![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের মাঝে কি কেউ আছো বন্ধু আমার , তবে বন্ধু নৌকা ভিড়াও মুছিয়ে দিব দুঃখ ব্যাথা................
গানের কথা : অনুপম রায়
গায়ক : অনুপম রায়
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাঁচের মতো
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবোনা
না না না না ...
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পার খোঁজার
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশে পাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না
না না ...........
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙ্গুলের ফাঁকে আমি কই ?
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেয়াজ-কলি ফ্রীজের শীতে
আমি ওবেলার ডালভাত ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না না
না না না .....
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার......
২| ২৬ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৫
নাঈম আহমেদ বলেছেন: কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজোনা আমায়
আশে পাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না
না না ...........
৩| ২৬ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৭
রুপ।ই বলেছেন: এই গানটার প্রথম দুই লাইন আমার profile msg। গানটা সুন্দর এবং কাব্যিক । ভাল গান শুনার জন্য আপনাকে ধন্যবাদ । movie টা কি দেখেছেন ?
৪| ২৬ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৬
গুগলরকস বলেছেন: আমাগো হাবিবরে যদি দাদারা পাইতো কাইন্দা মরতো, কারন ওদের সিনেমা অনেক এগিয়েছে কিন্তু মিউজিক পুরাই ফাউল
হাবিব গান ভালো গায় না বা সফটওয়্যার ব্যাবহার করে জানি, কিন্তু কম্পোজ এ তো আমি মনে করি ওর ধারে কাছে কেউ নাই
আর এই গানটা আমার ভালো লাগে না, ফাউল গান
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১২ ভোর ৫:০২
শফিউল আলম চৌধূরী বলেছেন: কিছু মাইন্ডে নিয়েন না। মেজাজও খারাপ হইতে পারে। আসলে এই গানটার প্রথম দুই লাইন আমার কাছে হাহাপগে টাইপের লাগে।
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
সমস্যা মনে না হইতে পারে, তবে ডিপে চিন্তা করেন। একজন মানুষ যদি নিজেকে নিজের মত গুছিয়েই নেয়, তাহলে তাকে অন্যের কাছে বলতে হবে না যে "আমাকে আমার মতো থাকতে দাও"। যদি অন্য মানুষই তাকে তার মত থাকতে দিল, তবে আর সে কি করে নিজের মত থাকল? বরং বলা যায় অন্যরা তাকে ছেড়ে দিল। আবার লক্ষ্য করলে দেখা যায় তিনি তাই চাচ্ছেন! তাহলে আবার তিনি কি করে নিজেকে নিজের মত গুছিয়ে নিলেন? পুরাই লুপের মধ্যে পড়ে যাই। এবং এই জন্যই আর বাকি লাইন গুলি শোনা হয় নাই।
মাইন্ড কইরেন না। ইউটিউবে লক্ষ-কোটি ভিডিওর প্রায় সব গুলিতেই যেমন লাইক আছে, সাথে কিছু ডিসলাইকও আছে। এই গানটি আপনার হয়ত ভাল লাগে, তাই শেয়ার করেছেন। কিন্তু আমার ভাল লাগে নি।
আমার কথা, আমি আমার মত আছি, কে আছিস আয় আমাকে আমার রাস্তা থেকে সরাবি।
ভাল থাকবেন।