নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম.......

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৩



আমার কিছু প্রহর ছিল
আলোয় রাঙ্গা, স্বপ্ন পাথর, মেঘের মত
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম।

কাজল আঁকা চোখের তারায়
একটুখানি আদর ছিল, স্পর্শ ছিল সুখের মত
সাতটি তারে বেজে উঠা গোপন ব্যথা,অশ্রু ফোঁটা-

এক মায়াবী কন্যা ছিল
পাহাড়সম দুঃখ ভেলায়, সমুদ্র স্নান
রোদ জোছনায় একটুখানি চুমুর মত, স্পর্শবিহীন।

আলতা পায়ে নূপুর সাঁজে
এক হৃদয়ের প্রলয় ছিল, এই হৃদয়ের বিষাদ মাঝে
একটু সুখের পলক ফেলা ,তানপুরাটার সুরের মত.........




মন্তব্য ৭৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: চমৎকার এবং প্রথম ভালো লাগা রইলো।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

শুভকামনা রইলো।

২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯

রিকি বলেছেন: আমার কিছু প্রহর ছিল
আলোয় রাঙ্গা, স্বপ্ন পাথর, মেঘের মত
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম।


সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর। মারহাবা। B-) পোস্টে প্লাস।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!

সুন্দর কইরা কোন হাবাকে মারতে কইলেন এইটা জাতি জানতে চায়?? ;)

৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

জুন বলেছেন: দারুন হয়েছে আপনার কবিতাটি জেন রসি ।
+

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু।

আপনার কাছে দারুন লেগেছে জেনে আনন্দিত হলাম।

শুভকামনা রইলো।

৪| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় ভাল লাগা ।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই।

যা মনে আসে তাই লেখি।আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।

শুভকামনা রইলো।

৫| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪২

শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!!!

গেছি !!!!!!!!!!!

আমি সত্যি গেছি জিনি ভাইয়া!!!!!!!!!!!!!!

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১

জেন রসি বলেছেন: কই গেছেন???????

কেমনে গেছেন??????

কেন গেছেন???????

৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: আমি ভাবছিলাম প্রতিফলনের কবিতা পরে দেখি তুমি ভাইয়ু!!!!!!!!!!!!

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

জেন রসি বলেছেন: কেমনে কি???

তাহার কবিতা মনে হয় আমার উপর প্রতিফলিত হয়েছে!!!!!!!

৭| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫০

শায়মা বলেছেন: তারপর?????


ছিলো .... গেলো .....

তানপুরা সূর কোথায় গেলো?
প্রহরগুলো কই পালালো?
আলোয় রাঙ্গা দুঃখ দুপুর
বিষাদীভোর উদাস নুপুর।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৬

জেন রসি বলেছেন: রৌদ্র ঘুমে পায়ের কাছে
একটু খানি আয়েশ আছে
সেখানটাতেই অলস দুপুর
ঘুম ভাঙ্গায় এক স্বপ্ন নূপুর!!!

৮| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

বকা চালাক বলেছেন: এতো সুন্দর করে লেখেন কেমনে!! অনেক সুন্দর হ্য়ছে। বুঝা গেলো অতীতে আপনি কিছু সুন্দর সময় কাটিয়েছেন।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আমি সবসময়ই সুন্দর সময় কাটাই ।

শুভকামনা রইলো।

৯| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটা সুন্দর হইছে। কিন্তু কবিতার পুরাটাই শুরুর মতো, শেষ হয়নাই।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ নদী ভাই।

এইটা অনেকটা অমীমাংসিত কবিতার মত। যদি কবিতা হয়ে থাকে আরকি!!!!

১০| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৮

শায়মা বলেছেন:

আমার কিছু কান্না ছিলো
বৃষ্টিস্নাত যুঁই এর মত, পাঁথরকুচি, জলের মত
দুঃখভেজা, মধ্যরাতের রবীন্দ্রগান নিশীথজাগা।

আমার ছিলো স্বর্ণালী দিন
গাছের পাতায় ঝিকিমিকি আলোর নাঁচন
হাঁরিয়ে যাওয়া বনের পথে দুইটা শালিক কিচিরমিচির।

দূরদেশী এক বালক ছিলো
গভীরে তার চোখের পাতায় ডুবসাঁতারে
অতল গহন, একতারা সূর, মেঠো পথে বাউল দূপুর।

গুনগুন গান হিমেল হাওয়া, কাব্য বিকেল,
নাটকপাড়া,কলেজমাঠে আড্ডা তুমুল, পানিপুরি, বাঁদামভাঁজা
কই হারালো? পালিয়ে গেলো! মিলিয়ে গেলো! ফানুস আলো!


তানপুরাটা আর বাজেনা। আর ওঠে না ভৈরবী সুর
প্রলয় ঝড়ে তলিয়ে গেছে, তাসের সে ঘর, একটা নুপুর
রিমঝিম তান, আর তোলে না হৃদয় বীনায়, রিনরিনে গান ।

এখন শুধুই
দুঃখ চাপা, দুঃখ ভোলা, সুখের গীতি, সৃষ্টি সুখের উল্লাস আর
আনন্দগান!

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২০

জেন রসি বলেছেন:

সেই আকাশের রঙিন ঘুড়ির স্বপ্ন উড়ায়
কে দিল টান, কে দিল গান
মোহের মত ঘর সংসার, পাহাড় চুড়ায়!!

স্বর্ণালী সেই আলোকছটায়
বৃষ্টি ছিল পাতায় পাতায়......
অশ্রুজলে ভাসলে তুমি,একটু খানি ভেলার মত
কে দিল সব ভাসিয়ে তোমার,অনেখানি দুঃখের ক্ষত!



কে দিল সব দুঃখ রটায়
একজীবনের বিষাদ খাতায়!
থাক পড়ে থাক দুঃখ যত
তুমি বরং বাঁচো-
সেই মায়াবী মুহূর্তের
আনন্দের মত।



পরী খালা, আপনার কবিতার পরতে পরতে লুকিয়া থাকা অনুভূতির তীব্রতা অনুভব করার ক্ষমতা আমার নেই।তবে সবসময় সৃষ্টিসুখের উল্লাসে আনন্দিত থাকুন এই কামনা করছি!!


আপনি দেখি চরম কবিতা লেখেন!!!!!!


১১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পড়ে তো ফ্যান হয়ে গেলাম। এবার শুধু ঘুরতেছি। ;)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই।

আমিও আপনার ফ্যান।

কিন্তু আপনি মনে হচ্ছে সুইচ বন্ধ করে রেখেছেন! মানে কবিতা লেইখা আমাদের কে ঘুরার সুযোগ দিচ্ছেন না!!!

১২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: জাতি জানতে চায় উনি ফুচকার কথা না আইনা কেন পানিপুরির কথা আনলেন। কাটাতারের বেড়ার ওইপাশের প্রভাব প্রবল। ওইপাড়ের এজেন্ট নাতো? ;)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৮

জেন রসি বলেছেন: ডাবল এজেন্টও হইতে পারে!!! ;)

১৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর!!! +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আনন্দিত হলাম।

শুভকামনা রইলো।

১৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:১১

উর্বি বলেছেন: যেখানে দুটা মন,দুটা হৃদয় এর দুরত্ব
কোটি কোটি আলোকবর্ষের মাইলের চেয়েও বেশি
সেখানে কাছাকাছি থাকলেই বা কি,
না থাকলেই বা কি আসে যায়?
পরস্পরকে এক নজর দেখা দিলেই বা কি,
না দিলেই বা কি আসে যায়!
ছুঁয়ে দেখাতেই বা কি আসে যায়,
না ছুলেও এমন কিছু কি আসে যাবে?...........। (খোলা চিঠি থেকে)
........................................
অসাধারন লিখেছেন মহাকালবিদ

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৬

জেন রসি বলেছেন: এক মহাকাল, বিচ্ছিন্ন সময়
কয়েকটি স্বপ্নের ভাঙচুরে
মেঘেদের দলছুট বিপন্ন বলয়!

ধন্যবাদ উর্বি আপু।

১৫| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:০০

উর্বি বলেছেন: প্রীত হইলাম মহাকালবিদ ভাই B-)

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৫

জেন রসি বলেছেন: প্রীত হয়েছেন জেনে আনন্দিত হলাম। :)

১৬| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২১

শায়মা বলেছেন: সেই আকাশের রঙিন ঘুড়ির স্বপ্ন উড়ায়
কে দিল টান, কে দিল গান
মোহের মত ঘর সংসার, পাহাড় চুড়ায়!!

স্বর্ণালী সেই আলোকছটায়
বৃষ্টি ছিল পাতায় পাতায়......
অশ্রুজলে ভাসলে তুমি,একটু খানি ভেলার মত
কে দিল সব ভাসিয়ে তোমার,অনেখানি দুঃখের ক্ষত!



কে দিল সব দুঃখ রটায়
একজীবনের বিষাদ খাতায়!
থাক পড়ে থাক দুঃখ যত
তুমি বরং বাঁচো-
সেই মায়াবী মুহূর্তের
আনন্দের মত।












****************************************
শারদীয়া সাদা মেঘের পাখনা ছুঁয়ে
দুইটা ঘুড়ি, রং ঝিলমিল উড়তো বেহুঁস
বৈকালী ক্ষন, একটা নীল আর একটা সবুজ।

সাঁঝের শাখ ঐ বাঁজতো দূরে
উলুধ্বনী, বউ ঝিঁয়েরা প্রদীপ জ্বালে
তুলসী তলায় দিচ্ছে ধুনো, দেখছি আমি স্বপ্নচোখে।

ঘোর লাগা সেই সন্ধ্যেবেলা
মিটি মিটি জোনাকজ্বলা, মিঠেল হাওয়া
দুইটি ঘুড়ির অপূর্ব সে ক্ষন, দুজনাতে দুজন মগন।

নিবিড় লগন, কাছাকাছি
ভালোবাসার ধ্রুপদ বেহাগ, অভিমানী রাগ অনুরাগ
ফুরোয় বেলা, ঝটিৎ সময়, এক পলকে আতশবাজী।

হঠাৎ এলো কালবোশেখী
ঝড়ো হাওয়ায় নিভলো বাতি, কাটলো ঘুড়ি
সুতো ছেড়া, গোত্তা খেয়ে বন বন বন থুবড়ে পড়ে, মাটির পরে।

অশ্রুজলে ভাসিয়ে ভেলা, সাঙ্গ খেলা
জমলো পাড়ি অন্ধকারে, তিমির রাতি সামনে আঁধার
তবুও যে তার না হারা পণ, যাবেই যাবে তেপান্তরে।

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫

জেন রসি বলেছেন:

শঙ্খ বাজে মেঘের মত-
এক ফালি চাঁদ, দূর নীলিমায়
হৃদমাঝারে সুখের ব্রত-
একটুখানি কাছাকাছি, দূর অজানায়

স্বরনালী রোদ বিষাদ ভোরে
তোমার গোপন স্বপ্নস্বাদে
সেও ছিল তোমার ঘোরে
ভালোবাসার মরণ ফাঁদে

এক বর্ষার বন্য সাঁঝে
চোখ নামিয়ে, চেয়েছিলে তাহার পানে
ডুবেছিলে, ভেসেইছিলে, তাহার মাঝে
নিমগ্ন খুব, দুই হৃদয়ের স্বপ্ন বানে-

তারপর-ঝড়ের মত প্রলয় এলো
পুড়িয়ে দিল, উড়িয়ে দিল বিষণ্ণ এক বিষাদ সুরে
চোখ মুছে তাই দৃষ্টি মেলো
খুব গোপনে, দুঃখগুলো সুখের মত ভেঙ্গেচুরে-

১৭| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২১

উর্বি বলেছেন: হিহিহিউহিই হি

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

জেন রসি বলেছেন: কাহিনী কি??

হাসির মধ্যে রহস্য আছে মনে হচ্ছে!!!!!

১৮| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

শায়মা বলেছেন: আমার কিছু প্রহর ছিল
আলোয় রাঙ্গা, স্বপ্ন পাথর, মেঘের মত
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম।

কাজল আঁকা চোখের তারায়
একটুখানি আদর ছিল, স্পর্শ ছিল সুখের মত
সাতটি তারে বেজে উঠা গোপন ব্যথা,অশ্রু ফোঁটা-

এক মায়াবী কন্যা ছিল
পাহাড়সম দুঃখ ভেলায়, সমুদ্র স্নান
রোদ জোছনায় একটুখানি চুমুর মত, স্পর্শবিহীন।

আলতা পায়ে নূপুর সাঁজে
এক হৃদয়ের প্রলয় ছিল, এই হৃদয়ের বিষাদ মাঝে
একটু সুখের পলক ফেলা ,তানপুরাটার সুরের মত.........
************************************************************

আমার কিছু কান্না ছিলো
বৃষ্টিস্নাত যুঁই এর মত, পাঁথরকুচি, জলের মত
দুঃখভেজা, মধ্যরাতের রবীন্দ্রগান নিশীথজাগা।

আমার ছিলো স্বর্ণালী দিন
গাছের পাতায় ঝিকিমিকি আলোর নাঁচন
হাঁরিয়ে যাওয়া বনের পথে দুইটা শালিক কিচিরমিচির।

দূরদেশী এক বালক ছিলো
গভীরে তার চোখের পাতায় ডুবসাঁতারে
অতল গহন, একতারা সূর, মেঠো পথে বাউল দূপুর।

গুনগুন গান হিমেল হাওয়া, কাব্য বিকেল,
নাটকপাড়া,কলেজমাঠে আড্ডা তুমুল, পানিপুরি, বাঁদামভাঁজা
কই হারালো? পালিয়ে গেলো! মিলিয়ে গেলো! ফানুস আলো!


তানপুরাটা আর বাজেনা। আর ওঠে না ভৈরবী সুর
প্রলয় ঝড়ে তলিয়ে গেছে, তাসের সে ঘর, একটা নুপুর
রিমঝিম তান, আর তোলে না হৃদয় বীনায়, রিনরিনে গান ।

এখন শুধুই
দুঃখ চাপা, দুঃখ ভোলা, সুখের গীতি, সৃষ্টি সুখের উল্লাস আর
আনন্দগান!

***************************************************************

সেই আকাশের রঙিন ঘুড়ির স্বপ্ন উড়ায়
কে দিল টান, কে দিল গান
মোহের মত ঘর সংসার, পাহাড় চুড়ায়!!

স্বর্ণালী সেই আলোকছটায়
বৃষ্টি ছিল পাতায় পাতায়......
অশ্রুজলে ভাসলে তুমি,একটু খানি ভেলার মত
কে দিল সব ভাসিয়ে তোমার,অনেখানি দুঃখের ক্ষত!



কে দিল সব দুঃখ রটায়
একজীবনের বিষাদ খাতায়!
থাক পড়ে থাক দুঃখ যত
তুমি বরং বাঁচো-
সেই মায়াবী মুহূর্তের
আনন্দের মত।












****************************************
শারদীয়া সাদা মেঘের পাখনা ছুঁয়ে
দুইটা ঘুড়ি, রং ঝিলমিল উড়তো বেহুঁস
বৈকালী ক্ষন, একটা নীল আর একটা সবুজ।

সাঁঝের শাখ ঐ বাঁজতো দূরে
উলুধ্বনী, বউ ঝিঁয়েরা প্রদীপ জ্বালে
তুলসী তলায় দিচ্ছে ধুনো, দেখছি আমি স্বপ্নচোখে।

ঘোর লাগা সেই সন্ধ্যেবেলা
মিটি মিটি জোনাকজ্বলা, মিঠেল হাওয়া
দুইটি ঘুড়ির অপূর্ব সে ক্ষন, দুজনাতে দুজন মগন।

নিবিড় লগন, কাছাকাছি
ভালোবাসার ধ্রুপদ বেহাগ, অভিমানী রাগ অনুরাগ
ফুরোয় বেলা, ঝটিৎ সময়, এক পলকে আতশবাজী।

হঠাৎ এলো কালবোশেখী
ঝড়ো হাওয়ায় নিভলো বাতি, কাটলো ঘুড়ি
সুতো ছেড়া, গোত্তা খেয়ে বন বন বন থুবড়ে পড়ে, মাটির পরে।

অশ্রুজলে ভাসিয়ে ভেলা, সাঙ্গ খেলা
জমলো পাড়ি অন্ধকারে, তিমির রাতি সামনে আঁধার
তবুও যে তার না হারা পণ, যাবেই যাবে তেপান্তরে।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

জেন রসি বলেছেন: বসন্তদিন ফুরিয়ে গেল
একটুখানি বন জোছনায়, পাখির গানে
তোমার গোপন দুঃখ মাঝে
এক বিষাদের বন্য সাঁঝে
কি দেখে আজ চেয়েছিলে,দুঃখ পানে!

অভিমানের ভীষণ ঘোরে-
বৃষ্টি নামে একপলকে, বাঁশির সুরে
সুখগুলো খুব দৃষ্টিউদাস,মাতাল মনে
ভালোবাসার মায়ার কাছে,
মন মহুয়ার ঝড় উঠে আজ বনে।

মন খারাপের বিষাদ ভোরে-
সেই মায়াবী সময় স্রোতে
হৃদমাঝারে রেখে দিলে কল্পলোকের সুখ
আজো তোমার চোখের কোনে
এক ফোঁটা অশ্রুজলে
ভেসে উঠে সেই সময়ের সেই মায়াবী মুখ।


১৯| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯

শায়মা বলেছেন: উর্বিমনি!!!!!!!! এত হাসি হাসি কেনো????

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮

জেন রসি বলেছেন: উর্বি আপু কান্নাকাটি না কইরা হাসতেছে!!!

রহস্য কি????

২০| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

শুভকামনা রইলো।

২১| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১২

লেখোয়াড়. বলেছেন:
এই কবিতাটিকে অপরূপ বলতে পারি।
খুব ভাললাগার।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।

আমি কবিতার নামে অকবিতা লেখি!

তবে অপরূপ বলেছেন বলে অনেক আনন্দিত হলাম!

শুভকামনা রইলো।

২২| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪

উর্বি বলেছেন: না হেসে উপায় আছে। নাহলে কয়েকদিন পরে ব্লগে সবাই কাদুনী বুড়ি খেতাব দিবে :P

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

জেন রসি বলেছেন: একশ বার হাসবেন......

হাজার বার হাসবেন.......

মন প্রান উজার কইরা হাসবেন। :)

নো মোর কান্নাকাটি!!! :P

২৩| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: দারুণ হচ্ছে জেন। মুগ্ধ হয়েছি :) সত্যিইইইইইইইইই!!



জনাব আপনার এত কিছু ছিলো?? একদিনের তরেও জানালেন না?? এতোটাই পর হয়ে গেলাম!!

অ.ট.- আপনি কি নরকে অবতরণ করেছেন?? আপনার উত্তরণ কাল শেষ হলে দয়া করে জানাবেন। কৃতার্থ হব। শুভকামনা রইল :)

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! :)

জনাব, কেউ না জানুক আপনিত জানেন, আমার তরে কখনই কিছু ছিল না! এখনও নাই! ;)

আপনি নিজেই আমাকে পর ভেবে কই যেন নির্বাসনে চলে গেছেন!!! :P


জনাব, আমি নরকে অবতরণ করেছি। আপনিও যদি আশেপাশে থাকেন তবে আওয়াজ দিয়েন।এক সাথে স্বর্গ ভ্রমনের পরিকল্পনা করা যাবে! :)

২৪| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: দারুণ হচ্ছে জেন। মুগ্ধ হয়েছি :) সত্যিইইইইইইইইই!!



জনাব আপনার এত কিছু ছিলো?? একদিনের তরেও জানালেন না?? এতোটাই পর হয়ে গেলাম!!

অ.ট.- আপনি কি নরকে অবতরণ করেছেন?? আপনার উত্তরণ কাল শেষ হলে দয়া করে জানাবেন। কৃতার্থ হব। শুভকামনা রইল :)


ভাইয়া নরক থেকে উত্তরণ হয় কেমনে? সেটা কি শয়তান জাতিস্বর হয় নাকি কোনো রাক্ষস খোক্ষস!!!!!!!!!!!

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

জেন রসি বলেছেন: এইসব বুঝার জন্য অনেক জ্ঞানী হইতে হয়!!!

তাই এগুলো আপনি বুঝবেন না!!!!

২৫| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

শায়মা বলেছেন: আমি অনেক জ্ঞানী!!!!!!!!!!!!!

জাতিস্বর বিশারদ!!!!!!!!!!!!:)

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

জেন রসি বলেছেন: জাতিস্বর বিশারদ!!!!!!!!!!!!

এ থেকেই বুঝা যাচ্ছে আপনার জ্ঞান!!! :P

সেটাও কি শুধই কল্পনা!! ;)

২৬| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০

নীলনীলপরী বলেছেন: কেমন আছেন জেন ভাই?

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জেন রসি বলেছেন: আপেক্ষিক অবস্থায় ভাসমান আছি!!

আপনি কেমন আছেন??

২৭| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: ওহো !! আজ নতুন বাজার যাওয়া পড়েছিল, আপনি নরকে জানলে আজই স্বর্গ ভ্রমণের পরিকল্পনা করা যেতো :( আসলে আমি এখনও মায়া কাটিয়ে উঠতে পারি নি তো, তাই ভাবলাম এখনও আপনার উত্তরণ কাল চলছে :( ব্যাপার না সময়মত জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দেব ;)

জনাব আমি জ্ঞাত আছি, তাইতো এতো কিছু আছে শুনে বাকহীন হয়ে গিয়েছিলাম :D

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

জেন রসি বলেছেন: জনাব, আমি নরকেই আছি এবং পূর্বের ন্যায় চা বিস্কুট খেয়ে আকাশ পানে তারা দেখার মতলবে আছি!তবে আপনার সাথে খুব দ্রতই স্বর্গ ভ্রমণ নিয়ে আলোচনার নিমিত্তে দেখা করিবার ইচ্ছে পোষণ করিতেছি। :)

আমি জানি, আপনার হৃদয়ে অনেক মায়া! তাই সহজে মায়া কাটিয়ে উঠতে পারেন নাই। আমি মায়াহীন আধুনিক ছায়া! তাই বেশ সুখের সাথেই নরকে অবতরন করিয়াছি! ;)

জনাব, বাকহীন হওয়ার কিছু নেই। আমি একা, আমি নশ্বর, আমিই পরমেশ্বর!!! ;) :P

২৮| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: রবিন লিকুইড ব্লু মেশানো পানি দিয়া গোসল কইরা রদে শরির শুকাইয়াকে জানি আবার বেড়াতে আসছে। উনারে ধুতরা ফুলের মধু খাইতে দেয়া হোক। ;)

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: উনি মনে হয় ধুতরা ফুলের মধু খাইয়াই নীল বর্ণ ধারন করিয়াছেন!! ;)

২৯| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব আমার হৃদয়ে অনেক মায়া ইহা আপনি বুঝিলে কোন ফায়দা নাই |-) ;)

শুধুই চা বিস্কুট খাইতেছেন ?? হায় হায় পুঁজিবাদ তো রসাতলে গেলো ;) হতদরিদ্র চাষী ভাইদের কি হইবে?? কি হইবে ফেরিওয়ালাদের !! কলি !! ঘোর কলি !! :-B

বাকহীন হওয়ার কিছু নেই। আমি একা, আমি নশ্বর, আমিই পরমেশ্বর!!!

ন্যাড়া বেলতলায় একবার গেলেও ছাদনাতলায় নাকি বার বার যাইতে চায়!! :`> :``>> শোনা কথা, লোকে বলে, সত্য মিথ্যা জানি না :P

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩১

জেন রসি বলেছেন: জনাব, আমার মত মায়া বিহীন মানুষ যদি বুঝে, তবে মায়াবতীরা আরো ভালো করে বুঝবে!!! :)

আমি আর কি খাইব বলেন??? আমি নিজেই তাদের মত পুঁজিবাদের নির্মম কষাঘাতে আক্রান্ত! ;)

ছাদনাতলা থেকে আমার বেলতলাই বেশী পছন্দ!!! :P

আপনাকে আর কি বলিব!! আপনিত সবই অবগত আছেন!!! :) ;)

৩০| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৯

শায়মা বলেছেন:



দূর অজানায়,
হারিয়ে গেছে সন্ধ্যাতারা-
তবুও সেই একই আকাশ, একই বাতাস,
নিশ্বাস নিয়ে আজও বাঁচা,কান পেতে
সেই শঙ্খনিনাদ,আজও বাজে, বুকের মাঝে।

হৃদমাঝারে দুঃখবিলাস,
স্মৃতির চারণ অষ্টপ্রহর, গাঁথছে মালা,
কখনও বা ঝিল্লীরবে উথাল পাথাল
মন উচাটন, একলা শালিক খুব একাকী
কাব্য লেখে, গায় গুনগুনগুন।

নিজের সাথে নিজের চলা,
ভোরেরবেলা একলা কথন, গোপন ব্যাথা
ছড়ায় রেনু, বাড়ায় দুহাত শূন্যে কোনো
দূর অজানার আর কাহারো বুকের মাঝে
ঝড় কি ওঠে, পড়ে মনে সেই যে ছিলো-

এক জোনাকী
ঝিলমিলে রং আলোক পাখা
নাচতো যখন, মুগ্ধ দুচোখ দেখতো যারে
নয়ন ভরে, এক বর্ষায় রিমঝিমে সুর কলতানে
দু'চোখ তাহার ছুঁয়েছিলো তৃষিত অধর খুব গোপনে।

হারিয়ে গেলো,
এক পলকে,মিথ্যে মায়া,
জলছবি রঙ ছায়ার মত শূন্যে ভাসে
সে সব কায়া, তবুও ছায়া, অন্তরালে ঝংকারিত
মেলানকলি, তার বেহালায়, লুকিয়ে রাখে সব সঙ্গীত!!

৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১১

জেন রসি বলেছেন:

জানো কি তুমি?
তোমার হৃদয়ের খুব কাছে
যেখানে স্পর্শ করলে পুড়ে যায় সুখ
ঠিক সেখানটাতেই ব্যর্থ প্রেমিকের
মত নতজানু হয়ে আছে ভালোবাসার অসুখ।

তুমি বসে আছো-
মোহের আগুনচোখে, বিষাদ মূর্ছনায়
একটু ছুঁয়ে দিবে বলে, ভীষণ প্রলয় নাচে
মেঘ সব জল হয়ে বৃষ্টির মত ঝরে যায়
অন্য কোথাও, অন্য কোন হৃদয়ের তরে।

কোন এক মায়াবী সময়ে-
বন জোছনায় কিউপিডের তীরবিদ্ধ
আর্তনাদে কেঁপেছিল মর্তের সব পার্থিব সুখ
হাজার মানুষের ভীরে তবু খুঁজে ফিরা
না পাওয়ার পাওয়ার মত, সেই প্রেমিকের মুখ।

জানো কি তুমি?
সেও বসে আছে একা-অনিঃশেষ
যাকে দিয়েছিলে ভালোবাসার মুহূর্ত বিশেষ!





৩১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: চাইনা আমি
দুঃখ পানে, অনেক বছর
অনেকটা দিন, দিনগুলো সব হাসি গানে
মায়ার টানে, যাচ্ছে কেটে ভীষন রঙ্গিন।

বনজ্যোছনায় যখন ভীষন
ফাগুন হাসে, তারায় মেলায়
বনদেবীদের আঁচল ভাসে, রাত পাখীরা যখন ডাকে,
বাতায়নে নিশীথ জাগি ঠিক তখনি একলা আমি, নিদ্রাবিহীন।

দূর অজানায়
আসে ভেসে কোন বিরহীর উদাস বাঁশী
মাতাল করা সুরের টানে, পড়ে মনে সেই যে ছিলো
রাজার কুমার, ভুলে ভাবি আসবে উড়ে আকাশপথে পঙ্খীরাজে।

টুপ করে জল
চোখের কোনে, কখন ঝরে
বিষাদ ভাঙ্গে, বিষাদী ভ্রম কল্পলোকের
মায়াবী মুখ যায় হারিয়ে, অনেক দূরে
আবার ফিরি ব্যাস্ত কাজে, সারাটা দিন হাসি খেলা,



বিষাদবেলা
লুকিয়ে রাখি খুব গোপনে বুকের মাঝে।

৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৫

জেন রসি বলেছেন:
দুঃখটাকে সুখের মত উড়িয়ে দাও, ফানুস ভেবে
চোখের জলে সমুদ্র হোক, অন্য কোন তেপান্তরে-
তোমার হাতে শব্দ আছে, শব্দ দিয়েই শব্দ গড়
দুঃখটাকে সুখ করে দাও, একটুখানি রুপান্তরে!

তোমার মনের মেঘগুলোকে, ভাসিয়ে দাও অন্যকোথাও
বৃষ্টি হয়ে ঝরুক সেসব, অন্য কোন সাঁঝের বেলায়-
কল্পলোকের মায়াবী মুখ সুখের মতই থাকুক মনে
বনজ্যোছনার ফাগুন রাতে মেতে থাক হাসি খেলায়!

দূর অজানার উদাসী সুর থাকুক বৃন্দাবনে
বিষাদী সুর নির্বাসিত, অন্যকোন ভোরে-
তোমার স্বরের তানপুরাটায় আছে যত সুখ
নিজের সুরেই গান গেয়ে যাও, নিজের মত করে!



আপনার কবিতাগুলো অসাধারন হয়েছে।স্পর্শ করার মত। আমি মুগ্ধ।

তবে আমার নিজের অকবিতা পইড়া নিজের কাছে মনে হচ্ছে, আমি কবি হইলে তেলাপোকাও পাখিবিশেষ!!!! আপনার কাছেও অন্য কিছু মন হওয়ার কোন কারন নাই। তবে রিপ্লাই দেওয়ার জন্য যে কবিতা লিখেছিলাম সেটা পড়ার পর মনে হয়েছে সেটা অপ্রকাশিত থাকাই ভালো। তাই সেটাকে মহাকালে ভাসিয়ে দিয়েছি। :)

৩২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৪

দীপংকর চন্দ বলেছেন: আমার কিছু প্রহর ছিল
আলোয় রাঙ্গা, স্বপ্ন পাথর, মেঘের মত
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম।


মুগ্ধতা!

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৯

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।

মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো।

শুভকামনা রইল।

৩৩| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: জানো কি তুমি?
তোমার হৃদয়ের খুব কাছে
যেখানে স্পর্শ করলে পুড়ে যায় সুখ
ঠিক সেখানটাতেই ব্যর্থ প্রেমিকের
মত নতজানু হয়ে আছে ভালোবাসার অসুখ।

তুমি বসে আছো-
মোহের আগুনচোখে, বিষাদ মূর্ছনায়
একটু ছুঁয়ে দিবে বলে, ভীষণ প্রলয় নাচে
মেঘ সব জল হয়ে বৃষ্টির মত ঝরে যায়
অন্য কোথাও, অন্য কোন হৃদয়ের তরে।

কোন এক মায়াবী সময়ে-
বন জোছনায় কিউপিডের তীরবিদ্ধ
আর্তনাদে কেঁপেছিল মর্তের সব পার্থিব সুখ
হাজার মানুষের ভীরে তবু খুঁজে ফিরা
না পাওয়ার পাওয়ার মত, সেই প্রেমিকের মুখ।

জানো কি তুমি?
সেও বসে আছে একা-অনিঃশেষ
যাকে দিয়েছিলে ভালোবাসার মুহূর্ত বিশেষ!


**************************************************
চাইনা আমি
আর, আমার কিংবা তার
অথবা অন্য কোনো হৃদয়ের আয়নায়
স্বচ্ছ ঝকঝকে প্রতিবিম্বের আড়ালে আজ
শত শত হায়নার করাল চক্ষু, লকলকে গ্রাস........

ভালোবাসার সুখ
কিংবা অসুখ, দাবনীয় আগ্রাসন
নতজানু আজ এরিসের অভিশাপে,
ব্যার্থতা কাকে বলে?
সেকি বিচ্ছেদে, মিলনে নাকি অভিমানে?

অনন্তকাল বসে আছি আমি,
একাকী সমুদ্রতট, ক্ষয়ে যায় বালুকাবেলা,
মুছে যায় লিখে রাখা নাম, বর্ষার জল মিলেমিশে
একাকার আঁখিজল কলরোলে, তবুও আমি জানি
ফুরোবেনা অপেক্ষার বেলা, প্রলম্বিত ক্ষন....

সে ছিলো
দেবী আফ্রোদিতির খেলা,
কিংবা ছল, খেলে যাওয়া অনর্গল
প্রেমিক হৃদয় নিয়ে, মূর্ত আর্তনাদে
ছিন্নভিন্ন হৃদয়ে হেরে যাওয়া এ্যাডোনিস।


হারিয়ে গেছে
নিঃশেষ আর অনিঃশেষের দোলাচলে
মিলিয়েছে সে, দূর অজানায় আমার এ্যাডোনিস .......


বসে আছি অনন্তকাল.......
অনন্ত পথযাত্রী আমি এক .......

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭

জেন রসি বলেছেন: এক হৃদয়ের গহীন ক্ষণে
গান গেয়ে যায় একলা পাখি
বিষাদ বনে একলা মনে-
কেউ কি তাহার পাবে দেখা
সেই হৃদয়ের অতল তলে
অভিমানের অশ্রু জলে।

সন্ধ্যাতারায় ফুরায় বেলা
উল্লধ্বনির শব্দে রাঙা প্রহরগুলো
সেই মায়াবী বৃষ্টি ঝড়ে-
ফুরায় মেলা, ফুরায় খেলা
অপেক্ষাতেই থাকবে সে কি! প্রহর গুনে?
সুরগুলো সব মূর্ছনাতে
শব্দ তুলে বাঁশির ভুলে, সে কি শুনে?

অন্ধকারে প্রদীপ জ্বেলে
প্রহরগুলো দূর অজানায়, নিমগ্নখুব
দেখবে কি সে, পলক ফেলে
সমুদ্রজল, আকাশপানে মেঘের ভেলায়
ভাসবে কি সে! একলা পথিক
হৃদয়ভাঙ্গা পাখির গানে, সুরের খেলায়!

৩৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: চমৎকার কথা মালা। ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন। শুভকামনা রইল।

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




আমার কিছু প্রহর ছিল ..
সকলেরই কিছু না কিছু প্রহর থাকে । সে প্রহর রাত-বিরেতে আলতা পায়ে নূপুরের ছন্দে নেচে নেচে যায় । শুধু রেখে যায় উদাসী ভোর .....

০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫

জেন রসি বলেছেন:
ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

]সকলেরই কিছু না কিছু প্রহর থাকে । সে প্রহর রাত-বিরেতে আলতা পায়ে নূপুরের ছন্দে নেচে নেচে যায় । শুধু রেখে যায় উদাসী ভোর .....

চমৎকার বলেছেন।

শুভকামনা রইলো।

৩৬| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত !

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা।খুব ভালো লাগল জেন রসি ভাইয়া

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: সেও বসে আছে একা আমি থেকে এলাম এ কাব্য ভুবনে । এখানে কেটে গেল অনেকটা বেলা , পাঠ করা হল নিবিষ্ট মনে ।
রেখে গেলাম এক রাশ মুগ্ধতা পোষ্ট ও মন্তব্যের কবিতার বাগানে ।
শুভেচ্ছা রইল ।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

জেন রসি বলেছেন: ভালোবাসা এবং কৃতজ্ঞতা। :)

৩৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১

নিভা ইয়ামা বলেছেন: পালাগানের যুদ্ধের মত কবিতার যুদ্ধ চলছে মনে হচ্ছে! হে জাতিস্মর! রক্ষা কর :)

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

জেন রসি বলেছেন: হাহাহা......ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.