![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
সেই কিশোর কালের কথা
পেয়েছিলাম নীল আকাশের
এক পরীর দেখা
ভীষণ আশা ছিল তার সাথে
একটিবার হবে কথা
বিফলে যায়-নিতো চেষ্টা ।
অনেক ঘুরাঘুরির পর
পেয়েছিলাম তার বাসার ঠিকানা
প্রিয় খেলার মাঠের পাশেই ছিলে
রূপসী আমারি অজানা
বিকেলে ছাদে এসে
দিও নাকো এমন হাসি '
তুমিতো জানোইনা এ দেখে
বেড়ে যায় আমার ক্রিকেট বলের
গতি বড় বেশি ।
অবশেষে ভালোলাগা থেকে
তাকে প্রপোজ করা
এক গাধা শর্তের পর
মুচকি হেসে তার রাজি হওয়া
দেখে দেখে চলে গেল দুটি বছর
পড়ালেখা যে তুঙ্গে উঠেছে আমার
ও দিকে কে নেয় খবর ।
একটি দুর্ঘটনা পাল্টে দেয়
তার জীবন ধারা
শহর ছেড়ে তার পরিবারের
গ্রামের পথ ধরা
তারপর থেকে তোমার
আর খোঁজ না পাওয়া
শূন্য হ্নদয় নিয়ে
এখনো খোঁজে যাওয়া ।
জানি তোমায় পাব না
হয়তো হয়ে গেছো পরবাস
আমারি ব্যথিত হ্নদয়ে
আজো তোমারি বসবাস ।
__রাসেল হোসেন ( ০৩/০৮/১৩)
©somewhere in net ltd.