![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
তোমায় দেখলেই নতুন নতুন স্বপ্ন দেখতে ইচ্ছে হয়
আর যে স্বপ্ন গুলো নিয়মিত দেখি
সেগুলো রঙ বদলানোর জন্য অযথাই তোমাকে খুঁজতে বলছে আমায়
তোমাকে দেখলে আমার এমন হয় কেন ?
কে তুমি ??
তোমায় যেন কোথায় দেখেছি
তোমার সুমিষ্ট স্বর কোথায় যেন শুনেছি
আমার খুব সন্দেহ হচ্ছে তোমায় নিয়ে ;
আচ্ছা ! বলনা কে তুমি ?
এই যে তোমার চোখে লেপটে কাজল দেয়া
নাকে নীল পাথুরি নোলক পড়া
হাতে মেহেদীর রঙে আলপনা আঁকা
গালের উপরে একগুচ্ছ চুলের অলীক রাজ্য তৈরি করা
চোখে চোখ রেখে কথা বলা
কথায় কথায় রাজস্ব বিহীন মুচকি হাসি দেয়া
নরম ঠোঁটে প্রতিবিম্ব তৈরি করা
দুষ্ট-মীর ছলে মিষ্টি কথামালা
বল না কার কাছ থেকে এসব শিখেছ তুমি ?
এই , বল না কে তুমি ??
শৈশবে একবার স্বপ্নের রাজ্যে গিয়ে ঐ রাজ্যের
রাজা,রাণী, রাজকুমার, রাজকুমারী এবং সব দেবীদের সাথে সাক্ষাৎ
হয়েছিল আমার ;
শুধু রূপের দেবীটা আমায় দেখে লজ্জায় কাছে আসতে পারেনি
তবে একটা ছবি নিয়ে এসেছিলাম ওর ।
তুমি কি সেই রূপের দেবী ??
ধ্যাত কি বলছি আমি !
কিন্তু নাহ, তুমি তো ঐ ছবির মতই !!
তুমি পৃথিবীতে কীভাবে আসলে !!
সত্যি করে বল না কে তুমি ?
___রাসেল হোসেন ( ২০/০৮/১৩ )
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম ।
ভালো থাকবেন ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১
অদৃশ্য বলেছেন:
বেশ ভালো লাগলো লিখাটি...
শুভকামনা...
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।।
শুভ কামনা ।।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
মায়াবী ছায়া বলেছেন: ভীষণ ভালো লাগলো ।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।