![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
আমি রাসেল হোসেন। অতি সাধারণ একজন মানুষ।
অনেকে বলেন, লিখতে হলে প্রচুর পড়তে হবে। আমি সেটা স্বীকার করি। তবে কাগজের বই পড়ার চেয়ে অনলাইনে পড়তেই আমার বেশী আগ্রহ।
সম্প্রতি নিরীক্ষামূলকভাবে কিছু কবিতা লিখতে শুরু করেছি। এখন মনে হল, এই প্ল্যাটফরমটিতে যুক্ত হলে আরও একটি বড় সার্কেলের সাথে যুক্ত হতে পারবো, অনেক গুণী পাঠক পাবো, যাঁরা পড়বেন তাঁরা যেন সমালোচনা করতে পারেন। আর যদি কেউ একটুও আনন্দ পান, তবে আমার সার্থকতা। সত্যি সত্যি সেগুলো কবিতা হয়েছে কীনা পাঠক বিবেচনা করবেন।
সামহোয়্যার ইন ব্লগ আমার কবিতা লেখার খাতা। আশা করি, কবিতা লেখার এই পথচলায় আমি গুণী পাঠকদেরকে পাশে পাবো।
প্রশ্ন
--------------------------------
নিস্তদ্ধতার মাঝে
পড়ে আছি আমি একা
অন্ধকার পথে
হারিয়েছি তোমার পুরনো ছবিটা
কল্পনার ভাষায়
খুঁজে মরি তোমার কথা
দৃষ্টির সীমানায়
আজো পাইনি তোমার দেখা,
তুমি সুখ দেখোনি আমার দু’চোখের শূন্যতায়
শুধু প্রশ্ন রেখেছ আমার ভালবাসা কোথায়।
প্রেম করেছে আমায়
এক নিঃসঙ্গ প্রেমিক
মন বলেছে তুমি
স্বপ্ন ভাঙ্গার শ্রমিক
বৃষ্টির ফোঁটায়
আমার অশ্রু আছে মিশে
হারিয়ে যাব
তবুও যাবোনা তোমার কাছে ,
রেশমী সুতায় গাঁথা আমার কথামালা
ছিঁড়ে যাবে একদিন
সইবেনা আর প্রশ্নের অবহেলা।
(১৬/০৮/১৩ )
১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে এতো সুন্দর একটা মন্তব্য উপহার দেওয়ার জন্য ।
২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন।
স্বাগতম ব্লগে, শুভকামনা ||
২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ।
৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২
মোঃ ইসহাক খান বলেছেন: যাত্রা শুভ হোক। "সুস্থ-সুন্দর" কবিতা উপহার আশা করি।
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ বন্ধু
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২০
ময়নামতি বলেছেন: ধন্যবাদ নিউ ব্লগার,সামাহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।
ভাল লাগল আপনার কবিতা যেন নীল আকাশের সবিতা।
ভাল ভাল কবিতা আপনি উপহার দিবেন, থাকবেন আমাদের পাশে , আপনার প্রতিভা বিকশিত হবে আমাদের মাঝে , পাঠকের হৃদয় নিংরানো মন্তব্য এর মাঝে আপনি ফুটে উঠবেন নতুন আনন্দে।
শভকামনা সকল সময়ের জন্যে।
প্লাস । +++++++++++