![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
একলা মনে নিগূঢ় রাতে
কাব্য চর্চা হারিয়ে
তোমায় নিয়ে ভাবছি আমি
মনের আকাশ রাঙিয়ে
এমন রাজ্য বানিয়েছি সখী
কাউকে করিনি তার প্রচার
শুনো শুনো বলছি তোমায়
এক অন্য জগতের সমাচার
তোমার কষ্টে রাত নেমে আসে
সূর্য ডুবে যায় নিমেষে
চাঁদ তারা আর জোনাকি পোকা
আলো ফিরে পায় তোমার হাসিতে ।
দখিনের হাওয়া বন্ধ হয়ে যায়
না পেলে তোমার আঁচল
সুপ্ত আগ্নেয়গিরি লাভা ছড়িয়ে
জ্বালিয়ে দেয় প্রসাদ সকল ।
তোমার উপেক্ষায় বিরাম পড়ে যায়
প্রবাহিত ঝর্না ধারায়
সমুদ্রের টানে উত্তাল সাগর
জোয়ারের ধ্বনি হারায়
চোখের কোনে পানি দেখলে তোমার
রাজ্যটা হয়ে যায় রুক্ষ
রাজপুত্র তখন বুকে আঁকড়ে ধরে
মুছে দিতে চায় তোমার
ঐ নরম গালের দুঃখ ।
তোমার হতাশায় সুগন্ধ হারায়
বেলি ফুলের দল
কীভাবে বুঝাই তোমায় ছাড়া
এই রাজ্যটা পুরো অচল
খোঁজ নিবে না তুমি এমন রাজ্যের ,
এবার স্থায়ী ঠিকানা লিখো
আমার বুকের বাঁ পাশে প্রিয়
এক নজর চেয়ে দেখো ।
__রাসেল হোসেন (২৮/৮/১৩)
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধ্যনবাদ আপু ...
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
আরজু পনি বলেছেন:

ভালো লাগলো রাসেল ।