![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
রাত পোহাবে ঘুম ভাঙ্গবে
দিন আসছে সখী
মানুষ জন জাগার আগে
খবর পাবে সব পাখি
কিচির মিচির শব্দ করে
গাইবে যে আজ গান
স্বাস্থ্যবান ওরাই যার
ঘুম ভাঙ্গে নিয়ে সতেজ প্রাণ ।
ভোর বেলায় ঘুম ভাঙ্গলে
যেও পুকুর ঘাটে
পাগল করবে তোমায় সখী
হিমেল হাওয়ার, মুগ্ধ কড়া বাসে
ভোরের আলো মুচকি হাসে
জানালার ঐ কার্নিশে
তুমি সখী না উঠিলে
ব্যর্থ হয়ে ফিরে যাবে
একটু অপেক্ষার শেষে ॥
চোখ পরিলে ঘুরে এসো
আমার বাগান বাড়ি
শিশির ভেজা স্পর্শ নিও
দূর্বা ঘাসের সারি
রাতের বেলায় চাঁদের কাছে
শুভ রাত্রি পেয়েছ
ভোরের সূর্য খুঁজছে দেখো
শুভ সকাল নাকি চেয়েছ ॥
__রাসেল হোসেন (২৯/০৭/১৩)
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
অদৃশ্য বলেছেন:
রাসেল
চমৎকার হয়েছে লিখাটি...
শুভকামনা...