![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
হঠাৎ দেখি আমার সম্মুখে উড়ে উড়ে সুরে সুরে
ছুটছে প্রজাপতির দল
কোথায় যাচ্ছে তারা বুঝার আগে দেখি
দক্ষিণা বাতায়নে উড়ছে মেঘ বালিকার আঁচল
ফিরে এসেছিল নীল প্রজাপতিটি
বলেছিল যা আমায়
এবার বলছি শোন মেঘ বালিকা
একটুও বাড়িয়ে বলবোনা তোমায় ।।
দীঘল কালো খোলা চুলে
কাজল মাখা আঁখি খুলে
নাকের ডগায় ছোট্ট তিলে
গালের দুপাশে আবেগী টোলে
সেজেছিলে সেদিন গোধূলি লগনে
ভদ্রতার তারিফ নাই করি তোমার
বলি অভিমানের বাকি ইতিহাস
ঘোমরা মুখে রেগে গেলে তুমি
শূন্যতায় ছন্দ হারায় প্রতি পাশ ।।
কৃষ্ণবর্ণের বর চাই তাহার
এটো সেঁটো মুটকো পটাশ
সুন্দর হলে প্রথমেই বাদ
এইতো কতজনকে করলে হতাশ
হাসি খুশি মুখে মায়াবিনীর ছবি একে
থেকো না গো সারাক্ষণ
প্রেমিক পুরুষেরা পিছু ধরলে পড়ে
কি করবে তুমি তখন ।।
___রাসেল হোসেন ( ১১/৮/১৩)
©somewhere in net ltd.