![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
বড় হতে চাইনি আমি
সময় যেন জোর করে আমার
প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি করেছে ।
এখন আর আগের মত ছোট ছোট
স্বপ্নও দেখতে পারিনা
পারিনা অবাধ বিচরণ করতে
ভুল যেন আমার ছায়ার সাথে বন্ধুত্ব করেছে ।
আজ এমন সময় এসেছে আমার
সীমাহীন ভাল কর্ম করলেও
ঘৃণ্য মানুষের তালিকায় আমিই প্রথম ;
এমন সময়ও পার করেছি আমি
চাঁদ মামা,সন্ধ্যাতারা,শুকতারা,রংধনু
মেঘ বৃষ্টি নিয়ে রূপকথার রাজ্যে সময় ফুরাতাম ।
বাবা-মায়ের , ভাইয়ের-বোনের
আদর স্নেহে দিন কাটতাম
আজ দূরে বহুদূরে চলে এসেছি আমি
চোখ বুজে পিছু ফিরে তাকালে
হই আমি ক্লান্ত হই পরিশ্রান্ত ।
আমার জন্মে সবাই আনন্দিত হলেও
আমার মৃত্যুতে এ নিষ্ঠুর পৃথিবীর কি আসে যায় ।
__রাসেল হোসেন ( ০৫/০৮/১৩)
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ । চেষ্টা করব ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
অদৃশ্য বলেছেন:
রাসেল
খুব ভালো লাগলো লিখাটি... অনেক ভাবায়
শুভকামনা...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো শুনে খুশি হলাম ।
আপনার জন্যও শুভকামনা রইল ... ধন্যবাদ ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
আমার জন্মে সবাই আনন্দিত হলেও
আমার মৃত্যুতে এ নিষ্ঠুর পৃথিবীর কি আসে যায় এই ২ লাইনের ভক্ত হয়ে গেলাম ||
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । আপনার মন্তব্য আমায় অনেক উৎসাহিত করে ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মশিকুর বলেছেন:
আশাবাদি কবিতা দেন.... তারাতারি