নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

সাদা কালো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭



এই পৃথিবীর সকল সুর দিয়ে তোমায় নিয়ে

অজানা গান লিখেছিলাম

একুশ চরণের ছোট্ট কথামালায়

স্বপ্নের রঙ্গিন পথ এঁকেছিলাম ।



একোস্টিকে এর সুর তুলতে যেয়ে

কতো নতুন সুরই না শিখেছিলাম

শ্রাবণের ধারায় কষ্ট মুছে দিয়ে

ফাগুনের গান ধরেছিলাম ;



জ্যোৎস্না রাতে মনের অজান্তেই

নীল আকাশের তারা গুনে গুনে

কতোটা প্রহর যে আমি ভোর করেছিলাম॥



আজ তোমায় নিয়ে কাব্য ছন্দে মাতাল হয়ে

গীটারের ছয়টি তার ছিঁড়ে যেন পর্যায়ক্রমে ॥



দিনে রাতে ভেবে মরি তোমায় নিয়ে বোনা

সাদা কালো স্মৃতির মাঝে রং ছিটেয়ে দু’নয়নের অশ্রু জলে

আজো দেখে আমি তোমার বিবর্ণ ছবি

মাঝরাতে বলে উঠি ভালবাসি,

আজো তোমায় অনেক ভালোবাসি ।





__রাসেল হোসেন(৩০/০৭/১৩)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

অদৃশ্য বলেছেন:





আমি ২/৩ দিন থেকেই আপনার এখানে আসবার চেষ্টা করছিলাম... কোন না কোন কারনে আসা হয়ে ওঠেনি... কিন্তু আসতাম ঠিকই

ব্লগে স্বাগতম... আর আপনার এই লিখাটিও আমার খুব ভালো লেগেছে...

নিয়মিত লিখালিখি চালিয়ে যান... নতুন কিছু লিখলে ঠিক এভাবেই আমার ওখানে ঘুরে আসবেন, তাহলে ভালো হয়... নয়তো হয়তো দেরি হয়ে যেতে পারে ... আমি নিজেও কিন্তু কিছু লিখলে পরিচিত জনদের ঘরে ঘরে ঢু মেরে জানান দিয়ে আসি...

রাসেলের জন্য
শুভকামনা...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনাকে অনেক ধ্যনবাদ । আপনার ভালো লাগলো শুনে খুব খুব পুলকিত হইলাম । আমি আসলে গত ৪মাস থেকে টুক টাক কবিতা লিখা শুরু করি কিন্তু আসলে বুঝতে পারছিনা কেমন হয় তাই ব্লগে আসা ।
আপনার নিমন্ত্রনের জন্য ধ্যনবাদ জানবেন ।
আপনার জন্য ও শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.