![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
আমি ভালবাসতে শিখেছি সূর্য থেকে
যে চাঁদ কে নিজের আলো দিয়ে
সৌন্দর্যের পূজারীতে পরিনত করে
আর আকাশে জল কণায় রংধনু একে
নিজের সাত রঙের বর্ণনা করে ।
আমি ভালবাসা দেখেছি ঝর্ণা ধারায়
যে পাহাড়ের অশ্রু কখনো ফেরত চেয়ে
বকেনি নদীকে ;
তার পবিত্র জলকে বর্জ্য কুলষিত করে ।
আমি ভালবাসতে শিখেছি ফাগুনের কাছে
কৃষ্ণচূড়ার লালে রঙ্গিন পৃথিবী আর সোনালুর হলুদে
আচ্ছন্ন গায়ের রোমাঞ্চিত পথে
আমি ভালবাসতে শিখেছি নীল আকাশের কাছে
যে অসহনীয় কষ্টে এক পশলা বৃষ্টি ঝেড়ে
নিজের গ্লানি কে মুছে দিতে পারে সহজেই ।
ভালবাসা পূর্ণতা পায় এমন প্রেমিক দেখে
যে রাত জেগে কবিতা লিখে
হারানো প্রিয়জনের স্মৃতি উন্মেচিত করে।
আর তুমি ভালবাসতে শিখবে সেদিন
যেদিন আমায় খুঁজেও পাবেনা
এই পৃথিবীর ত্রিমাত্রিক দৃশ্যপটে ।
__রাসেল হোসেন (১০/৮/২০১৩)
©somewhere in net ltd.