![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকটাক কবিতা লিখি। কিন্তু সেগুলো সত্যিকারের কবিতা হয়ে ওঠে কীনা, জানি না কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্যে ; ইমেইলঃ [email protected] ফেসবুকে আমিঃ https://www.facebook.com/kagojer.nouka.007
প্রতিদিন সুখ এ পথে হেঁটে যায়
আমি পিছু পিছু ছুটে ক্লান্ত হই, পরিশ্রান্ত হই ;
কিন্তু কি লাভ ?
হাতছানি দিয়ে যায় আবার সেই পুরনো দুঃখ
নিমিষেই দু’চোখে ছল ছল সিক্ত অনুভব করি
আপন অশ্রুর জায়গা বদলে ;
নোনা জলে ভেসে যায় সব স্বপ্ন,
সৃষ্টিশীল চাওয়া পাওয়ার প্রতিটি বীজ
বিনষ্ট হয় অঙ্কুরোদগমের পরিবেশের অভাবে ।
আবার ছুটে যাই আবার হাঁটি
অযথাই পরিবেশ তৈরি করি
নিজেকে নির্মল আনন্দে ভাসাতে
আবার দাঁড় কাকের প্রয়াস খুঁজি
এখন শুনছি ,সুখ মরে গেছে
শুধু রেখে গেছে তার ছায়া আর
দুর্গম পথে বিস্তর কষ্টের একরাশ কচুরিপানার
তিন তিনটি অনবদ্য জলাভূমি ;
এখন তার ছোঁয়া পেতেই ছুটবো
আবার খুঁজবো , আবার হাঁটবো পুরনো পথ ধরে
নিরুদ্দিষ্ট সুখের সন্ধানে নিজেকে পুনরায় ভুলে যেয়ে ।
-----------------
____রাসেল হোসেন (১৩/০৯/১৩)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর করে উৎসাহ দেওয়ার জন্য
আমার ব্লগে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !
এটা খুব চমৎকার হৈসে ||
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাইয়া । কষ্ট করে নিয়মিত আমার কবিতায় কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৯
বটের ফল বলেছেন: ভালো হচ্ছে ভাই। লেগে থাকেন। অনেক ভালো করতে পারবেন।