নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো স্বপ্নেই পূরণ হোক...

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাগজের নৌকা (রাসেল হোসেন)

টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007

কাগজের নৌকা (রাসেল হোসেন) › বিস্তারিত পোস্টঃ

প্রথম ফোন

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩

ফেসবুকে পরিচয় প্রথম

চ্যাট হতো রোজই

ভয়ে না ফোন নাম্বার চাহিতাম

মাইন্ড করে যদি



একদিন হঠাৎ তার

অদ্ভুত আচরণ

অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে

করতে চেয়েছিল পলায়ন



তার এক বান্ধবী থেকে

ফোন নাম্বার নেওয়া

গভীর রাত ছিল তখন

তাই আমার ভয় পাওয়া



অনেক সাহস নিয়ে দিয়েছিলাম ফোন

দেখি সে কেটে দিলো

বুজলাম সে জেগে আছে এখনও ।।



পরিচয় দিয়ে তাকে

প্রথম টেক্সট করা

ক্ষণিক পরে দেখি

ফোন দিচ্ছে নাড়া



ফোনটা হাতে নিয়ে

চমকে গেলাম খুব

ও যে ফোন দিলো আমায়

বুক করছে ধুক ধুক



রিসিভ করে তাকে

সামাল ও জানালাম

সালামের প্রত্যুত্তরে

ফির সালামই পেলাম ।।



নাম্বার কীভাবে পেলাম

প্রথম এই খুঁজ নিল

তারপর একে একে কি হয়েছে

যে বর্ণনাটাই নাহ দিলো



কাহিনী শুনতে আমার

ভালই লাগছিল

সবশেষে বুজতে পারলাম

অতি চালাকের গলায় দড়ি

সে নিজেই পরিল ।।



কথা বলে বুজেছি আমি

ফোন দিয়ে করিনি কো ভুল

হাসিতে তার মুক্তা ঝরছিল

খুশিতে ছিল বেকুল



অবশেষে শেষ হল

সকল কথা

দূর হল আমার মনের

সেই আচমকা ব্যথা ।।



প্রথম স্বর শুনে আমি

হয়েছি অবাক

কোকিল কণ্ঠ যে তোমার

করেছিল আমায় নির্বাক



বলছি শুনো গো অচেনা রূপসী

সৃতির পাতায় আকা হয়ে গেলো

তোমার প্রথম ফোনের

নীল রূপ রশ্মি ।।



____রাসেল হোসেন (০৭/০৭/১৩)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, চমৎকার লিখসেন ||

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুনে ধন্য হইলা. আপনাকে অনেক ধন্যবাদ

গরীবের ব্লগেতো আসাই হয়না ।

অনেক দিন পর আসছেন অনেক অনেক ধন্যবাদ ।।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

ইকরাম বাপ্পী বলেছেন: বাহ সুন্দর হইসে এটা... ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম ।

শুভ কামনা ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

মায়াবী ছায়া বলেছেন: হাহাহা....বেশ মজা পেলাম ।।
ভাল থাকুন ।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
আপনিও ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.