নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা প্যাঁচাল

rasselbd

rasselbd › বিস্তারিত পোস্টঃ

খোজঃ দ্যা শাড়ি সার্চ !!

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

আজ বেশ কয়েকদিন যাবত আমার মোবাইলটা নষ্ট, ঢাকায় গিয়ে ঠিক করা হবে বলে তুলে রাখা ছিল। অবশেষে আজ মহেন্দ্রক্ষণে স্বস্ত্রীক বসুন্ধরাতে গমন। রিপেয়ারিং শপের ভদ্রলোক চায়ের আতিথিয়াতা করে জানালেন, "ঘন্টাখানেক লাগব স্যার, ভাবিরে নিয়া কেনাকাটা সাইরা আসেন"। দেখলাম আমার স্ত্রী আনন্দে আটখান ! শূরু হলো তার আনন্দ যাত্রা!!



আমি জানিনা অনেকে ব্যাপারটা লক্ষ করেছেন কিনা, "মেয়েদের শপিং" এর সাথে "কর্পোরেট স্ট্রাটেজির" বেশ মিল রয়েছে! হ্যাঁ, আপনি ঠিক পড়েছেন, "কর্পোরেট স্ট্রাটেজি"!



একটি বড় কর্পোরেট হাউজের বড় কর্তা/কর্তিরা ইনভেস্টমেন্টের আগে তার পোর্টফলিও ভাল করে স্টাডি করেন। তারা সরাসরি ইনভেস্টমেন্টে না গিয়ে একই ধরনের অনেক পোর্টফলিও দেখেন, তার কোয়ালিটি আন্যালাইসিস করেন এবং সর্বশেষে সবচেয়ে ভাল (লাভজনক) পোর্টফলিও তে ইনভেস্ট করেন।



এবার আসা যাক মেয়েদের কেনাকাটা তে। আমার বউ কে বললাম, "সামনে পহেলা বৈশাখ, চলবে নাকি একটা শাড়ী ?" শুরু হল তার শাড়ি শিকার।

প্রথমে "দেশীদশ" এর শাড়ি আন্যালাইসিস। শাড়ির রং, বুনন, কাজ, দাম সব দেখা এবং প্রতিটা শাড়ি আমাকে দেখিয়ে নিরীহ জিজ্ঞাসা, "শাড়ীটা কেমন?"



মনে রাখবেন, এর কোন সঠিক উত্তর নেই। আবার এই উত্তরের উপরই নির্ভর করছে কত তারাতারি আপনি এই "অতি" আনন্দ দায়ক অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে চলেছেন।



আমি আজীবন "সততাই সর্ব উৎকৃষ্ট পন্থা"তে বিশ্বাসী। তাই সৎ ভাবেই বললাম, "হু, শাড়িটা বেশ ভাল, নিয়ে নাও"।



কিন্তু বিধিবাম! আমার বউ এর ধারনা হল আমি তারতারি এই পরিস্থিতি থেকে মুক্তি লাভের আসায় কোন রকম দায়সার ভাবে মিথ্যে বলছি। তাই তার শাড়ির পোর্টফলিও আন্যালাইসিস চলতেই লাগল।



অবশেষে সুদীর্ঘ সাড়ে তিন ঘন্টা অতিবাহিত করে, "দেশীদশ" দশ দিগন্ত উজার করে আমার গিন্নি জানালেন, এখানে কোন শাড়ি তার ভাল লাগছেনা, এর আগেরবার লেভেল ৩ এর একটা শাড়ি দেখে গিয়েছিল, সেইটাই তিনি নিবেন ! যদিও দোকানের নাম/ঠিকানা কিছুই মনে নেই, কিন্তু ব্যাপার না, "After all, this is a matter of investment!"





তাই আরও গোটা দশেক দোকান ঘুরে অবশেষে দেখা মিলল তার পছন্দের শাড়ির ।আর আমিও আনন্দে গেয়ে উঠলাম, "Freedom at last!".



গল্পের এখানই শেষ নয়, বাড়িতে ফিরে জানা গেল, তার নীল রঙা কাচের চুড়ির সাথে ম্যাচিং করে সে শাড়ি কিনতে চাচ্ছিল, তাই একটু দেরি হল আরকি!



পরিশিষ্টে গল্পের মরাল অফ দা স্টোরিঃ

১। শাড়ি ও শেয়ার এর মধ্যে পার্থক্য হল শুধু মাত্র একটি "য়" এর।

২। কর্পোরেট হাউজের প্রধান হিসেবে সর্বদা মেয়েদের অগ্রাধিকার থাকা উচিৎ।

৩। বউ যদি জিজ্ঞেস করে, "শাড়ি টা কেমন?" তার সর্বদা সঠিক উত্তর হওয়া উচিৎ, "এর থেকে ভাল কিছু নেই?"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.