নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

হতাশা

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭





জানো, হতাশা কি, হতাশা ?

আমি বলছি, আশার অপরিণত রূপটাই হতাশা

চোখের হতাশা,মুখের হতাশা,ভ্রু কুঁচকানোর হতাশা

অপলক আকাশ দেখার হতাশা ;



আমি হতাশাগ্রস্ত পুরুষ দেখেছি কিন্তু নারী দেখিনি

নারীর হতাশা দু'ফোটা চোখের জলে ঝরে যায়

তবে, হাজারো দেবতা পাশে দাঁড়ালেও কষ্টটা তাদের নীল দাগ কেটেই যায় ।



পুরুষের হতাশা দেখবে,

ফেল ফেলানো হাসির মাঝে,নির্ঘুম রাত কাটানোর মাঝে

সিগারেটের ধোয়ার মাঝে,অতি সুন্দরী প্রেমিকার মাঝে

চৌরাস্তার মোড়ে সময় কাটানোর মাঝে , রাত জেগে কবিতা লেখার মাঝে

অগোছালো দাড়ি গোঁফের মাঝে ।

তাদের মোটেই কষ্ট নেই আছে হতাশা , অগণিত হতাশা

দিনের হতাশা, মাঝরাতে গীটার হাতে গান গাওয়ার হতাশা ;



আমি নারীর হ্নদয়ে রক্তক্ষরণ দেখেছি

তবে হতাশা দেখিনি ।



শুকনো পাতার হতাশা , ঝরে যাওয়া ফুলের হতাশা

আকাশে একাকী একটি পাখি উড়ে যাওয়ার হতাশা

বন্ধী ঘরে জোনাকি পোকার হতাশা

পাথরে ডাকা জীবন্ত ধবল ঘাসের হতাশা

হেলাল হাফিজের কবিতার হতাশা ;



এই সব হতাশার মাঝে পাবে আমার বেচে থাকার হতাশা ,

এবার নিশ্চয় বুঝেছ, হতাশা কি, হতাশা ।





__ রাসেল হোসেন ( ০৬/০৮/১৩ )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.