মরিচ গুঁড়াটা এখানে রং-এর পারপাস সার্ভ করবে। তাই হলুদের চেয়ে কম মরিচ দিলেই চলবে। (ঝাল আর ফ্লেভারের জন্য পরে কাঁচামরিচ দিতে হবে)। জিরা-ধনের আসলে কোন ফাংশান নাই খিচুড়িতে। দেয়াটা বেকার।
-->সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ। আঁচ সর্বোচ্চ। পানি কিছুটা কমলে আঁচ মধ্যম। পানি একদম টেনে আসলে কাঁচামরিচ চিরে দিয়ে নেড়ে আবার ঢাকনা বন্ধ করে একদম সর্বনিম্ন আঁচে ২০-৩০ মিনিট রাখতে হবে।

আপনার পটের মাপটা (আয়তন) বললে লবণ, হলুদ, মরিচের পরিমাণ স্পেসিফিক্যালি বলে দেব। হ্যাপি কুকিং :)

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪০

রাশেদ বলেছেন: খাইছে! খিচুরি এতো কষ্ট করে রানতে গেলে উইকেন্ড ছাড়া সম্ভব না।


মেলা থ্যাঙ্কু এতো কষ্ট করে রেসিপি লিখে দেয়ার জন্য। :D :D

একদিন ট্রাই করবো। তবে সিউর না ঠিক কবে হবে। আমি খালি মুশুরির ডাল দিলে করতাম। মুগ মিশাতাম না। :(

১৮৮| ০১ লা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫১

প্রণব আচার্য্য বলেছেন:
মজা হইছে..
:D

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু। :D

১৮৯| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৮:১০

প্রলয় হাসান বলেছেন: রাশুদা, নববর্ষের শুভেচ্ছা তোমায়। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর তোমার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে তোমার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।



:D

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

রাশেদ বলেছেন: তোমারেও শুভেচ্ছা। :)

১৯০| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪

ক-খ-গ বলেছেন: শুভ নববর্ষ!

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮

রাশেদ বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভ নববর্ষ!

১৯১| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬

নিঃসঙ্গ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রাশেদ ভাই।

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

রাশেদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। :)

১৯২| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১২

নিবিড় অভ্র বলেছেন: শুভ নববর্ষ :)

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২১

রাশেদ বলেছেন: তোমারেও শুভ নববর্ষ!

১৯৩| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১২

রোডায়া বলেছেন: হ্যাপি নিউ ইয়ার৷ নতুন বছরের খিচুড়ি কই?

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২১

রাশেদ বলেছেন: হেপ্পি নিউ ইয়ার! রেসিপি দেয়া আছে বেশ কয়েকটা। যে কোনো একটা ফলো করে রেঁধে ফেলুন। :P

১৯৪| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪

নিবিড় অভ্র বলেছেন: উপোরক্ত মন্তব্যের সর্বস্বত্ত সংরক্ষিত, কুপি পেইস্টের জন্য নহে X(
:-P

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

রাশেদ বলেছেন: আগে ঐটা কোন কমেন্ট থেকে কুপি করচো সেইটা বলো! :P

১৯৫| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩

রুধীণ বলেছেন: "HAPPY NEW YEAR"

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫

রাশেদ বলেছেন: আপনি বেঁচে আছেন তাইলে! মেলাদিন কোনো খোঁজ খবর নাই।

শুভেচ্ছা রইলো আপনিসহ আপনার ফ্যামিলির সবার জন্য।

১৯৬| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:২০

রিসাত বলেছেন: গন্ধ রান্না!! মাইনাস!!

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:২১

রাশেদ বলেছেন: হ!

১৯৭| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৮

কঁাকন বলেছেন: হেপ্পি নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৬

রাশেদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। :)

১৯৮| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৭

আশরাফ মাহমুদ বলেছেন: আরে, এই পোষ্ট মিস করছি কিভাবে? :(

আমি খাইতাম চাই। :#)

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৭

রাশেদ বলেছেন: শেষ! :D

আজকে বিরিয়ানি রান্না করছি। :P

১৯৯| ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:২৯

ময়না কাঁটা বলেছেন: ৩৫৬ কমেন্টস!! বাপস!!
কেউ খিচুরীর ছবি দেখতে চাইলো না কেন। ছবি দ্যান, দেখি কেমন রাঁধেন.. ছবি দেখলেই বুঝতে পারবো :P

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৫

রাশেদ বলেছেন: ছবি দেখলে কেউ আর রান্না করতে চাইবে না এই রেসিপি দেখে! :P না দেখাই উত্তম। :P

২০০| ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩১

অক্ষর বলেছেন: শুভ নববর্ষ

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৬

রাশেদ বলেছেন: তেঙ্কু।

২০১| ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪১

পুসকি বলেছেন: হেপ্পি নিউ ইয়ার ড়াশু ভাইয়া:D

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৬

রাশেদ বলেছেন: হেপ্পি নিউ ইয়ার তোমারেও। :D

২০২| ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫০

অক্ষর বলেছেন: রাইতে কি হৈছিলো নিপুর নিক নিয়া?

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫২

রাশেদ বলেছেন: পোংটা ছবি দিয়ে পোস্ট দিছিলো।

২০৩| ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০০

অক্ষর বলেছেন: আহারে ছবিটা দেখতে পার্লাম না, মিস্কর্লাম

আপ্নে একটু কস্ট কৈরা ছবিটা দিয়া একটা পুস্ট দেন

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০২

রাশেদ বলেছেন: হা হা! সকালে মডু আমার পোস্ট ঘুইরা গেছে, আরেকবার আসুক তার শখ নাই। :D

২০৪| ০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:০৮

অক্ষর বলেছেন: ক্যা ঘুর্ছে ক্যা, কিছু কর্ছিলেন নাকি?

০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১১

রাশেদ বলেছেন: ফ্লাডিং পোস্ট দিছিলাম। ঐগুলা মুছার জন্য ঢুকেছিলো মনে হয়।

২০৫| ০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

নিবিড় অভ্র বলেছেন: প্রাকৃত বলেছেন: তোমার ফর্মূলায় ট্রাই নিছিলাম:)

আহা!যা বস্তু হইছিল!! :-P

রাশেদ ভাই খিঁচুরির দাওয়াত রইলো ;)


ভাগ্যিস আপনার খিচুড়ি খাইতে চাই নাই :-&

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯

রাশেদ বলেছেন: রেসিপিটা খারাপ না তেমন। :(

২০৬| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫০

চানাচুর বলেছেন: আমার কোনো রান্না খাওয়ার উপযোগী না হলেও খিচুরিটা অসাধারণ:-0

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১০

রাশেদ বলেছেন: তাই নাকি! আমার রেসিপি ফলো করো। তাইলে আরো মজাদার হবে। :P

২০৭| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৩

অক্ষর বলেছেন: কি হে!

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪

রাশেদ বলেছেন: কি বে!

২০৮| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

আউলা বলেছেন:

২০৯| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

আউলা বলেছেন:

২১০| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

আউলা বলেছেন:

২১১| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

আউলা বলেছেন:

২১২| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

আউলা বলেছেন:

২১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

আউলা বলেছেন:

২১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

আউলা বলেছেন:

২১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

আউলা বলেছেন:

২১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

আউলা বলেছেন:

২১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

আউলা বলেছেন:

২১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২

আউলা বলেছেন: ট্রায়াল দিয়া গেলাম। আশা করি পরবর্তীতে মনে রাখবা!!

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪

রাশেদ বলেছেন: ভয় পাইচি! :-P

২১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫

আউলা বলেছেন: ভয় পাও নাই!! একটুপর তো দিবা কমেন্ট অফ করে!!

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬

রাশেদ বলেছেন: হা হা! ডরাই নাকি! :P আগেরবার কিছু কইহচিলাম? :P

২২০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৬

আউলা বলেছেন: না কিচু কও নাই খালি কমেন্ট অফ কইরা কান্দন ধরচিলা!! হ্যা ক্যানো?!!

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৯

রাশেদ বলেছেন: দুই মাথা খারাপ পাগল আইসা পাগলামি করলে আর কি করুম! :(

২২১| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২২

আউলা বলেছেন: দাড়াও আমি আসতাছি ৩০মিনিট পর :(

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

রাশেদ বলেছেন: আমিও গেলাম। :(

২২২| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬

আউলা বলেছেন: র আ এ শ দ দিয়েও কিন্তু হয় একই কথা!! ;)

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৪

রাশেদ বলেছেন: :( কিচুই বলার নাই। :(

২২৩| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৭

আলী আরাফাত শান্ত বলেছেন: খালি খাওন দাওন?
আর কিছু নাই
মাইনাস রুপী প্লাস!

০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১

রাশেদ বলেছেন: হে হে! ভোগেই শান্তি। :)

২২৪| ১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২০

রাতুল" বলেছেন: খিচুরী খাইতে চাই। :(

১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩

রাশেদ বলেছেন: রেসিপি দেয়া আছে। :P

২২৫| ১৪ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৬

প্রীটি সোনিয়া বলেছেন: রাশেদ আছো কেমন....আমার অবস্থা ভালো না...নেট লাইন নাই তাই তোমাদের খবর নিতে পারছি না দেশ থেকে এসে....নেট লাইন চলে আসলে আবার ব্লগে নিয়মিত হবো.....:)

খিচুড়িটা বেশ মজার হয়েছে মনে হলো....খেয়ে দেখলে বলতে পারতাম মজা হলো কিনা...:|

ভালো থেকো।

১৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৪

রাশেদ বলেছেন: রেসিপি ফলো করো। :P :P

আচ্ছা, নেট আসলে নিয়মিত হইয়ো আবার। :)

২২৬| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: কি অবস্থা! তুমি নতুন ডিউটি পাইলা মনে হয়?! :P

এই পোষ্ট দেখে খিদা লাগছে :( (মাইনাচ দিবো কিনা চিন্তাইতাছি X( )

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

রাশেদ বলেছেন: ওহে! নয়া ডিউটি কি জিনিস! :P

রেসিপি মতো রান্না করো। ভালো হইবেক। :D

২২৭| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৬

শিবলী বলেছেন: তেল পরিমানমত!!!

কতটুক? :(

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

রাশেদ বলেছেন: এক বোতল। :(

২২৮| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১

জেমিনি বলেছেন: রাশেদ ভাই ভাল আছেন?

আমাকে না দিয়ে সব একল্ একলা খেয়ে ফেললেন :( কাজটা কি ঠিক করলেন :((..........

আপনার পেটে পোকা হবে।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

রাশেদ বলেছেন: খিক খিক! রেসিপি দেয়া আছে। রান্না করে খান। :P :P

২২৯| ২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওহে ছোকরা, কি অবস্থা?

২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৫

রাশেদ বলেছেন: পিচ্চি পুলাপাইনের দেখি সাহস বাড়ছে। :P

২৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৭

জেমিনি বলেছেন: জ্বী রান্না করেই খেলাম :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৭

রাশেদ বলেছেন: আমার রেসিপি দিয়ে তো! :P

২৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৩

আইরিন সুলতানা বলেছেন: আজকাল কি রান্না-বান্না ছেড়ে দিসো নাকি !!! :P

আমি সপ্তাহ দু'য়েক আগে মিট-লোফ রান্না করলাম...জীবনে প্রথম..নিজের রান্নায় সবার আগে নিজেই মুগ্ধ ...=p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৮

রাশেদ বলেছেন: মিট লোফটা কি জিনিস! :-* ইয়ে মানে, ঐটা কি আর কেউ খেতে পারছিলো! :P

২৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪০

আইরিন সুলতানা বলেছেন: X-( X-(


মানুষজন আমার রান্না খেয়ে প্রসংশায় পঞ্চমুখ ছিল ....

মিটলোফের বিভিন্ন রেসিপি ....http://allrecipes.com/Recipes/Main-Dish/Meatloaves/Beef/Main.aspx....দেখো এইটা কি ...

সব রেসিপি মিলায়ঝুলায় কিনবা কাটঝাট করে বানায় ফেলো এইবার...

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭

রাশেদ বলেছেন: এতো ঝামেলা করে কেডা! :-P

রান্না কইরা দাওয়াত আর টিকিট পাঠাও। :P

২৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪১

আইরিন সুলতানা বলেছেন: X-( X-( এই দুইটা মনে হয় এই রকম হওয়ার কথা - X( X(

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৭

রাশেদ বলেছেন: পুলাপাইন মানুষ! রাগ দেখাইতেও জানে না! :D =p~

২৩৪| ১৬ ই মার্চ, ২০১১ রাত ৮:২২

আইয়ুব(ঢাকা) বলেছেন: ভাই এতগুলো পোস্ট পড়তে অনেক সময় লাগলো।তবে আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.